আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গণতন্ত্রকে সুসংহত করার কথা বলেছেন সাধারণ মানুষ, বুদ্ধিজীবী আর রাজনৈতিক নেতারা৷ তাঁরা বলেছেন, ভাষার দাবি আদায়ের পথ ধরেই বাংলাদেশ স্বাধীন হয়৷ সেই বাংলাদেশে এখনো গণতন্ত্র সুসংহত নয়৷
বিজ্ঞাপন
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো শুরু হয় রাত ১২টার পর থেকেই৷ রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন৷ তার পর থেকেই সব শ্রেণির মানুষের ঢল নামে শহিদ মিনারে৷ আর লোকে লোকারণ্য হয়ে যায় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর৷ দোয়েল চত্বর থেকে বইমেলা হয়ে শাহবাগ পর্যন্ত৷ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা যেন পরিণত হয় জনস্রোতে৷ সব পথ গিয়ে মেশে এক পথে – কেন্দ্রীয় শহীদ মিনারে৷ ফুলে ফুলে ছেয়ে যায় মিনারের বেদি৷
আ-মরি বাংলা ভাষা
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা ভাষার প্রতিষ্ঠার দাবিতে শহীদদের রক্তে রঞ্জিত হয় বাংলার মাটি৷ মায়ের ভাষার জন্য শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরো অনেকে৷ তাঁদের আত্মদানে বাংলা আজ আমাদের রাষ্ট্রভাষা৷
ছবি: DW/M. Mamun
ইতিহাসের শুরু
১৯৪৮ সালে পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দু ভাষাকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেয়ার চেষ্টা করে৷ জেগে ওঠে তৎকালীন পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালি সমাজ৷ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পুলিশ ছাত্রজনতার মিছিলে গুলিবর্ষণ করে৷ শহীদ হন রফিক, জব্বার, সালাম, বরকত ও আরো অনেকে৷
ছবি: DW
শ্রদ্ধাঞ্জলি
প্রতি বছর একুশের প্রথম প্রহর থেকেই শুরু হয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন৷ কেন্দ্রীয় শহীদ মিনারে নামে হাজারো মানুষের ঢল৷ ভোরে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নেন সব শ্রেণির মানুষ৷ সব পথ গিয়ে মেলে এক পথে – কেন্দ্রীয় শহীদ মিনারে৷ জাতি শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করছে শহীদদের৷
ছবি: picture-alliance/AP
প্রভাত ফেরির গান
২১শে ফেব্রুয়ারির ঘটনার অন্যতম সাক্ষী আব্দুল গাফ্ফার চৌধুরী৷ রাজনৈতিক এই বিশ্লেষক তখন ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী৷ তিনি শহীদ রফিকের মরদেহ দেখার পরই এই গানটির প্রথম লাইন তাঁর মাথায় এসেছিল – ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’৷ যেটি এখন প্রভাত ফেরির গান হয়ে গেছে৷ এ গানের সুরকার ছিলেন শহীদ আলতাফ মাহমুদ৷
ছবি: DW
‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’
২১শে ফেব্রুয়ারির সেই ঘটনায় বাঙালি বুঝতে পেরেছিল, তারা আসল স্বাধীনতা পায়নি৷ তাই ভাষা স্বাধীনতা, তথা রাষ্ট্রভাষা বাংলার দাবি তখন ছড়িয়ে পড়ে সর্বত্র৷ যার প্রতিধ্বনি শোনা যায় আব্দুল লতিফের গানে, ‘‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়''৷ অতুল প্রসাদ সেন লেখেন ‘মোদের গরব মোদের আশা’৷
ছবি: picture-alliance/AP
বাংলাদেশের জন্ম
বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আর লক্ষ প্রাণের বিনিময়ে একুশের ভাষা আন্দোলনের সংগ্রাম পূর্ণতা পায় একাত্তরের স্বাধিকারের লড়াইয়ে৷ বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ৷
ছবি: AP
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
১৯৯৯ সালের ১৭ই নভেম্বর ইউনেস্কো-র প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা’ দিবস হিসেবে ঘোষণা করা হয়৷ ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোর অনেকেই যথাযথ মর্যাদায় পালন করছে৷
ছবি: AP
বাংলা ভাষায় পরিবর্তন
সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – এর যুগ থেকে শুরু করে বা বঙ্কিমের ভাষা যেরকম প্রমথ চৌধুরীর আমলে পরিবর্তিত হয়ে অনেকটা কথ্য ভাষায় রূপ নিয়েছিল, তেমনি আজকের বাংলা ভাষা অনেকটাই গণভাষায় পরিণত হয়েছে৷ নব প্রযুক্তির যেসব শব্দ রয়েছে, তা বাংলা ভাষা খুব দ্রুত আহরণ করেছে৷ দ্রুত আহরণের ফলে ঢুকে পড়ছে অবাঞ্ছিত শব্দও৷
ছবি: DW/M. Mamun
অমর একুশে গ্রন্থমেলা
২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে প্রতি বছরই ফেব্রুয়ারি মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা হয় বাংলা একাডেমি প্রাঙ্গনে৷ এবার অবশ্য সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজন করা হয়েছে মেলার৷ এবারের মেলা উত্সর্গ করা হয়েছে প্রয়াত ভাষা সৈনিক সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমানকে৷
ছবি: DW/M. Mamun
8 ছবি1 | 8
সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, নারী-পুরুষ-শিশু সবাই আসেন শহীদ মিনারে৷ আর বিদেশিদের উপস্থিতিও চোখে পড়ার মত৷ তারা বাংলাদেশের মানুষের ভাষার জন্য চরম আত্মত্যাগ আর তাদের জন্য পুরো জাতির এই বিনম্র শ্রদ্ধায় অভিভূত৷
কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ মনে করেন, শহীদদের আত্মত্যাগের লক্ষ্য আজও পূরণ হয়নি৷ শহীদ মিনারে ফুল দিতে আসা আজিমপুরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘‘৫২'র ভাষা আন্দোলন থেকেই একাত্তরের মুক্তিযুদ্ধ৷ কিন্তু বাংলাদেশ স্বাধীন হলেও এ দেশে গণতন্ত্র এখনো সুসংহত হয়নি৷ ফলে সাধারণ মানুষ তার অধিকার পায়নি৷ এমনকি বাংলা ভাষাকেও তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করা হয়নি৷'' জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান বলেন, ‘‘বাংলাকে সর্বস্তরে চালু করা এখনো সম্ভব হয়নি৷ উচ্চ শিক্ষার মাধ্যম হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করতে হলে এ জন্য অনেক কাজ করতে হবে৷ সেই কাজ হয়নি৷ এখনো একটি শ্রেণি আছে যারা বাংলাকে গুরুত্ব দিতে চান না৷ বরং বাংলাকে বিকৃত করতে তাদের উত্সাহের কমতি নেই৷''
সুশাসনের জন্য নাগরিক – সুজন-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ৫২'র ভাষা আন্দোলন আমাদের লড়াই করতে শিখিয়েছে৷ শিখিয়েছে দাবি আদায় করতে৷ কিন্তু সাধারণ মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি৷ গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয়নি৷ দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত না হলে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবেনা৷ ভাষার মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত করা যাবেনা৷
আর বিএনপি-র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে এখন গণতন্ত্র অবরুদ্ধ, মানুষের ভোটের অধিকার নেই৷ নেই বাক স্বাধীনতা৷ তাই লড়াই চালিয়ে যেতে হবে গণতন্ত্রকে উদ্ধার করতে৷ গণতন্ত্রকে সংহত করতে৷ বিএনপি সেই লড়াইয়ে পিছপা হবেনা বলে জানান তিনি৷
এদিকে শহিদ দিবসে মৌলবাদ, জঙ্গিবাদ ও সহিংসতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের৷ তিনি বলেছেন, গণতন্ত্রকে সংহত করতে হলে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে৷ নিশ্চিত করতে হবে যুদ্ধাপরাধের বিচার৷