1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণপিটুনিতে ছাত্র হত্যার ঘটনা তদন্ত করা হবে - সাহারা খাতুন

১৯ জুলাই ২০১১

ঢাকার অদূরে সাভারের আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন৷ তিনি বলেছেন, তদন্ত শেষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

পুলিশের সাবেক আইজি এ এস এম শাহজাহান বলেন আমিনবাজারে ৬ নিরীহ ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে হত্যা প্রমান করে ওই এলাকার পুলিশ তাদের দায়িত্ব ঠিকমত পালন করছেনা৷ তাই মানুষ আইন তাদের নিজেদের হাতে তুলে নিচ্ছে৷ আর এতে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷ এখনই এটি বন্ধ করা না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারন করতে পারে৷

আর ঢাকায় একটি অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনা তদন্ত করা হবে৷ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে৷ তিনি বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেনা৷

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার এই ঘটনায় দু:খ প্রকাশ করে বলেছেন এধরনের অনভিপ্রেত ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পুলিশকে আরো দায়িত্বশীল হতে বলা হয়েছে৷ তিনি জানান এই ঘটনায় ২টি মামলা হয়েছে৷ প্রকৃত ঘটনা জানতে পুলিশের বেশ কয়েকটি সংস্থা কাজ শুরু করছে ৷

তবে আইজিপি দাবী করেন আমিনবাজারে ৬ ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এমন ভাবা ঠিক হবেনা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ