1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের জন্য কাজ করুন - সুশীল সমাজকে হাসিনা

২ ডিসেম্বর ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুশীল সমাজের প্রতিনিধিরা কখনো কখনো স্বৈরাচারী সামরিক শক্তির সহযোগীতে পরিণত হন৷ তিনি সুশীল সমাজকে গণতন্ত্রের জন্য কাজ করার আহ্বান জানান৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: dapd

ঢাকায় সামাজিক দর্শন শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে আজ প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আর সেমিনারের প্রতিপাদ্য‘ গণতন্ত্র, নাগরিক সমাজ ও সুশাসন'৷ প্রধানমন্ত্রী তার আলোচনায় বলেন, সুশীল সমাজের প্রতিনিধিরা যে সবসময় গণতন্ত্রের পক্ষে কাজ করেন তা নয়৷ তারা কখনো কখনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচারী সামরিক শক্তির পক্ষে কাজ করেন৷ তারা তাদের স্বার্থের জন্য গণতন্ত্রকেই ধ্বংস করেন৷ তারা নিজেরাও ক্ষমতার স্বাদ পেতে চান৷ প্রধানমন্ত্রী তাদের গণতন্ত্রের জন্য করার আহ্বান জানান৷

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম এখন সবচেয়ে বেশি স্বাধীতা ভোগ করছে৷ তবে তাদের সব মতামত গ্রহণ করবেনা সরকার৷ গণতন্ত্রের জন্য কল্যাণকর নয় এমন মতামত গ্রহণ করার প্রশ্নই আসেনা৷

পার্বত্য শান্তিচুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার এই চুক্তি বাস্তবায়নে কাজ করছে৷ আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যালনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের একধাপ এগুনো প্রসঙ্গে তিনি বলেন, আরেকটু উদারভাবে তথ্য উপাত্ত নিলে দেখা যাবে বাংলাদেশের পরিস্থিতি আরো ভাল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ