1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণধর্ষণের প্রতিবাদ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২১ ডিসেম্বর ২০১২

গত রবিবার দিল্লি ধর্ষণকাণ্ডের জের ছড়িয়ে পড়েছে গোটা দেশে৷ দিল্লিতে আজও ধর্ষিতা তরুণীর প্রতি ন্যায়বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সর্বস্তরের মানুষ মিছিল করে৷ রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা বেষ্ঠনী ভেঙে ঢুকে পড়ে ভেতরে৷

A demonstrator shouts slogans from inside a bus after she was detained by police near presidential palace Rashtrapati Bhavan during a protest rally organised by various women's organisations in New Delhi December 21, 2012. Thousands of protesters took to the streets in various parts of the country to demand urgent action against the men who took turns to rape a 23-year-old woman on a moving bus on December 16, local media reports said. REUTERS/Mansi Thapliyal (INDIA - Tags: CRIME LAW CIVIL UNREST)
ছবি: Reuters

দিল্লির হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ২৩ বছরের ধর্ষিতা তরুণী৷ তাঁর অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি৷ পাঁচবার অপারেশন হয়৷ ঐ তরুণীর প্রতি ন্যায়বিচারের দাবিতে ফেটে পড়ে যুব সম্প্রদায়, ছাত্র ও মহিলা সংগঠনের নেতা কর্মীরা৷ কয়েক হাজার প্রতিবাদী মানুষের মিছিল ইন্ডিয়া গেট থেকে রাজপথ হয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যায়৷ রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা বেড়া ভেঙে ঢুকে পড়ে ভেতরে৷

গণধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করা হয় ভোপাল, লক্ষৌ, পাটনা ও কলকাতায়ছবি: Raveendran/AFP/Getty Images

দিল্লি ও অন্যত্র মহিলাদের নিরাপত্তা ও ধর্ষিতা তরুণীর প্রতি ন্যায়বিচারের দাবি উঠে এসেছে তাঁদের স্লোগানে৷ যাতে অংশ নেয় গণতান্ত্রিক মহিলা সমিতি, ইয়াং উইমেন্স খ্রিষ্চান অ্যাসোসিয়েশনস, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নসহ একাধিক সংগঠন৷

জেএনইউ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের প্রেসিডেন্ট সুচেতা দে ডয়চে ভেলেকে তাঁর প্রতিক্রিয়ায় জানান, ‘‘সরকারের তরফ থেকেও আমরা সংবেদনশীলতার প্রচণ্ড অভাব দেখি৷ মুখ্যমন্ত্রী থেকে মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্যে, শোনা যায় যে, নিরাপত্তার দায়িত্ব নাকি মহিলাদের নিজেদের৷ পুরো সমাজের মধ্যে লিঙ্গ বৈষম্য এবং স্পর্শকাতরতার যে অভাব রয়েছে এটা তারই প্রতিফলন৷ জেন্ডার সেনজেটাইজেশনের বিষয়ে আরো সিরিয়াস হতে হবে৷'' এছাড়াও বিচারবিভাগের সমালোচনা করে তিনি বলেন, বিচার বিভাগেরও এ বিষয়ে দায়িত্ব আছে৷ ধর্ষণের ঘটনায় মাত্র ৩০ শতাংশের শাস্তি হয়৷ তাই ‘ফাস্ট ট্র্যাক কোর্ট' গঠন করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে৷

কয়েক হাজার প্রতিবাদী মানুষের মিছিল ইন্ডিয়া গেট থেকে রাজপথ হয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যায়ছবি: picture-alliance/dpa

অনুরূপ প্রতিবাদ মিছিল বের করা হয় ভোপাল, লক্ষৌ, পাটনা ও কলকাতায়৷ যাতে যোগ দেয় অসংখ্য মানুষ৷ কালো পতাকা ও ফুটপাতে মোমবাতি জ্বালিয়ে ধর্ষিতার দ্রুত আরোগ্য কামনা করা হয়৷

এক সমীক্ষায় জানা গেছে, দিল্লিতে গড়ে মাসে ধর্ষিতা ও নিগৃহীতা হন ৫৬ জন মহিলা৷ পাশাপাশি, রাজনৈতিক দলগুলির নৈতিক দ্বিচারিতা নিয়েও প্রশ্ন উঠেছে৷ গত পাঁচ বছরে সংসদীয় নির্বাচনে এমন ছয়জনকে এবং বিধানসভা নির্বাচনে এমন ২৮ জনকে মনোনয়ন দেয়া হয় , যাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে এবং আদালতে সে বিষয়ে তাঁদের বিরুদ্ধে মামলা চলছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ