1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরকা পরলে দেড়শ’ ইউরো জরিমানা

১৭ মে ২০১৭

এমন আইনই মঙ্গলবার রাতে পাস করেছেন অস্ট্রীয় সাংসদরা৷ ফলে অক্টোবর থেকে সে দেশে জনসম্মুখে বোরকা ও নিকাব পরিহিতাদের জরিমানা করতে পারবে পুলিশ৷

Marokko Frau mit Niqab
ছবি: picture alliance/dpa/N. Seliverstova/Sputnik

অস্ট্রিয়ার দুই শাসক দলই নতুন এই আইনের প্রতি সমর্থন জানিয়েছে৷ ফলে বিশ্ববিদ্যালয়, আদালত কিংবা গণপরিবহণে নারীরা পুরো মুখ ঢাকা পোশাক পরতে পারবেন না৷

নতুন এই আইন কতজনকে প্রভাবিত করবে তা এখনও নিশ্চিত নয়৷

অস্ট্রিয়ায় চরম ডানপন্থি দলের জনপ্রিয়তা বাড়ায় দেশটির মূলধারার রাজনৈতিক দলগুলো ব্যাপক চাপে পড়েছে৷ ডানপন্থি ঐ দলটি ইতিমধ্যে বলেছে, মঙ্গলবার যে আইন পাস করা হয়েছে তা ততটা কঠোর নয়৷

একই আইনে আশ্রয়প্রার্থীদের বিনা বেতনে সরকারি কাজ করার বিধান রাখা হয়েছে৷ এর ফলে তাঁরা ভবিষ্যতে চাকরির বাজারে ভালো করতে পারবেন বলে আশা করা হচ্ছে৷ যাঁরা এই কাজ করতে অস্বীকার করবেন তাঁদের সামাজিক ভাতা কমিয়ে দেয়া হবে৷

এছাড়া যেসব অভিবাসীদের অস্ট্রিয়ায় দীর্ঘদিন থাকার সম্ভাবনা আছে তাঁদের জন্য ১২ মাসের ইন্টিগ্রেশন কোর্সের প্রস্তাব করা হয়েছে৷ এর আওতায় জার্মান ভাষা শিক্ষার পাশাপাশি নীতি ও মূল্যবোধ শেখানো হবে৷ চাকরির আবেদন কীভাবে করা যাবে তা-ও শেখানো হবে আশ্রয়প্রার্থীদের৷

এই কোর্সের কারণে অভিবাসীরা অস্ট্রীয় সমাজে ভালোভাবে ‘ইন্টিগ্রেটেড’, অর্থাৎ সমাজের সঙ্গে একাত্ম বা সম্পৃক্ত হতে পারবেন বলে মনে করছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর দপ্তরের প্রতিমন্ত্রী মুনা ডুৎসডার৷

ডার্কো ইয়ানসেভিচ (ডিপিএ, ভিয়েনার সাইটুং)

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ