1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণপিটুনিতে নিহত

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ ফেব্রুয়ারি ২০১৩

বাংলাদেশে গণপিটুনিতে প্রাণ হারাচ্ছেন সন্দেহভাজন ছাড়াও সাধারণ মানুষ৷ এর সংখ্যা বছরে গড়ে ১৫০ জনের কম নয়৷ পুলিশও কখনো কখনো গণপিটুনিতে হত্যায় উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ৷

ছবি: Reuters

মানবাধিকার সংগঠন অধিকার-এর হিসাব অনুযায়ী, গেল বছর সারা দেশে ১৩২ জন গণপিটুনিতে নিহত হয়েছেন৷ আর চলতি বছরের জানুয়ারি মাসে ১৭ জন৷ এই ১৭ জনের মধ্যে ২ জন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণপিটুনিতে নিহত হন৷ আর গত মাসে গাজিপুরের বিভিন্ন এলাকায় ২ মহিলাসহ ৩ জনকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে হত্যা করা হয়৷ পরে পুলিশের তদন্তেই দেখা যায়, তারা ৩ জনই মানসিক প্রতিবন্ধী৷

অধিকার-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আদিলুর রহমান খান ডয়চে ভেলেকে জানান, ভয়াবহ বিষয় হল তারা তদন্ত করে দেখেছেন, পুলিশও কখনো কখনো সন্দেহভাজনদের জনতার হাতে তুলে দিয়ে গণপিটুনিতে হত্যা করায়৷ আর প্রতিপক্ষকে ঘায়েল করতেও গণপিটুনির আশ্রয় নেয়ার প্রমাণ আছে৷ এই পরিস্থিতিকে তিনি পুলিশ ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা বলে মনে করেন৷

আদিলুর রহমান বলেন, সাধারণ মানুষ যখন নিজের হাতে আইন তুলে নেয় তখন স্বাভাবিকভাবেই অনেক নিরীহ মানুষ-এর শিকার হচ্ছেন৷ আর কেউ অপরাধী হলেও তাকে গণপিটুনিতে হত্যার অধিকার কারুর নেই৷ পুলিশ গণপিটুনি প্রতিরোধে ব্যবস্থা না নিয়ে কোন কোন ক্ষেত্রে উৎসাহিত করায় পরিস্থিতি দিন দিন আরো ভয়াবহ হচ্ছে৷

ব্যারিস্টার খান বলেন, গণপিটুনির শিকার হয়ে যারা নিহত হন তাদের পরিবারের আইনি প্রতিকার পাওয়ারও তেমন কোন সুযোগ নেই৷ তাই সরকারের উচিত গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া৷ পুলিশের উচিত দায়িত্বশীল আচরণ করা৷ আর গণপিটুনির বিরুদ্ধে মানুষকে সচেতন করতে কর্মসূচি হাতে নেয়া উচিত সরকারের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ