1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণতন্ত্রে পেছানো, এআইতে এগোনো, গাজায় মানবিক সংকটের বছর

২০ ডিসেম্বর ২০২৪

বিশ্বের ৬২টি দেশে নির্বাচন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্য সংকট, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার জয়জয়কার- এসবই ছিল ২০২৪ সালের উল্লেখযোগ্য ঘটনা৷

Gazastreifen Khan Yunis | Tote bei Israelischem Angriff auf eine Schule
গাজা উপত্যকায় মানবিক সংকট৷ছবি: Hani Alshaer/Anadolu/picture alliance

এ বছর বিশ্বের ৬০ শতাংশ মানুষ বাস করেন এমন ৬২টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ তাই বিশ্লেষকদের কাছে ২০২৪ ছিল নির্বাচনের বছর৷ এসব নির্বাচনে গণতন্ত্রের পরীক্ষা হবে বলে তারা মন্তব্য করেছিলেন৷ এখন বছর শেষে এসে বিশ্লেষকেরা বলছেন, ২০২৪ সালটি গণতন্ত্রের জন্য ইতিবাচক ছিল না৷

যুক্তরাষ্ট্রে ডনাল্ড ট্রাম্পের জয় ও ইউরোপীয় ইউনিয়নে দক্ষিণপন্থিদের সাফল্যের কথা উল্লেখ করে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর ও বর্তমানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আলী রীয়াজ ডিডাব্লিউকে বলেন, এসব ঘটনা বৈশ্বিকভাবে গণতন্ত্রকে প্রসারিত করা ও রক্ষা করার জন্য ইতিবাচক নয়৷ তিনি বলেন, ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী গণতন্ত্রের যে পশ্চাদপসরণ চলছে তা থামাতে হলে এখন গণতান্ত্রিক শক্তিগুলোকে এক হয়ে কাজ করতে হবে৷

নির্বাচনের বছর

মোট ৬২টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ এসব নির্বাচনে ক্ষমতাসীনদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে৷

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটরা পরাজিত হয়েছেন৷ যুক্তরাজ্যেও কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনের অবসান হয়েছে৷ বতসোয়ানায় গত প্রায় ৬০ বছরের মধ্যে এবার প্রথমবারের মতো বতসোয়ানা ডেমোক্রেটিক পার্টি ক্ষমতা হারিয়েছে৷ দক্ষিণ কোরিয়ার সংসদ নির্বাচনে বিরোধী দল সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে৷ পর্তুগাল, উরুগুয়ে, ঘানা ও পানামায়ও বিরোধীরা সফলতা দেখিয়েছে৷

এদিকে, সাউথ আফ্রিকা, জাপান, ভারতও ফ্রান্সে নির্বাচনের পর ক্ষমতাসীনেরা টিকে গেলেও শক্তি অনেক কমে গেছে৷

সাধারণত অভ্যন্তরীণ বিষয় একটি দেশের নির্বাচনের ফল নির্ধারণে ভূমিকা রাখলেও এবছর বেশিরভাগ দেশে মূল্যস্ফীতি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছে মার্কিন থিংক ট্যাংক পিউ রিসার্চ সেন্টার৷

এছাড়া প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে ভোটারদের মধ্যে হতাশাও এবার নির্বাচনের ফল নির্ধারণ করেছে বলে মনে করে ঐ থিংক ট্যাংক৷ ২০২৪ সালে ৩১টি জরিপ চালিয়ে ভোটারদের মধ্যে এমন হতাশার তথ্য জানতে পেরেছে পিউ রিসার্চ৷ উচ্চ আয়ের কয়েকটি দেশে গণতন্ত্র নিয়ে এমন হতাশা গত তিন বছরে অনেক বেড়েছে বলে জানিয়েছে তারা৷

জার্মানির বর্তমান সংকট নিরসনে প্রেসিডেন্টের ভূমিকার গুরুত্ব

01:13

This browser does not support the video element.

ডানপন্থিদের সাফল্য

ইউরোপীয় সংসদের নির্বাচনে ডানপন্থি দলগুলো ভালো ফল করেছে৷ তাদের অনেকে অভিবাসনবিরোধী প্রচারণা চালিয়েছিল৷ ফ্রান্সে বাম ও মধ্যপন্থি দলগুলো মিলে মারিন ল্য পেনের ডানপন্থি পপুলিস্ট দলকে ক্ষমতা থেকে দূরে রাখতে সমর্থ হলেও জাতীয় পরিষদে তার দলের আসনসংখ্যা বেড়েছে৷

অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে ডানপন্থি ফ্রিডম পার্টি সবচেয়ে বেশি ভোট পেয়েছে৷ যদিও তাদের সঙ্গে মিলে জোট সরকার গঠন করতে রাজি নয় কোনো দল৷

রোমানিয়ায় সংসদ নির্বাচনে তিনটি ডানপন্থি দল ভালো ফল করেছে৷ পর্তুগালে সংসদ নির্বাচনে ২৩০টি আসনের মধ্যে ৫০টিতে জিতেছে ডানপন্থি দল৷ এই দল ২০২২ সালে মাত্র ১২টি ও ২০১৯ সালে মাত্র একটিতে জয় পেয়েছিল৷

যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে ডানপন্থি নেতা নাইজেল ফ্যারাজের রিফর্ম ইউকে দল তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে৷

আর জার্মানিতে ডানপন্থি এএফডি পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো একটি রাজ্য নির্বাচনে জয়ী হয়েছে৷

ইউরোপের বাইরেও পপুলিস্ট ধারণা জনপ্রিয় হচ্ছে৷ যেমন যু্ক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডনাল্ড ট্রাম্পের ‘মেক অ্যামেরিকা গ্রেট এগেইন' মুভমেন্ট রিপাবলিকান দলের উপর প্রভাব বিস্তার করেছে৷

রাশিয়া-ইউক্রেন যুদ্ধও বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে প্রভাব বিস্তার করেছে বলে মনে করছে পিউ রিসার্চ সেন্টার৷ যুক্তরাজ্যের নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পাওয়া ডানপন্থি রিফর্ম ইউকে দলের নেতা নাইজেল ফ্যারাজ নির্বাচনের কয়েকদিন আগে বলেছিলেন, ‘ন্যাটো ও ইইউর পূর্বমুখী সম্প্রসারণ' চিন্তা ইউক্রেনের বিরুদ্ধে হামলা চালাতে রাশিয়া ‘উসকে' দিয়েছে৷

ইইউ নির্বাচনের পর ভবিষ্যত নিয়ে শঙ্কায় দক্ষিণ এশীয় অভিবাসীরা

03:58

This browser does not support the video element.

ফ্রান্সের ল্য পেন রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞা ব্যবস্থার সমালোচনা করেছেন৷ অতীতে তাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন সম্পর্কে ভালো কথা বলতেও শোনা গিয়েছে৷

অস্ট্রিয়া ও জার্মানির ডানপন্থি পপুলিস্ট দলগুলোও ইউক্রেনকে সমর্থন দেওয়ার বিরুদ্ধে কথা বলেছে৷

স্লোভাকিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাররা দেশটির রুশপন্থি প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ঘনিষ্ঠ পিটার পেলেগ্রিনিকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছে৷

দক্ষিণপন্থিরা কেন সফল হচ্ছে- এই প্রশ্নের উত্তরে আলী রীয়াজ বলেন, অর্থনৈতিক সংকটের বিষয়টি ভোটারদের কাছে সহজভাবে তুলে ধরতে পারছেন দক্ষিণপন্থিরা৷ এক্ষেত্রে তারা কিছু অসত্য তথ্যও তুলে ধরছেন৷ যেমন অর্থনৈতিক সংকটের জন্য তারা বিদেশিদের দায়ী করেছেন৷ ‘‘যদিও বিষয়টা সত্য নয়, বরং, অনেক জায়গায় বিদেশিরা অর্থনীতিতে অবদান রাখছেন,'' বলেন তিনি৷

ইসরায়েল-হামাস যুদ্ধও কিছুদেশের নির্বাচনে প্রভাব ফেলেছে৷ যেমন যুক্তরাজ্যে লেবার পার্টি জিতলেও কিছু আসনে লেবার নেতা ও পরে প্রধানমন্ত্রী হওয়া কিয়ের স্টারমারের ইসরায়েলপন্থি আচরণের সমালোচনা করা বামপন্থি নেতাদের কাছে লেবার প্রার্থীরা হেরে গেছেন৷

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের মধ্যে জরিপ চালিয়ে পিউ রিসার্চ দেখতে পেয়েছে, তরুণ ডেমোক্রেটদের অনেকে ইসরায়েল-হামাস যুদ্ধ বিষয়ে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করেছেন৷

ফ্রান্সে নির্বাচনের আগে চরম বামপন্থি ফ্রান্স আনবাউড (এলএফআই) দলের নেতাদের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ আনা হয়েছিল৷

ইসরায়েল-হামাস যুদ্ধ

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা চালানোর পর গাজায় হামলা শুরু করেছিল ইসরায়েল৷ ২০২৪ সাল জুড়ে সেই হামলা চলেছে৷ এতে গাজায় ১৮ ডিসেম্বর পর্যন্ত অন্তত ৪৫ হাজার ৫৯ জন নিহত হয়েছেন বলে গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷ জাতিসংঘ এই তথ্য বিশ্বাসযোগ্য বলে মনে করে৷

এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ১,২০৮ জন প্রাণ হারান বলে ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে এএফপি৷

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৫ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে ইসরায়েলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের উপর ‘গণহত্যা চালানোর' অভিযোগ এনেছে৷ লন্ডনভিত্তিক অধিকার সংস্থাটি বলছে, ‘ইসরায়েলি সরকার ও সামরিক কর্মকর্তাদের অমানবিক ও গণহত্যামূলক বিবৃতি', স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া ধ্বংসযজ্ঞ এবং গাজাবাসীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ অ্যামনেস্টি প্রধান আনিয়েস কালামার এক বিবৃতিতে বলেন, ‘‘মাসের পর মাস ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সঙ্গে মানবাধিকার ও মর্যাদার অযোগ্য একটি অধম গোষ্ঠী হিসাবে আচরণ করেছে, তাদের শারীরিকভাবে শেষ করে দেওয়ার ইচ্ছা প্রদর্শন করেছে৷''

তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে৷ বরং এমন অভিযোগ আনাকে ইহুদিবিদ্বেষী আচরণ বলে মন্তব্য করেছে তারা৷ আন্তর্জাতিক আইন মেনে হামাসের হুমকি থেকে নিজেদের রক্ষা করছে বলে জানিয়েছে ইসরায়েল৷

২০২৪ সালে এসে এই যুদ্ধের সঙ্গে হেজবোল্লাহ ও ইরানও জড়িয়ে পড়ে৷

২ এপ্রিল ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালানোর পর ১৪ এপ্রিল ইরান ইসরায়েলের দিকে কয়েকশ ড্রোন ও মিসাইল নিক্ষেপ করেছিল৷

ইউক্রেন যুদ্ধ

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া৷ এ বছরের ১৮ নভেম্বর ইউক্রেন যুদ্ধের এক হাজার দিন পেরিয়েছে৷ নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাদের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলার অনুমোদন দেন৷

এদিকে, রাশিয়ার হয়ে এবছর যুদ্ধে যোগ দেন উত্তর কোরিয়ার অনেক সেনা৷

সিরিয়ায় আসাদের পতন

৮ ডিসেম্বর দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল-আসাদ৷ ২০০০ সাল থেকে ক্ষমতায় ছিলেন তিনি৷ ২০১০ সালে প্রথম তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছিল৷ সেটি দমন করতে সরকারের চেষ্টা পরবর্তীতে দেশটিতে গৃহযুদ্ধের জন্ম দিয়েছিল৷ এতে ছয় লাখ ২০ হাজার মানুষ প্রাণ হারান বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়৷ যদিও বিশেষজ্ঞরা বলছেন, হতাহতের প্রকৃত সংখ্যা বের করা জটিল৷

বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল-শাম বা এইচটিএস এর হঠাৎ আক্রমণে অল্প কয়েকদিনের মধ্যেই আসাদ সরকারের পতন হয়৷

প্রাকৃতিক দুর্যোগ

বিশ্বের ৪৫টির বেশি দেশে এবছর বন্যা হয়েছে৷ এতে প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছিলেন৷ আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় কয়েকশ বিলিয়ন ডলার৷

সোয়া এক লাখ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে ২০২৪৷ অক্টোবর মাস৷

এছাড়া ভূমিকম্প, দাবানলসহ অন্যান্য দুর্যোগের কবলে পড়েছিল বিভিন্ন দেশ৷

এআই-এর বছর

সারাবছর জুড়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর বিস্তৃতির খবর পাঠকদের আনন্দিত করেছে৷

শিল্পখাতে জেনারেটিভ এআইএর ব্যবহারে অগ্রগতি হয়েছে৷ আগস্টে ইউরোপীয় ইউনিয়নের এআই আইন কার্যকর হয়েছে৷

ফেব্রুয়ারিতে এআই রোবটের আঁকা একটি পেইন্টিংয়ের দাম নিলামে এক মিলিয়ন ডলার ছাড়িয়ে যায়৷

গুগল এআই এর প্রধান ডেমিস হাসাবিস এবছর রসায়নে নোবেল পেয়েছেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ