1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণভবনে জোটের ভাগ্যলিখন

৪ ডিসেম্বর ২০২৩

আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের শরিকেরা আসন ভাগাভাগির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে আছেন৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোটের শরিকেরা আসন ভাগাভাগির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে আছেন৷ছবি: PID Bangladesh government

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যাই বলুক না কেন দলের সভাপতি ও জোট নেতা শেখ হাসিনা তাদের প্রতি সুবিচার করবেন বলেই তাদের বিশ্বাস৷ আর সেই সিদ্ধান্ত হতে পারে সোমবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠকে৷

অবশ্য তাদের আশঙ্কা, বিএনপি ও তাদের সমমনা অনেকে নির্বাচন বর্জন করায় অনেক দলকে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে আনা হয়েছে৷ তাদের জন্যও আওয়ামী লীগকে ছাড় দিতে হবে৷ জাতীয় পার্টির সঙ্গে মহাজোট কার্যকর না থাকলেও তারাও আসন সমঝোতা চায়৷ সবমিলিয়ে ১৪ দলের শরিকদের আশা কতটা পুরণ হবে সেটা ঠিক ধারণা করা যাচ্ছে না৷

আওয়ামী লীগ এবার ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে৷ নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি৷ কুষ্টিয়া-২ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক হাসানুল হক ইনু৷ অপরদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান৷ তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি শামীম ওসমানের ভাই৷

১৪ দলীয় জোটের শরিকদের মধ্যে হাসানুল হক ইনুর আসন ছাড়া আর সব আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ৷ আওয়ামী লীগ প্রার্থী তালিকা ঘোষণা করার পরই তাই কথা ওঠে জোটের শরিকদের কী হবে? আওয়ামী লীগের কাছে কি ১৪ দলীয় জোটের গুরুত্ব কমে গেল?

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা ও জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতারসহ জোট শরিকদের আসনগুলোতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ঘোষণা করেছে৷ তবে জোটের যারা প্রার্থী হয়েছেন তারা নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে তারা জোটগতভাবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন৷ ফলে আসন সমঝোতা হলে তারা নৌকা প্রতীক পাবেন৷

একাদশ জাতীয় সংসদে ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির তিনজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) তিনজন, জাতীয় পার্টির (জেপি) একজন এবং তরীকত ফেডারেশনের একজন সংসদ সদস্য আছেন৷

একাদশ জাতীয় সংসদ নির্বচনে ১৪ দলীয় জোট ও মহাজোটকে (বিকল্প ধারা, জাতীয় পার্টি) ছেড়ে দেওয়া ৩১টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ৷ ১৪ দলীয় জোটের নেতাদের কথা এবার যেহেতু বিএনপি নির্বাচনে নেই তাই তারা আরো বেশি আসন পাওয়ার দাবিদার৷

জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা আওয়ামী লীগের কাছে ৩০টির বেশি আসন চাইবে৷ কারণ বিএনপির বর্জনের দশম জাতীয় সংসদ নির্বাচনে তারা ১৩টি আসনে পাস করেছিলো৷ এরইমধ্যে প্রার্থীদের তালিকা পাঠানো হয়েছে আওয়ামী লীগের কাছে৷

কিন্তু আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের মধ্যেই গত ২৫ নভেম্বর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘‘আমরা এখনও ঠিক করিনি শরিকদের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা৷ জোটের বিপরীতে জোট, আমাদের প্রতিপক্ষ যদি বড় জোট করতো, তাহলে তার বিপরীতে আমাদের জোট হতো৷ তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাবো? প্রয়োজন না থাকলে তো জোট করব না৷ আর জোট করব যাদের নিয়ে, তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে৷’’

‘আসন বণ্টন মনোনয়নপত্র দাখিলের আগে করলে বিভ্রান্তি কম হতো’

This browser does not support the audio element.

জাসদের সভাপতি হাসানুল হক ইনু এ প্রসঙ্গে বলেন, ‘‘তিনি যা বলেছেন বলুন৷ কিন্তু জোটনেত্রী তো এর আগে আমাদের সঙ্গে বৈঠকে বলেছেন, রাজনৈতিক কারণেই ১৪ দলের ঐক্য রাখতে হবে৷ তা না হলে ভোটের পরে আবার রাজনৈতিক সমস্যা শুরু হবে৷ সেটা মেকাবেলা করার আগেই ভোটের আগে এবং পরে জোট লাগবে৷ তবে জোটের সঙ্গে আসন বণ্টন মনোনয়ন পত্র দাখিলের আগে করলে বিভ্রান্তি কম হতো৷ নেতা-কর্মীরা উজ্জীবিত থাকতেন৷ আমরা এটা আগেও বলেছিলাম৷ যা হোক প্রধানমন্ত্রী বৈঠক ডেকেছেন আসন বণ্টন হয়ে যাবে৷ সেটা ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই হবে৷ কারণ তারপর তো আর সুযোগ থাকবে না৷’’

তার কথা, ‘‘গণভবনের বৈঠকে মূলত রাজনৈতিক বিষয়ে আলোচনা হবে৷ চলমান পরিস্থিতি মোকাবেলা করে কীভাবে নির্বাচন সুষ্ঠু করা যায়৷ নির্বাচনের পরেও ঝামেলা হতে পারে তা কীভাবে মোকাবেলা করা হবে৷ আর আসন ভাগাভাগি এভাবে ওপেন বৈঠকে হয় না৷’’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আসলে কোনো আশা নিয়ে বৈঠকে যাচ্ছেন না৷ তিনি বলেন, ‘‘আগেও আমাকে মনোনয়ন দেয়া হয়নি৷ এবার দেয়া হবে কী না জানি না৷ এটা তো প্রধানমন্ত্রীর হাতে৷ তিনি যদি মনোনয়ন দেন তো ভালো৷’’

বিএনপি না আসায় বেশ কিছু দলকে নির্বাচনে আনা হয়েছে: নজিবুল বশর মাইজভান্ডারী

This browser does not support the audio element.

তার কথা, ‘‘নির্বাচন নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা আছে৷ প্রধানমন্ত্রীর পরিকল্পনা তো আর আমরা জানি না৷ তিনি কীভাবে শরিকদের দেবেন৷ তার কি পরিকল্পনা সেটা তিনিই জানেন৷’’

তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘‘আমিসহ আরো যারা জোট থেকে এমপি হয়েছেন তারা প্রায় সবাই জোটের মনোনয়ন পাবেন বলে মনে হচ্ছে৷ এরমধ্যে আমি , রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু-এই চারজনকে ঠিক রেখে তারপর আরো মনোনয়ন দেয়া হবে৷’’

তার কথা, ‘‘এবার কিছু সমস্যা আছে৷ বিএনপি না আসায় বেশ কিছু দলকে নির্বাচনে আনা হয়েছে৷ তারা সবাই এখন জোট করতে চায়৷ আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করতে চায়৷’’

তিনি বলেন, ‘‘বৈঠকে রাজনৈতিক বিষয়েই মূলত কথা হবে৷ নির্বাচনের আগে ও পরের পরিস্থতি কীভাবে মোকাবেলা করা হবে৷ আন্তর্জাতিক চাপ নির্বাচনের পরে বাড়লে আমরা কীভাবে মোকাবেলা করব৷ আর আসন ভাগাভাগির জন্য আমাদের তালিকা পাঠিয়ে দিয়েছি৷ এখন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের নেতৃত্বে একটি কমিটি করে দেবেন৷ সেখানে ১৪ দলের সমন্বয়ক থাকবেন৷ আমরাও থাকব৷ আলোচনা করে আমরা ঠিক করে নেব৷’’

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ডয়চে ভেলেকে বলেন, ‘‘গণভবনে প্রধানমন্ত্রী ১৪ দলের নেতাদের উদ্দেশে প্রথমে বক্তব্য দেবেন৷ এরপর ওনারা ওনাদের চাওয়া পাওয়ার কথা বলবেন৷ তারপর প্রধানমন্ত্রী নিজেই কাকে কোন আসন দেবেন জানিয়ে দেবেন৷’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন,"কোনো কমিটি নয়, প্রধানমন্ত্রী যাকে দেয়ার জোটের মনোনয়ন দিয়ে দেবেন৷”

এর আগে জোট নেতাদের সঙ্গে শেখ হাসিনা সর্বশেষ বৈঠক করেন গত ১৯ জুলাই৷

১৪ দলীয় জেটের শরিকদের মধ্যে আওয়ামী লীগ ছাড়াও আছে ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন, জেপি৷

বিএনপিকে কারাগারে রেখে আওয়ামী লীগের নির্বাচন?

59:47

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ