‘গণতন্ত্র ছাড়া বাংলাদেশের জন্য আর কোনো সমাধান নেই’
হারুন উর রশীদ স্বপন, ঢাকা৬ নভেম্বর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না৷'' তবে হাফিজ উদ্দিন খান বলছেন, বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনতে না পারলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে৷
বিজ্ঞাপন
[No title]
নেদারল্যান্ডসে তিন দিনের সরকারি সফরের শেষ দিন বৃহস্পতিবার দ্য হেগের কুরহাউস হোটেলে প্রবাসী বাংলাদেশিদের এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘‘সকল ষড়যন্ত্র কাটিয়ে উঠে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হবে৷ সামরিক স্বৈরশাসক ও স্বাধীনতাবিরোধী শক্তি নানা ষড়যন্ত্র করে চলেছে এরপরও এ দেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে, মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে৷''
তিনি বলেন, ‘‘বাংলাদেশকে এখন আর কেউ উপেক্ষা করতে পারছে না৷ অর্থনৈতিক সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নের কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথ থেকে কোনো ষড়যন্ত্রই দেশকে বিচ্যুত করতে পারবে না৷''
প্রধানমন্ত্রীর এই বক্তব্য ধরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান হাফিজউদ্দিন খান ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রধানমন্ত্রী যতই আশাবাদ ব্যক্ত করুন না কেন, দেশে যেভাবে সন্ত্রাস এবং জঙ্গিবাদের উত্থান হচ্ছে তাতে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে৷ সন্ত্রাস ও জঙ্গিবাদ টিকে থাকলে দেশের অবস্থা আরো খারাপের দিকে যাবে৷''
সারা দেশে হত্যা ও হামলার প্রতিবাদ
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টার প্রতিবাদ চলছে সারা দেশে৷ ছবিঘরে প্রতিবাদ কর্মসূচির কিছু মুহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বর্বরোচিত হামলায় প্রকাশক হত্যা
শনিবার ঢাকার আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার তাঁর দাফন সম্পন্ন হয়৷ ছবিতে দীপনের মরদেহ দেখে তাঁর স্ত্রীর কান্নায় ভেঙে পড়ার মূহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
আরেক প্রকাশকসহ তিনজন গুরুতর আহত
একই দিনে আরেক হামলায় শুদ্ধস্বর প্রকাশনের স্বত্তাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিমক এবং কবি ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ জাগৃতির লালমাটিয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে৷ ছবিতে চিকিৎসাধীন আহমেদুর রশীদ টুটুল৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
তাৎক্ষণিক প্রতিবাদ
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে শনিবারই রাজপথে নামে মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল৷ প্রতিবাদমুখর জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বই প্রকাশ অপরাধ?
এই প্রথম বাংলাদেশে বই প্রকাশের জন্য প্রকাশককে প্রাণ দিতে হলো৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
‘আসুন লেখালেখি বন্ধ রাখি’
প্রতিবাদ সমাবেশের একটি ব্যানারে লেখা, ‘আসুন লেখালেখি বন্ধ রাখি’৷ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এমন তৎপরতা রোধে প্রশাসন ব্যর্থ – এমন ক্ষোভই প্রকাশ পেয়েছে লেখালেখি বন্ধ রাখার কথায়৷ তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক টুটুল জানিয়েছেন যে, তাঁর ওপর যত হামলাই হোক, ভবিষ্যতেও তিনি বই প্রকাশ করবেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হরতালে পিছালো জেএসসি
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ৷ এই কর্মসূচির কারণে মঙ্গলবারের জেএসসির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচির এই পরিবর্তনের কথা জানানো হয়৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/landov
মামলা
ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেছেন৷ শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে৷ ওপরের ছবিতে কবি, ব্লগার রণদীপম বসু৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
8 ছবি1 | 8
তিনি বলেন, ‘‘আমি যদি ধরেও নিই যে সরকার জঙ্গি দমনে আন্তরিক, তাহলে বলতে হয় আন্তরিকতা থাকলেও সরকারের দক্ষতা নাই৷ পুলিশ বাহিনীর দক্ষতা নাই৷ দুইজন দুর্বৃত্ত কীভাবে পাঁচজন সশস্ত্র পুলিশকে কুপোকাত করে এটাই এখন বড় প্রশ্ন৷''
তিনি বলে, ‘‘একের পর এক ব্লগার হত্যা হচ্ছে, প্রকাশকদের ওপর হামলা হচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, বিদেশিদের হত্যা, আশুরার মিছিলে বোমা – এসব খারাপ পরিস্থিতির কথাই বলে৷ সরকার যদি মনে করে এর সঙ্গে বিএনপি-জামাত জড়িত তাহলে তা প্রমাণ করুক ৷ অযথা বিরোধী রাজনৈতিক দলকে দায়ী করে পরিস্থিতি সামাল দেয়া যাবেনা৷ আরো ঘোলাটে হবে৷''
হাফিজউদ্দিন খান বলেন, ‘‘হয় সরকার জঙ্গি গোষ্ঠীর সঙ্গে এক ধরনের ব্যালান্স করছে, অথবা তাদের সঙ্গে পেরে উঠছে না৷''
তিনি বলেন, ‘‘দোষারোপের রাজনীতি বাদ দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা চালু করতে হবে৷ কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে হবে৷ দেশে এখন যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে প্রয়োজন জাতীয় ঐকমত্য এবং সর্বদলীয় উদ্যোগ৷ গণতন্ত্র ছাড়া বাংলাদেশের জন্য আর কোন সমাধান নেই৷ উন্নয়ন হয় সবাইকে নিয়ে৷ আর সেটা হলে বাংলাদেশ সত্যিই এগিয়ে যাবে৷''