1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণপিটুনিতে ছয় কলেজ ছাত্রের মৃত্যু

১৯ জুলাই ২০১১

ঢাকার অদূরে সাভারের আমিন বাজারে ছয় কলেজ ছাত্রকে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন৷ নিহতরা সবাই ঢাকার মিরপুরের বাসিন্দা৷ আর এনিয়ে মিরপুরে বিক্ষোভ আর সড়ক অবরোধের ঘটনা ঘটেছে৷

ছবি: AP

নিহত কলেজ ছাত্রদের পরিবারে এখন কান্না আর আহাজারি৷ তারা সাত বন্ধু শবেবরাতের রাতে ঘুরতে বেরিয়েছিল৷ নৌকা ভ্রমণ শেষে গিয়েছিল আমিনবাজারের তুরাগ নদীর পাশে বরদেশী গ্রামের খোলা মাঠে৷ আর সেখানেই গণপিটুনপিতে ৬ জনকে হত্যা করা হয় ভোর রাত ৩টার দিকে৷ নিহতদের মধ্যে সামাম ম্যাপল লিফ স্কুলের এ লেভেলের ছাত্র৷ আর ইব্রাহীম, টিপু, কান্ত, পলাশ এবং মনির মিরপুর বাংলা কলেজের এইচ এস সি প্রথম বর্ষের ছাত্র৷

আহত অবস্থায় বেঁচে থাকা তাদের একমাত্র বন্ধু আল আমীন জানায়, তারা অনেকবার অনুনয় বিনয় করে বলেছে তারা ডাকাত নয় তারা কলেজ ছাত্র, ঘুরতে এসেছে৷ কিন্তু তবুও তাদের রেহাই দেয়া হয়নি৷

সামামের মা জানান, তিনি ভাবতেও পারেননি তার ছেলে লাশ হয়ে ফিরবে৷

অভিযোগ, আশাপাশে টহল পুলিশ থাকলেও তারা এই ছাত্রদের উদ্ধারে কোন উদ্যোগ নেয় নি৷ হত্যাকাণ্ডের পর উল্টো তাদের ডাকাত বানানোর চেষ্টা করে পুলিশ৷ সাভার থানার সাব ইন্সেপক্টর আব্দুল হকের কথায়ও তা স্পষ্ট৷

নিহত এই ৬ কলেজ ছাত্র মিরপুরে দারুস সালাম রোড এলাকায় তাদের বাবা-মায়ের সঙ্গে থাকত৷ তাদের মৃত্যুর খবর জানার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ স্থানীয় লোকজন হত্যাকান্ডের বিচার দাবি করে সড়ক অবরোধ করেন৷

এই ঘটনায় ২টি মামলা হয়েছে থানায় ৷ স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী ব্যক্তিদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ