1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণভোট প্রত্যাখ্যান

১২ মে ২০১৪

রুশপন্থিদের নিয়ন্ত্রণে অনুষ্ঠিত দোনেৎস্ক এবং লুগানস্কের গণভোটের ফলাফল আবারও প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনভ৷ ‘একতরফা’ এ গণভোটের জন্য রাশিয়াকেই দায়ী করেছেন তিনি৷

Symbolbild EU Ukraine
প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa

সোমবার এক বিবৃতিতে তুর্চিনভ বলেন, ‘‘পুরো প্রক্রিয়াটাই হচ্ছে রুশ ফেডারেশন নেতৃত্বের ইন্ধনে৷ বিষয়টি দোনেৎস্ক এবং লুগানস্ক অঞ্চলের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক৷ এটা এ এলাকার জনগণের জীবন এবং কল্যাণকর সব উদ্যোগের জন্য হুমকিস্বরূপ৷ ইউক্রেনের সার্বিক স্থিতিশীলতা বিনষ্ট করাই এর (গণভোট) লক্ষ্য৷'' ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ তাদের সব মিত্রই রোববারের এ গণভোটকে প্রত্যাখ্যান করেছে৷ গণভোটে জালভোটের বিরুদ্ধে পর্যাপ্ত কঠোরতা অবলম্বন করা হয়নি বলেও তাদের দাবি৷

দোনেৎস্ক এবং লুগানস্কের গণভোটের ফলাফল আবারও প্রত্যাখ্যান করেছে কিয়েভছবি: Dimitar Dilkoff/AFP/Getty Images

এমনিতে খুব অল্প সময়ের প্রস্তুতিতে আয়োজিত এ গণভোটে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিল না৷ ইউক্রনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের প্রধান নির্বাচন কমিশনার রোমান লেয়াগিন এক সংবাদ সম্মেলনে গণভোট সম্পর্কে জানান, ভোটে অংশগ্রহণকারীদের ৮৯ ভাগই স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছেন৷ অন্যদিকে লুগানস্কের নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, গণভোটে অংশ নেয়া নাগরিকদের শতকরা ৯৬ ভাগই আঞ্চলিক স্বায়ত্তশাসনের পক্ষে৷ দোনেৎস্ক এবং লুগানস্কের কর্তৃপক্ষ অবশ্য গণভোটের পরও স্বায়ত্তশাসনের বিষয়টি নিয়ে আলোচনার পথ খোলা রাখারও আশ্বাস দিয়েছে৷ রাশিয়া এখনো রোববারের এ গণভোট সম্পর্কে নীরব৷ ইউক্রেনের অখণ্ডতা রক্ষায় ক্রেমলিনের ভূমিকা এবং প্রভাব ক্রমশ বেড়ে চলেছে বলেই বিশ্লেষকদের ধারণা৷

এসিবি/জেডএইচ (এপি, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ