1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের জন্য কার্যকর সংসদ জরুরি: জার্মান রাষ্ট্রদূত

২ জুন ২০১১

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল বলেছেন, গণতন্ত্রের জন্য সংসদকে কার্যকর করতে হবে৷ সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক দলের অধিকার৷ কিন্তু সংসদ হল সব ধরনের আলোচনা এবং বিতর্কের আসল জায়গা৷

ডয়চে ভেলেকে সাক্ষাতকার দিচ্ছেন জার্মান রাষ্ট্রদূতছবি: DW/ Harun Ur Rashid Swapan

ডয়েচে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জার্মান রাষ্ট্রদূত হোলগার মিশায়েল জানান, বাংলাদেশের সঙ্গে জার্মানির ব্যবসা-বাণিজ্য বাড়ছে৷ গত বছর দু'দেশের বাণিজ্যের পরিমাণ ৪ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করছে৷ বাংলাদেশে জার্মানির রফতানি বেড়েছে ৭০ ভাগ৷ আর জার্মানিতে বাংলাদেশের রফতানি বেড়েছে ৪০ ভাগ৷ তবে জার্মান বিনিয়োগকারীরা সুসাশন, স্বচ্ছ বিচার ব্যবস্থা ও প্রশাসনের ওপর গুরুত্ব দেয়৷

বাংলাদেশে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়৷ বাংলাদেশর জনগণ এবং রাজনৈতিক দলগুলোই এব্যাপারে সিদ্ধান্ত নেবে৷ তবে জার্মান সরকার আগামীতেও সুষ্ঠু এবং নিরেপেক্ষ নির্বাচন দেখতে চায়৷

তিনি বাংলাদেশের জাতীয় সংসদকে কার্যকর করার ওপর গুরুত্ব দেন৷ তিনি বলেন গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সংসদকে কার্যকর করতে হবে৷ সরকারি এবং বিরোধী দল উভয়ের আলোচনা এবং বিতর্কের মূল জায়গা হল সংসদ৷

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহাম্মদ ইউনূসের অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, ড. ইউনূস একজন সম্মানিত ব্যক্তি৷ তবে বিষয়টি আদালতে ফয়সালা হয়েছে৷ তবে তিনি আশা করেন, একারণে গ্রামীণ ব্যাংক ক্ষতিগ্রস্ত হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ