1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণজাগরণ মঞ্চে পুলিশি হামলা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৫ এপ্রিল ২০১৪

শাহবাগে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের শুক্রবার বিকেলে লাঠিপেটা করেছে পুলিশ৷ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ পুলিশ দাবি করেছে, সমাবেশের কোনো অনুমতি না থাকায় তাদের আটক এবং ছত্রভঙ্গ করা হয়েছে৷

Bagladesch Demo Urteil Abdul Quader Mollah
ছবি: Reuters

এর একদিন আগে শাহবাগেই গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ৷ আর তারই প্রতিবাদে শুক্রবার শাহবাগে প্রতিবাদ সমাবেশ ডাকে গণজাগরণ মঞ্চ৷ বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগে জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়৷ এক পর্যায়ে পুলিশ সমবেত নেতা-কর্মীদের ওপর চড়াও হয়ে ছত্রভঙ্গ করে দেয় এবং ৭ জনকে আটক করে৷ পুলিশের হামলায় লাকি আক্তারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে গণজাগরণ মঞ্চ দাবি করেছে৷ এ সময় গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারকেও পুলিশ টানাহেঁচড়া করে৷ তবে শেষ পর্যন্ত তাঁকে আটক করা হয়নি৷

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, প্রশাসনের কোনো অনুমতি না থাকায় গণজাগরণ মঞ্চকে সমাবেশ করতে দেয়া হয়নি৷ তিনি বলেন, ‘‘একই সময়ে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড' নামের একটি সংগঠনও শুক্রবার বিকেলে শাহবাগে সমাবেশের জন্য অনুমতি চায়৷ ফলে কোনো সংগঠনকেই শাহবাগে সমাবেশের অনুমতি দেয়া হয়নি৷'' তিনি জানান, শুধু গণজাগরণ মঞ্চ নয়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর ২ জনসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে৷

গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার বলেন, ‘‘প্রতিবাদ করার অধিকার সবার আছে৷ পুলিশ আমাদের প্রতিবাদ করার অধিকার হরণ করছে৷ হামলা চালিয়ে কয়েকজনকে গ্রেফতার করেছে৷'' তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার পুলিশের সহায়তায় গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা হয়৷

বৃহস্পতিবার গণজাগরণ মঞ্চের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার সময় ঐ হামলায় বেশ কয়েকজন আহত হয়৷ আর সেই হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে গণজাগরণ মঞ্চ৷

এর আগেও পুলিশ গত ডিসেম্বরে গুলশানে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীদের লাঠি পেটা করে৷ যুদ্ধাপরাধের দায়ে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর পাকিস্তানের জাতীয় পরিষদ নিন্দা প্রস্তাব পাশ করে৷ এর প্রতিবাদে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশ তখন মঞ্চের নেতা-কর্মীদের লাঠিপেটা এবং বেশ কয়েকজনকে আটক করে৷

গত বছরের ৫ই ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে এর প্রতিবাদে গড়ে ওঠে শাহবাগের গণজাগরণ মঞ্চ৷ তাদের আন্দোলনের মুখেই আইন সংশোধন করে রাষ্ট্রপক্ষের আপিলের সুযোগ দেয়া হয়৷ আর আপিলে কাদের মোল্লার দণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়৷ গত ডিসেম্বরে এই রায় কার্যকর হয়েছে৷

গণজাগরণ মঞ্চের আন্দোলনের মুখেই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনে ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচারের বিধান অন্তর্ভুক্ত করা হয়৷ আর সে কারণেই জামায়াতে ইসলামীকেও এখন বিচারের মুখোমুখি হতে হচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ