1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের পথে অগ্রগতি, সু চি’র নির্বাচন করার সম্ভাবনা

১২ নভেম্বর ২০১১

মিয়ানমারের সামরিক সরকারের সংস্কারধর্মী কিছু পদক্ষেপের কারণে সেখানে গণতন্ত্রপন্থী দল এনএলডি আবারও রাজনীতির মাঠে সোচ্চার হতে যাচ্ছে ৷ এদিকে এনএলডি নেত্রী অং সান সু চি দেশটির উপ-নির্বাচনেও যোগ দেবেন এমন আভাস এলো দল থেকে৷

এনএলডি নেত্রী অং সান সু চিছবি: DW/AP

মিয়ানমারের স্বাধীনতার নায়ক অং সান এর সুযোগ্য কন্যা সু চি তাঁর বিগত ২২ বছরের মধ্যে ১৫ বছরই কাটিয়েছেন কারাভ্যন্তরে৷ তবুও দমে যাওয়ার পাত্রী নন তিনি৷ দীর্ঘ সময় ধরে সামরিক জান্তার নিয়ন্ত্রণে থাকা মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সংগ্রাম করে যাচ্ছেন ৬৬ বছর বয়সি সু চি৷ তাঁর সংগ্রাম ও আন্দোলনের স্বীকৃতি স্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার জয় করেন৷ এছাড়া ১৯৯০ সালের নির্বাচনে বিজয় লাভ করেন জনপ্রিয় নেত্রী সু চি এবং তাঁর দল এনএলডি৷ কিন্তু সেসময় এনএলডি'র কাছে ক্ষমতা হস্তান্তর না করে বরং উল্টো দমন-পীড়ন চালিয়ে কোণঠাসা করে রাখে তাদের৷

মাত্র এক বছর আগে কারাগার থেকে মুক্তি পান সু চি৷ কিন্তু গত নির্বাচনে অংশ নেয়নি তাঁর দল এনএলডি৷ ফলে দেশটির রাজনৈতিক দলের তালিকা থেকেও এনএলডি'র নাম মুছে ফেলা হয়৷ এমন অবস্থায় মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক গোষ্ঠীর চাপ বাড়তেই আছে৷ হাওয়াইতে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় সম্মেলনে গিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন বললেন, মিয়ানমারকে সেখানে মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য আরো পদক্ষেপ নিতে হবে৷ তাঁর ভাষায়, ‘‘আমরা সেখানে কারাবন্দী সকল রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি এবং সংখ্যালঘু অঞ্চলে সহিংসতা বন্ধের দাবি জানাই৷''

অং সান সু চি সমর্থকদের সঙ্গেছবি: AP

তবে সম্প্রতি মিয়ানমার সরকার মিত্র দেশ চীনের বিরুদ্ধে গিয়ে উত্তরাঞ্চলের একটি বিতর্কিত বাধ নির্মাণের কাজ স্থগিত করেছে৷ সু চি'র সাথে প্রত্যক্ষ আলোচনায় বসেছে এবং গত নির্বাচনের আলোচিত একটি নীতিমালায় সংস্কার সাধন করে৷ ফলে সরকারের এসব পদক্ষেপকে গণতন্ত্রের পথে অগ্রগতি হিসেবে মনে করছে এনএলডি৷ তাই নতুন করে রাজনীতির মাঠে নামার ইঙ্গিত মিলেছে দলের ভেতর থেকেই৷ দলের মুখপাত্র নিয়ান উইন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘‘এনএলডি আবারও রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করতে পারে এবং সু চি আসন্ন উপ-নির্বাচনে অংশ নিতে পারেন৷'' দলীয় সূত্র অনুসারে, ইয়াঙ্গনের কোন আসনে প্রার্থী হতে পারেন মিয়ানমারের পূজনীয় ব্যক্তিত্ব ‘দ্য লেডি' অং সান সু চি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ