1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রথম মুসলিম মহিলা প্রার্থী

রায়না ব্রয়ার/এসি৩১ আগস্ট ২০১৩

মুসলমান তরুণী জেমিলে গিউসুফ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলে একটি ব্যতিক্রম৷ আগামী সেপ্টেম্বরের সংসদীয় নির্বাচনে তিনি হবেন খ্রিষ্টীয় গণতন্ত্রীদের প্রথম মুসলিম মহিলা প্রার্থী৷

ছবি: picture-alliance/dpa

জেমিলে গিউসুফের বয়স ত্রিশ৷ জার্মানে যাদের বলা হয় ‘গাস্টআর্বাইটার' অর্থাৎ ‘অতিথি শ্রমিক', সেই ধরনেরই একটি বহিরাগত পরিবারে তাঁর জন্ম৷ সেভাবেই মানুষ হয়েছেন তিনি৷ ‘‘আমার বাবা-মা চেয়েছিলেন, আমি আর আমার ভাই, আমাদের জীবন যেন অন্যরকম হয়৷ সেইজন্য তাঁরা শিক্ষার উপর খুব জোর দিতেন৷ পড়াশুনায় সরাসরি সাহায্য করতে না পারলেও, তাঁরা অন্য সব ভাবে আমাদের সাহায্য করেছেন৷''

তুর্কি-গ্রিক-জার্মান

জেমিলে জাতিতে তুর্কি, যদিও তাঁর জন্ম জার্মানিতে৷ বাবা-মা এসেছিলেন তুরস্ক থেকে নয়, গ্রিসের সংখ্যালঘু তুর্কি সম্প্রদায় থেকে৷ জেমিলের জন্মের দু'বছর পরেই তাঁর মা তাঁকে গ্রিসে পাঠিয়ে দেন, আত্মীয়স্বজনের সঙ্গে থাকতে৷ জেমিলের মা জার্মানিতেই থেকে যান কাজের দায়ে৷ আরো দু'বছর পরে জেমিলেকে জার্মানিতে ফিরিয়ে আনেন তাঁর মা৷ জেমিলে তাঁর ছেলেবেলা কাটান লেভারকুজেনে, পরে বন বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনা করেন৷

জেমিলে গিউসুফছবি: DW/R. Breuer

অবসর সময়ে জেমিলে নর্ডরাইন ভেস্টফালিয়া রাজ্যে সিডিইউ দলের যে সংগঠনটির হয়ে কাজ করতেন, সেটির নাম হলো জার্মান-তুর্কি-ফোরাম৷ সেখান থেকেই তাঁর রাজনীতির সঙ্গে সংযোগ৷ ‘‘আরো অনেক মানুষের মতো আমিও গোড়ায় ভেবেছিলাম, সিডিইউ দলে অভিবাসীদের কোনো স্থান নেই৷ কিন্তু ২০০৫ সাল যাবৎ সিডিইউতে অনেক পরিবর্তন এসেছে৷ বহিরাগতদের সমাজে অন্তর্ভুক্ত করার বিষয়টি দলীয় প্রধান নিজের হাতে নিয়েছেন৷'' এক্ষেত্রে সিডিইউ অপরাপর দলগুলিকে অনেক পিছনে ফেলে দিয়েছে, বলে জেমিলের ধারণা৷

খ্রিষ্টীয়-অখ্রিষ্টীয়

খ্রিষ্টীয় গণতন্ত্রীয় দলের ‘‘খ্রিষ্টীয়'' হওয়ার ব্যাপারে জেমিলে কোনো সমস্যা দেখেন না৷ ‘‘ধর্মবিশ্বাসী মানুষ, তা তারা যে ধর্মেরই হন না কেন, সবাই একই জিনিস চান৷ জার্মানির মুসলিমরা এবং খ্রিষ্টানরা, সকলেই চান যে, স্কুলে ধর্মশিক্ষা দেওয়া হোক৷ কিন্তু সবুজরা তা চায় না৷ তারা চায় স্কুলে নীতিবিদ্যার পাঠ৷''

সাংসদ হিসেবে নির্বাচিত হলে জেমিলে প্রধানত শিক্ষা ও পরিবার সংক্রান্ত বিষয়গুলির প্রতি মনোযোগ দেবেন৷ ‘‘প্রত্যেকটি শিশুর শিক্ষার ভালো সুযোগ পাওয়া উচিত৷ বর্তমানে শিক্ষিত পরিবারের ছেলে-মেয়েদের কলেজ পাস করার সম্ভাবনা সাধারণ পরিবারের ছেলে-মেয়েদের চেয়ে সাতগুণ বেশি৷ সিডিইউ-এর পরিবার সংক্রান্ত নীতি খুবই ভালো, বলে মনে করেন জেমিলে৷ সিডিইউ নেতৃত্বাধীন সরকারের আমলে কিন্ডারগার্টেনের সংখ্যা বাড়ানো হয়েছে; যে সব বাবা-মায়েরা বাড়িতে থেকে ছোট ছেলে-মেয়েদের দেখাশুনা করেন, তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে৷ ‘‘এ সবই বহিরাগতদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷''

এখন তিনি সবে প্রার্থী৷ এখনই অন্তত একটি লক্ষ্য অর্জন করেছেন তিনি: সিডিইউ দলের প্রার্থী হয়ে তিনি অন্যান্য বিদেশি-বহিরাগত মানুষদের প্রেরণা দিয়েছেন, সাহস বাড়িয়েছেন, বলে মনে করেন জেমিলে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ