1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রের সূচকে অনেক পিছিয়ে বাংলাদেশ

১ ফেব্রুয়ারি ২০১৮

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর গণতন্ত্রের সূচকে বাংলাদেশ মাত্র এক বছরে আট ধাপ পিছিয়েছে৷ এক দশকে এটা সর্বনিম্ন৷ বাংলাদেশের বিশ্লেষকরা এই সূচকে অবাক নন, বরং একে স্বাভাবিকই মনে করছেন৷

Bangladesch Parlament | Gebäude
ছবি: picture-alliance/dpa/Dinodia Photo Library

লন্ডনভিত্তিক ‘দ্য ইকোনমিস্ট' গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট সূচকটি প্রকাশ করেছে বুধবার৷ তাতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্কোর ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে কমেছে৷ বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে৷ ২০১৭ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ৯২তম এবং স্কোর ১০-এর মধ্যে ৫ দশমিক ৪৩৷ অথচ ২০১৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৮৪ তম এবং তখন স্কোর ছিল ৫ দশমিক ৭৩৷ ১৬৭টি দেশ নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে৷ বাংলাদেশ গণতন্ত্রের সূচকে ভারতের চেয়ে পিছিয়ে আছে৷ ভারতের অবস্থান ৪২তম৷

মিজানুর রহমান

This browser does not support the audio element.

৫টি মানদণ্ড অনুসরণ করে ইকোনমিস্টের গবেষণাটি করা হয়েছে৷ মানদণ্ডগুলো হলো: নির্বাচনগুলো অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা, সরকারে ভারসাম্য আছে কিনা, জনগণকে রাজনীতিতে যুক্ত করা হয় কিনা, জনগণ তাদের সরকারকে সমর্থন করে কিনা এবং তারা মত প্রকাশের স্বাধীনতা পায় কিনা৷

গণতন্ত্রের সূচক নির্ধারণে সর্বোচ্চ স্কোর ১০৷ এর মধ্যে যাদের স্কোর ৮, তাদেরকে পূর্ণ গণতন্ত্রের দেশ বলে বিবেচনা করা হয়৷ ইকোনমিস্টের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার ৫ শতাংশেরও কম মানুষ ‘পূর্ণ গণতন্ত্রের' মধ্যে থাকে৷

এবার সারা বিশ্বের সার্বিক গণতান্ত্রিক পরিস্থিতিরও অবনতি হয়েছে বলে জানিয়েছে ইকোনমিস্ট৷ ২০১৬ সালে ১০ স্কোরের মধ্যে সারাবিশ্বের গড় অর্জন ছিল ৫ দশমিক ৫২৷ কিন্তু এবার সার্বিক গড় ৫ দশমিক ৪৮৷ মহাদেশগুলোর মধ্যে এশিয়া সার্বিক সূচকে নিচের দিকে রয়েছে৷ ১০ পয়েন্টের মধ্যে এশিয়ার গড় অর্জন ৫ দশমিক ৬৩৷

গণতন্ত্রের এই সূচকে আগের মতো এবারও শীর্ষস্থান দখল করেছে নরওয়ে৷ আর মাত্র ১ দশমিক ০৮ স্কোর নিয়ে সূচকের একদম নীচে রয়েছে উত্তর কোরিয়া৷

বদরুল আলম

This browser does not support the audio element.

বাংলাদেশের গণতন্ত্রের অবনমন নিয়ে ইকোনমিস্টের এই জরিপের সঙ্গে একমত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজউদ্দিন খান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি তাদের এই পর্যবেক্ষণের সঙ্গে একমত৷ তাদের গবেষণায় বাংলাদেশের গণতন্ত্রের সঠিক চিত্রই প্রতিফলিত হয়েছে৷''

তিনি বলেন, ‘‘গণতন্ত্র বাংলাদেশে একদম তলানিতে আছে৷ এখানকার সমাজ ব্যবস্থা, কাঠামো, সংস্কৃতি কোনো কিছুতেই গণতান্ত্রিক অগ্রগতি নাই৷ আমরা উন্নত হওয়ার বিপরীতে দিন দিন পিছিয়ে যাচ্ছি৷ এখানে মানবাধিকার নাই৷ এখানে আইনের শাসন নাই৷ সবকিছুতে দলীয়করন৷ ফ্রি ইলেকশন হয় না৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘আমাদের নিজেদেরই গণতান্ত্রিক হতে হবে৷ আপনাকে গণতান্ত্রিক হতে হবে৷ গণতন্ত্রের যে শর্তগুলো আছে, সেগুলো পূরণ করতে হবে৷ তাহলে আমাদের গণতান্ত্রিক পরিস্থিতির উন্নতি হবে৷''

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের দেশের সমাজের যেদিকেই তাকাই আইনের শাসন তো নাই৷ যেখানে মানুষকে তুলে নেয়া হয় আর খুঁজে পাওয় যায় না, সেখানে মানবাধিকার কতটা আছে, তা নিয়ে তো প্রশ্ন করাই যায়৷ এটা যে খুব একটা উন্নত গণতান্ত্রিক সমাজ নয়, সেটা তো যে-কোনো সাধারণ মানুষই বলবে৷ মানুষের যে মর্যাদা, তা আইনের শাসন এবং মানবাধিকার রক্ষার মাধ্যমে সমুন্নত রাখতে হবে৷ সেই মর্যাদাই তো প্রশ্নের মুখে৷''

হাফিজউদ্দিন খান

This browser does not support the audio element.

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সাধারণভাবে মনে হবে, সরকার বাকস্বাধীনতার বিরুদ্ধে কোনো নিয়ন্ত্রণ আরোপ করেনি৷ কিন্তু সব মিলিয়ে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে যে, মানুষ কথা বলতে ভয় পায়৷ জোরে কথা বলে না৷ এক ধরনের সেল্ফ সেন্সরশিপের মধ্য দিয়ে যাচ্ছেন নাগরিকরা৷''

আর সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর প্রধান ড. বদিউল আলম মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশ যে গণতন্ত্রের সূচকে ৮ ধাপ নেমেছে তাতে তো আশ্চর্য হওয়ার কিছু নাই৷ ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার একটি অদ্ভূত তত্ত্ব দাঁড় করিয়েছে৷ উন্নয়ন বনাম গণতন্ত্র৷ আমরা যদি বেশি উন্নয়ন চাই, তাহলে গণতন্ত্রকে ছাড় দিতে হবে৷ সরকার অগ্রাধিকার দিয়েছে উন্নয়নে, তাই আমরা গণতন্ত্রে পিছিয়ে গেছি, এটাই তো স্বাভাবিক৷ কিন্তু এটা ভ্রান্ত ধারণা৷  আমাদের গণতন্ত্রও দরকার, উন্নয়নও দরকার৷ দু'টো না হলে এই উন্নয়ন টেকসই হবে না৷ অমর্ত্য সেন যেমন বলেছেন, ডেভেলপমেন্ট ইজ ফ্রিডম৷ উন্নয়নের লক্ষ্যই হলো মানুষের অধিকার সম্প্রসারণ৷''

তিনি আরো বলেন, ‘‘আশা করি, সরকার তার ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে সুশাসন প্রতিষ্ঠা করে উন্নয়নকে বেগবান করার উদ্যোগ নেবে৷''

বাংলাদেশ কতটা গণতান্ত্রিক বলে আপনার মনে হয়? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ