গণভোট প্রত্যাখ্যান
১২ মে ২০১৪সোমবার এক বিবৃতিতে তুর্চিনভ বলেন, ‘‘পুরো প্রক্রিয়াটাই হচ্ছে রুশ ফেডারেশন নেতৃত্বের ইন্ধনে৷ বিষয়টি দোনেৎস্ক এবং লুগানস্ক অঞ্চলের অর্থনীতির জন্য ধ্বংসাত্মক৷ এটা এ এলাকার জনগণের জীবন এবং কল্যাণকর সব উদ্যোগের জন্য হুমকিস্বরূপ৷ ইউক্রেনের সার্বিক স্থিতিশীলতা বিনষ্ট করাই এর (গণভোট) লক্ষ্য৷'' ইউক্রেনের অন্তর্বর্তীকালীন সরকার এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ তাদের সব মিত্রই রোববারের এ গণভোটকে প্রত্যাখ্যান করেছে৷ গণভোটে জালভোটের বিরুদ্ধে পর্যাপ্ত কঠোরতা অবলম্বন করা হয়নি বলেও তাদের দাবি৷
এমনিতে খুব অল্প সময়ের প্রস্তুতিতে আয়োজিত এ গণভোটে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিল না৷ ইউক্রনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের প্রধান নির্বাচন কমিশনার রোমান লেয়াগিন এক সংবাদ সম্মেলনে গণভোট সম্পর্কে জানান, ভোটে অংশগ্রহণকারীদের ৮৯ ভাগই স্বায়ত্তশাসনের পক্ষে রায় দিয়েছেন৷ অন্যদিকে লুগানস্কের নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, গণভোটে অংশ নেয়া নাগরিকদের শতকরা ৯৬ ভাগই আঞ্চলিক স্বায়ত্তশাসনের পক্ষে৷ দোনেৎস্ক এবং লুগানস্কের কর্তৃপক্ষ অবশ্য গণভোটের পরও স্বায়ত্তশাসনের বিষয়টি নিয়ে আলোচনার পথ খোলা রাখারও আশ্বাস দিয়েছে৷ রাশিয়া এখনো রোববারের এ গণভোট সম্পর্কে নীরব৷ ইউক্রেনের অখণ্ডতা রক্ষায় ক্রেমলিনের ভূমিকা এবং প্রভাব ক্রমশ বেড়ে চলেছে বলেই বিশ্লেষকদের ধারণা৷
এসিবি/জেডএইচ (এপি, রয়টার্স, এএফপি)