খড়কুটো ব্যবহার করে বায়োফুয়েল তৈরির এক গবেষণায় অনেকটাই এগিয়েছেন বিশেষজ্ঞরা৷ এভাবে জ্বালানি তৈরি করা গেলে তা খাদ্যশস্যের উপর চাপ কমাবে৷ তবে বিশেষজ্ঞরা নতুন ধরনের বায়োফুয়েল নিয়ে খুব বেশি আশাবাদী নন৷
বিজ্ঞাপন
খড়কুটা ব্যবহার করে বায়োফুয়েল তৈরি
02:44
খড়কুটো দিয়ে বায়োফুয়েল তৈরির উদ্যোগ৷ মূল খাদ্যশস্যে থাকা সুগার বা শর্করার প্রায় সমান শর্করা এগুলোর মধ্যেও রয়েছে৷ সুইস কোম্পানি ‘ক্লারিয়ান্ট' বিশেষ প্রযুক্তি ব্যবহার করে খড় থেকে সুগার বা চিনি আলাদা করে তা ইথানলে রূপান্তরের চেষ্টা করছে৷ এরপর তা সাধারণ পেট্রল বা গ্যাসোলিনের সঙ্গে জুড়ে বায়োফুয়েল তৈরি করা হবে৷
পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি
গাড়ি তৈরির প্রযুক্তি এখন দু’টি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে৷ প্রথমত, কত কম জ্বালানি খরচ করবে, দ্বিতীয়ত, এ গাড়ি কতটা পরিবেশবান্ধব৷ হাইব্রিড গাড়ি পরিবেশ বান্ধব৷
ছবি: picture-alliance/dpa
হাইব্রিড গাড়ির পাশে ম্যার্কেল
দু বছর আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ফ্রাঙ্কফুর্টে গিয়েছিলেন ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী উদ্বোধন করতে৷ বিশ্বের সবচেয়ে বড় এই গাড়ি প্রদর্শনীতে জার্মানির গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ডাইমলার-এর সিইও ডিটার সেচে-র সঙ্গে দেখা যাচ্ছে তাঁকে৷ তাঁরা দাঁড়িয়েছেন কিন্তু মার্সিডিজের এফ ১২৫ মডেলের হাইব্রিড গাড়ির সামনে৷
ছবি: Patrik Stollarz/AFP/Getty Images
বিএমডব্লিউ-র নতুন উপহার
জার্মানির আরেক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমডব্লিউ৷ গত মাসে হয়ে গেল ফ্রাঙ্কফুর্ট প্রদর্শনীর ৬৫তম আয়োজন৷ সেখানে বিএমডব্লিউ-র হাইব্রিড গাড়ির নবতম সংযোজন ইড্রাইভ এক্সফাইভ মডেলটিও ছিল৷
ছবি: JOHANNES EISELE/AFP/Getty Images
পর্শে-র গর্বিত সিইও
ভালো কিছু উপহার দিতে পারলে কে না খুশি হয়! মাটিয়াস ম্যুলারও খুব খুশি৷ এবারের ফ্রাঙ্কফুট প্রদর্শনীর আকর্ষণ বাড়িয়েছে পর্শে ৯১৮ স্পাইডার হাইব্রিড গাড়ি৷ পর্শে কোম্পানির সিইও মাটিয়াস ম্যুলার-কে তাই দেখা গেল নতুন মডেলের পরিবেশবান্ধব গাড়ির ড্রাইভিং সিটে বসে ছবি তুলতে৷
ছবি: Reuters
ফলক্সভাগেনের হাইব্রিড
জেনেভার গাড়ি প্রদর্শনীতে নিজেদের সেরা হাইব্রিড গাড়িটি পাঠাতে চায় বলে গত মার্চে ছোট আঙ্গিকের এক প্রদর্শনীর আয়োজন করেছিল জার্মানির ফলক্সভাগেন৷ সেখানে এভাবেই হাজির করা হয় এক্সএলওয়ান মডেলের হাইব্রিড গাড়িটি৷
ছবি: Fabrice Coffrini/AFP/Getty Images
হোটেলে হাইব্রিড গাড়ি
টোকিওর হোটেলেও দেখা গেল হাইব্রিড গাড়ি৷ নতুন গাড়ি খদ্দেরদের দেখাতে ফাইভ স্টার হোটেলে নিয়ে হাজির করা অবশ্য নতুন কিছু নয়৷ জাপানের হন্ডা কোম্পানি টোকিওর এক হোটেলে এই গাড়িটি দেখাতে নিয়ে গিয়েছিল গত ফেব্রুয়ারি মাসে৷
ছবি: picture-alliance/dpa
শাংহাইয়ের প্রদর্শনীতে...
দু বছর আগের শাংহাইয়ের আন্তর্জাতিক গাড়ি শিল্প প্রদর্শনী৷ সেদিন ছিল ‘মিডিয়া ডে’৷ গণমাধ্যমের শত শত ক্যামেরা সামনে হাজির লেক্সাস ইএস২৪০ মডেলের হাইব্রিড গাড়ি৷
ছবি: picture-alliance/dpa
6 ছবি1 | 6
২০০৬ সাল থেকে এই ব্যবস্থা তৈরির কাজ করছে ক্লারিয়ান্ট৷ প্রতিষ্ঠানটির প্রধান মার্কুস রারবাখ এই বিষয়ে বলেন, ‘‘খড় বা গাছের গুঁড়িকে প্রকৃতি এমনভাবে তৈরি করেছে যাতে সেগুলো বড় ঝড় মোকাবিলা করে টিকে থাকতে পারে৷ ফলে এটা থেকে শর্করা আলাদা করা বেশ কঠিন এবং ব্যয়সাপেক্ষ ব্যাপার৷ এ জন্য নতুন ধরনের প্রযুক্তি দরকার হচ্ছে৷ আমরা ‘মডার্ন এনজাইম'-এর মাধ্যমে সেটি সফলভাবে করতে সক্ষম হচ্ছি৷''
বিশেষজ্ঞরা বায়োফুয়েল তৈরির গবেষণাকে গুরুত্বপূর্ণ মনে করছেন৷ তবে তারা মনে করেন না, খাদ্যশস্য দিয়ে যে পরিমাণ বায়োফুয়েল তৈরি হচ্ছে, তা খড়কুটো দিয়ে সম্ভব হবে৷ বাভেরিয়ান প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রের এডগার রেমেলে এই বিষয়ে বলেন, ‘‘বর্জ্য পদার্থ দিয়ে পরবর্তী প্রজন্মের বায়োফুয়েল পুরোপুরি তৈরির উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম৷''
অনেক গাড়িচালক এখনো বায়োফুয়েল ব্যবহারে আগ্রহী নন৷ জার্মানির মাত্র ১৫ শতাংশ চালক ই-টেন পেট্রল ব্যবহার করেন৷ এই গ্যাসোলিনে উদ্ভিদ দিয়ে তৈরি দশ শতাংশ ইথানল মেশানো রয়েছে৷
নতুন বায়োফুয়েল শুরুতে শুধুমাত্র বিভিন্ন গাড়ি কারখানার ফিলিং স্টেশনে রাখা হবে৷ বিশেষজ্ঞরা বলছেন, গোটা ইউরোপে এটা সহজলভ্য করতে কমপক্ষে আরো ছয় বছর সময় লাগতে পারে৷