1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি-তুরস্ক উত্তেজনা

৭ মার্চ ২০১৭

অগণতান্ত্রিক অ্যাজেন্ডার প্রতি সমর্থন আদায় করতে প্রচার চালানো কি গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়া উচিত? তুরস্কের আসন্ন গণভোটের প্রচারের প্রেক্ষাপটে এই প্রশ্নটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে জার্মানিতে৷

জার্মানিতে তুরস্কের এক মন্ত্রীর জনসভা
ছবি: picture alliance/dpa/H. Kaiser

গোটা ঘটনাটির সূত্রপাত তুরস্কের আসন্ন গণভোটকে কেন্দ্র করে৷ সে দেশের প্রেসিডেন্ট পদের হাতে বিপুল ক্ষমতা তুলে দিতে সংবিধান পরিবর্তন করতে চান বর্তমান পদাধিকারী রেচেপ তাইয়েপ এর্দোয়ান৷ তবে শুধু সরকার ও সংসদের অনুমোদন নিয়ে সন্তুষ্ট নন তিনি, এক গণভোটের মাধ্যমে মানুষেরও সমর্থন আদায় করে বিষয়টি পাকাপোক্ত করতে চান৷ এই গণভোটের সঙ্গে তাঁর ব্যক্তিগত মানসম্মান জড়িয়ে রয়েছে৷ তাই ভোটারদের মন জয়ে প্রচারে কোনো ত্রুটি রাখতে চাইছেন না তিনি৷ জার্মানিতে তুর্কি ভোটারদের সমর্থন আদায় করতে তিনি তাঁর মন্ত্রীদের প্রচারে পাঠাতে চেয়েছিলেন৷ কিন্তু জার্মানির একের পর এক পৌর কর্তৃপক্ষ নির্বাচনি প্রচারের জনসভা বাতিল করে দেওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ এর্দোয়ান৷ জার্মানির বিরুদ্ধে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করে রোষ প্রকাশ করছেন তিনি৷ তাঁর সমালোচকদের বক্তব্য, পশ্চিমা বিশ্বে মত প্রকাশের অধিকার কাজে লাগিয়ে নিজের অগণতান্ত্রিক ক্ষমতা আরও জোরদার করতে চাইছেন এর্দোয়ান৷

এই প্রেক্ষাপটে জার্মানি তথা ইউরোপীয় ইউনিয়ন দেশগুলিতে বিদেশি মন্ত্রীদের নির্বাচনি জনসভা কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে তর্ক-বিতর্ক চলছে৷ জার্মানিতে কিছু শহরের মেয়র মনে করছেন, এ ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধের স্বার্থে তুর্কি মন্ত্রীদের নির্বাচনি জনসভায় বাধা দেওয়া উচিত নয়৷ তাঁদের বক্তব্য আপত্তিকর হলেও তাঁদের মত প্রকাশের অধিকারের মর্যাদা দেওয়া উচিত৷ জার্মানির পৌর সংগঠনের এক কর্মকর্তা বলেছেন, জার্মানিতে গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী এবং সহনশীল৷

জার্মানির সবুজ দলের নেতা চেম ও্যজদেমির গণতান্ত্রিক অধিকারের নিরিখে জার্মানি ও তুরস্কের তুলনা করেছেন৷ তাঁর প্রশ্ন, জার্মানিতে চলতি বছর সংসদ নির্বাচনের প্রচারের স্বার্থে তিনি ইস্তানবুলে জনসভা করতে পারবেন কি? সেখানে কি সাংবাদিকরা বিনা বাধায় তাঁদের কাজ করতে পারবেন?

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ