গণজাগরণ মঞ্চ নিয়ে আলোচনা চলছেই৷ ছাত্রলীগসহ পাঁচটি সংগঠন মনে করে মঞ্চে ভাঙন ধরেছে এবং এর জন্য ইমরান এইচ সরকার দায়ী৷ তবে ইমরান বলেছেন, মঞ্চে কোনো ভাঙন দেখা দেয়নি৷
বিজ্ঞাপন
এরই মধ্যে মঙ্গলবার রাতে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নেন ইমরান এইচ সরকার ও কয়েকটি ছাত্র সংগঠনের নেতা৷ ঐ টক শোতে নিয়েও ব্লগ আর ফেসবুকে চলছে আলোচনা৷ অনেকে টক শোর একটি আংশিক ভিডিও ক্লিপ ফেসবুকে শেয়ার করেছেন৷ সুশান্ত দাস গুপ্ত ক্লিপটি শেয়ার করে লিখেছেন, ‘‘কি যে অবস্থা! এই ক্লিপ দেখার পর আশা করি কোনটা চান্দা আর কোনটা অনুদান – এই নিয়ে কারো প্রশ্ন থাকবে না৷ এরপরও যদি কারো সন্দেহ থাকে আমার কথা একটাই – অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েন নারে ভাই৷'' ঐ ক্লিপে ইমরান এইচ সরকার ও টক শো পরিচালনাকারীর কথপোকথনের একটা অংশও স্ট্যাটাসে লিখেছেন সুশান্ত৷ এতে দেখা যাচ্ছে ইমরান এইচ সরকার টাকার হিসাব রাখা প্রশ্নে পরিষ্কার উত্তর দিতে পারছেন না৷
সুশান্তর এই স্ট্যাটাসের নীচে মন্তব্যের ঘরে কুলদা রায় লিখেছেন, ‘‘আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন সুশান্ত৷ এটাকে অপব্যাখ্যা বলে৷ পুরো সাক্ষাৎকারটা আমি দেখেছি৷ বাপ্যাদিত্য এবং সোহাগ সাহেবই (টকশোতে উপস্থিত ছাত্রনেতা) ধরা খেয়েছেন৷''
মন্তব্যের ঘরে ‘বাংলার সেবক' নামে একজন ভিডিওটির পুরো লিংক শেয়ার করেছেন৷ তবে মুস্তফা গোলাম জানতে চেয়েছেন, ‘‘এই ভিডিওতে কিছু কিছু সময় ডিস্টর্টেড করা হয়েছে কেন?'' অবশ্য এই একই ভিডিও দেখে বনিউম এইচ টুটুল সুশান্তকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘আপনাকে ভণ্ড মনে হচ্ছে৷ পুরো ভিডিওটি দেখার পর মনে হচ্ছে আপনি নিজের স্বার্থ অনুযায়ী সেটা ম্যানিপিউলেট করেছেন৷ আমাদের আপনার মতো এমন ভণ্ড ‘চেতনাধারী' প্রয়োজন নেই৷''
শাহবাগ আন্দোলনের বছরপূর্তি
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হওয়া শাহবাগ আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন সংশ্লিষ্টরা৷ তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী আরো অনেক ইস্যুতে এখন সরব গণজাগরণ মঞ্চ৷ শাহবাগ আন্দোলনের বর্ষপূর্তি নিয়ে আমাদের ছবিঘর৷
ছবি: Harun Ur Rashid Swapan
সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হওয়া শাহবাগ আন্দোলনের এক বছর পূর্ণ হয়েছে গত পাঁচ ফেব্রুয়ারি৷ বর্ষপূর্তিতে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নিয়েছেন আন্দোলনের কর্মীরা৷ গণজাগরণ মঞ্চের নেতৃত্বে চলবে এই আন্দোলন৷
ছবি: DW/M. Mamun
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু
পাঁচ ফেব্রুয়ারি শাহবাগে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় গণজাগরণ মঞ্চের অনুষ্ঠান মালা৷ তিনদিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় বর্ষপূর্তি৷
ছবি: DW/M. Mamun
‘ফাঁসির’ দাবি
শাহবাগ আন্দোলনের এক বছর পূর্তির শোভাযাত্রায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের ‘ফাঁসির’ দাবিতে সোচ্চার ছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা৷
ছবি: DW/M. Mamun
জনতার ভিড়
গণজাগরণের মঞ্চের আয়োজিত বর্ষপূর্তির বর্ণাঢ্য শোভাযাত্রায় সাধারণ মানুষের ঢল নামে৷ এক বছর পূর্তিতে ঢাকার শাহবাগ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে গণজাগরণ মঞ্চ কর্মীরা৷
ছবি: DW/M. Mamun
‘প্রতীকী ফাঁসি’
শোভাযাত্রায় ‘প্রতীকী ফাঁসির’ চিত্রও তুলে ধরা হয়৷ বলাবাহুল্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের উদ্যোগকে সমর্থন করলেও ফাঁসির বিষয়ে সমর্থন নেই আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের৷
ছবি: DW/M. Mamun
আলোকচিত্র প্রদর্শনী
আন্দোলনের বছর পূর্তিতে শাহবাগে আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়৷ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হওয়া এই আন্দোলন শাহবাগ ছাড়িয়ে গোটা বাংলাদেশে এবং পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে৷
ছবি: DW/M. Mamun
‘নাস্তিক ব্লগার’
শাহবাগ আন্দোলন থেকে সৃষ্ট গণজাগরণের মঞ্চের গত এক বছরের পথচলা মোটেই সহজ ছিল না৷ বরং আন্দোলনের এক পর্যায়ে খুন হন ব্লগার রাজিব হায়দার৷ এরপর ঢালাওভাবে ব্লগারদের নাস্তিক এবং ইসলাম ধর্মবিরোধী আখ্যা দিয়ে তাঁদের শাস্তির দাবিতে রাজপথে নামে হেফাজতে ইসলাম৷ এক পর্যায়ে ইন্টারনেটে বিভিন্ন ব্লগে ‘ইসলাম ধর্ম নিয়ে উসকানিমূলক মন্তব্য ও কটূক্তির' অভিযোগে চার ব্লগারকে গ্রেপ্তার করে পুলিশ৷
ছবি: Getty Images
‘সমর্থন আগের মতোই’
তবে ‘নাস্তিক ব্লগার’ প্রচারণার কারণে শাহবাগে জনসমর্থন কমেনি বলে মনে করেন ব্লগার আরিফ জেবতিক৷ শাহবাগ আন্দোলনের অন্যতম এই কর্মী বলেন, ‘‘আমাদের শুরুতে যে জনসমর্থন ছিল, আজকেও সেই একই জনসমর্থন আছে৷ এবং আমি চ্যালেঞ্জ করি যে কোনো মিডিয়া এটা জরিপ চালিয়ে দেখতে পারে৷’’
ছবি: Arif Jebtic
ভিন্নমত
শুরুর দিকে শাহবাগ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ব্লগার আসিফ মহিউদ্দীন অবশ্য মনে করেন, ‘‘রাজনৈতিক দল এবং আমাদের রাজনীতিক নেতারা আসলে আমাদের আন্দোলনটা খেয়ে ফেলেছে৷’’ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত আসিফ গত বছর বাংলাদেশে কয়েকমাস কারাভোগের পর বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন৷
ছবি: DW/A. Islam
বিভিন্ন ইস্যুতে সরব গণজাগরণ মঞ্চ
প্রসঙ্গত, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্তদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি আরো অনেক ইস্যুতে সরব রয়েছে গণজাগরণ মঞ্চ৷ সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক সাম্প্রদায়িক সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘রোড মার্চ’ করে গণজাগরণ মঞ্চ৷
ছবি: Harun Ur Rashid Swapan
10 ছবি1 | 10
এদিকে ফেসবুকে সুলতানা রহমান লিখেছেন, ‘‘বঙ্গবন্ধু জীবনে কোনোদিন কোনো অর্থ উপার্জনকারী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না৷ (পড়ুন অসমাপ্ত আত্মজীবনী)৷ বর্তমানে অধিকাংশ রাজনীতিবিদেরই দৃশ্যমান অর্থ উপার্জনকারী কর্মকাণ্ড নেই, এবং তা নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যাথাও নেই৷ কোনোদিন কেউ কোনো রাজনীতিবিদকে ডেকে জিজ্ঞেস করার সাহস রাখেন না – ভাই আপনি কিছু করেন না তাহলে চলেন কিভাবে? খান পরেন কিভাবে? বিলাস বহুল বাড়িটি আসলো কোথা থেকে? সংসার চলে কিভাবে? ব্যাংকে কত টাকা সঞ্চিত আছে? অনুদান হিসেবে কে আপনাকে কত টাকা দিয়েছে তার হিসেব কি আছে আপনারর কাছে? এই সব প্রশ্ন আমরা খুব সহজে করতে পারি ইমরান এইচ সরকারকে৷ এখানেই আমাদের স্বার্থকতা৷''