1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে আরো সংলাপ চান পোপ

২৩ সেপ্টেম্বর ২০১১

পোপ ষোড়শ বেনেডিক্ট তাঁর জন্মভূমি জার্মানিতে এলেন তৃতীয়বারের মত৷ তাঁর এবারকার বহুল আলোচিত সফরের দ্বিতীয় দিনে শুক্রবার পোপ খ্রিষ্টান ও মুসলমানদের মধ্যে সংলাপের গুরুত্বের কথা জোর দিয়ে উল্লেখ করেন৷

প্রথম রাষ্ট্রীয় সফরে জার্মানিতে এলেন পোপছবি: dapd

বার্লিনে লাল গালিচা সম্বর্ধনা, বুন্ডেস্টাগে ভাষণ, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৬০ থেকে ৭০ হাজারের মত মানুষের উপস্থিতিতে প্রার্থনা সভা, সফরের প্রথম দিনটা এভাবেই ব্যস্ততায় কাটান বিশ্বের ১২০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট৷ জার্মান সংসদের নিম্ন কক্ষ বুন্ডেস্টাগে তাঁর ভাষণ নিয়ে বিতর্ক ওঠে৷ ৮০ জনের মত সাংসদ অনুপস্থিত থাকেন প্রতিবাদ জানিয়ে৷ তাঁদের যুক্তি ক্যাথলিক ধর্মের প্রধানকে সংসদে ভাষণ দিতে দিয়ে জার্মান সংবিধানের নির্দেশিত রাষ্ট্র ও ধর্মের সুস্পষ্ট বিভাজনের শর্ত লঙ্ঘিত হয়েছে৷ পোপ তাঁর প্রায় ২০ মিনিটের ভাষণে রাজনীতিকদের উদ্দেশ্য করে বলেন, তাঁরা যেন সমাজের কল্যাণকেই অগ্রাধিকার দেন৷ তিনি বলেন, খ্রিষ্টধর্মের মাঝে প্রোথিত আছে ইউরোপের শিকড়৷ পরিবেশ সুরক্ষা আন্দোলনের প্রশংসা করে পোপ বলেছেন, এ হলো সতেজ বাতাস টেনে নেয়ার ডাক, যে ডাককে উপেক্ষা করলে চলবেনা৷ তাঁর বক্তব্য নিয়ে উপস্থিত সাংসদদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচকই বলতে হবে৷

এয়ারফুর্টে প্রোটেস্ট্যান্ট ধর্মের এক নেতার সঙ্গে পোপছবি: dapd

জার্মানিতে বসবাসরত মুসলমানদের ১৫ জন শীর্ষ প্রতিনিধির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে পোপ ইসলাম ও খ্রিষ্টধর্মের মধ্যে সংলাপ ও পারস্পরিক সম্মানের ওপর নির্ভর করা এক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান৷ তিনি বলেন, দুই ধর্মের অনুসারীরাই যে-মূল্যবোধগুলো লালন করে তার মধ্যে মিল রয়েছে৷ ফলে তাদের উচিৎ আরো কল্যাণময় এক বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করা৷ ৮৪ বছর বয়স্ক ক্যাথলিক ধর্মপ্রধান ইহুদী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও মিলিত হন৷ বলেন নাৎসিদের ইহুদি নিধনযজ্ঞের বিভীষিকা থেকে শিক্ষা নেয়ার কথা৷

শুক্রবার তাঁর সফরসূচির কেন্দ্রবিন্দু জার্মানির পূর্বাঞ্চলের এয়ারফুর্ট শহরের ঐতিহাসিক অগাস্টাইন মনাস্টারিতে তাঁর উপস্থিতি৷ এখানেই প্রটেস্ট্যান্ট খৃষ্টানদের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে তাঁর৷ ১৫০৫ সালে অর্থাৎ ক্যাথলিক গির্জার বিরুদ্ধে বিদ্রোহ করার ১২ বছর আগে এই মঠ ভবনেই তরুণ যাজক হিসেবে শিক্ষা নেন মার্টিন লুথার৷ রিফর্মেশনের এই জার্মান রূপকার লুথারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোপ জার্মানির প্রটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের প্রতি আহ্বান জানান, তারা যেন এক ধর্মনিরপেক্ষ দুনিয়ার জবাবে যাকিছু তাদের মধ্যে ঐক্যের সূচক তার ওপর দৃষ্টি নিবদ্ধ করে৷

চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ প্রায় ৩০০ আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে পোপ এক প্রার্থনা সভা পরিচালনা করেন পোপ৷ চারদিনের এই সফরে পোপপের পরবর্তী গন্তব্য বহুলাংশে ক্যাথলিক অধ্যুষিত শহর ফ্রাইবুর্গ৷ শপর শেষ হবে ২৫ সেপ্টেম্বর৷

প্রতিবেদন: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: সঞ্জীব বর্মন 

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ