1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্লোবাল মিডিয়া ফোরাম

৩ জুলাই ২০১২

বিশ্বের বিভিন্ন অঞ্চলে টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রতি বছর আন্তর্জাতিক গণমাধ্যম সম্মেলন আয়োজন করে ডয়চে ভেলে৷ এ'বছর গ্লোবাল মিডিয়া ফোরামে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার সহকারী সম্পাদক মাহবুব আজিজ৷

ছবি: DW/Hai

জার্মানির বন শহরে অনুষ্ঠিত এ বছরের গ্লোবাল মিডিয়া ফোরামের বিষয় ছিল শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম৷ এবারের বিষয়ের সাথে তাল মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যমের সাথে সম্পৃক্ত প্রতিনিধিবৃন্দ উপস্থিত হয়েছিলেন জার্মানির বন সম্মেলনে৷ এই সম্মেলনে বাংলাদেশ থেকে এসেছিলেন দৈনিক সমকাল পত্রিকার ফিচার সম্পাদক মাহবুব আজিজ৷ ডিডাব্লিউ'এর সাথে একান্ত সাক্ষাৎকারে গ্লোবাল মিডিয়া ফোরামের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এতোগুলো সাংবাদিক একত্রিত হয়ে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলোচনা, মতবিনিময় ও নৌকা ভ্রমণসহ নানা আয়োজনে অংশ গ্রহণের সুযোগ হয়েছে৷ এছাড়া আধুনিক প্রযুক্তির এই যুগে বিভিন্ন দেশের সাংবাদিকরা মানবাধিকার, গণতন্ত্র, উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এসব বিষয় নিয়ে কীভাবে ভাবছেন এগুলো আমার কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে৷ একজন পেশাদার সাংবাদিক হিসেবে এসব আলোচনা ও মতবিনিময় থেকে আমি বেশ অভিজ্ঞতা সঞ্চয় করে সমৃদ্ধ হতে পেরেছি৷''

গ্লোবাল মিডিয়া ফোরাম ২০১২ছবি: Deutsche Welle/K.Danetzki

এবারের সম্মেলনের মূল বিষয় ছিল শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম৷ এই বিষয়ের আলোকে সম্মেলনের কার্যকারিতা সম্পর্কে মাহবুব আজিজ বলেন, ‘‘মূল বিষয়ের উপর তাত্ত্বিক আলোচনা যথেষ্ট হয়েছে৷ তবে এর পাশাপাশি বিভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতির কিছু বাস্তব উপস্থাপনা তুলে ধরা হলে তা আরো বেশি ফলপ্রসূ হতো৷ বিশেষ করে একটি জাতি বা দেশের সংস্কৃতি শুধুমাত্র তথ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং একেক দেশের একেক রকম সাংস্কৃতিক উপস্থাপনা রয়েছে৷ তাই সবগুলো দেশ থেকে সম্ভব না হলেও অন্তত বিভিন্ন মহাদেশ, উপ-মহাদেশ কিংবা অঞ্চল ভিত্তিক সংস্কৃতিতে সমৃদ্ধ দেশগুলো থেকে তাদের নিজস্ব পরিবেশনা ও উপস্থাপনা থাকলে তা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতো৷ কেউ কেউ অবশ্য বলতে পারেন যে, সাংবাদিকতার সাথে উপস্থাপনার সরাসরি সম্পর্ক নেই৷ কিন্তু তবুও সাংবাদিকতার সাথে আবার অন্য দিক থেকে জীবন্ত পরিবেশনা ও উপস্থাপনার এক ধরণের সম্পর্ক রয়েছে৷ আমরা বর্তমানে অনেক বেশি যন্ত্র নির্ভর হলেও মানুষই সংস্কৃতির মূল উপজীব্য৷ তাই সংস্কৃতির জীবন্ত উপস্থাপনা থাকলে তা সংবাদেরও বিশেষ উপজীব্য হয়ে ওঠে৷ এছাড়া বিভিন্ন দেশে গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য প্রত্যেক দেশ থেকে প্রতিনিধিরা একেকটি উপস্থাপনা দিলে আরো ভালো হতো৷ আগামীতে যদি এমনটি সম্ভব হয় তাহলে বিভিন্ন দেশ থেকে বিষয়ভিত্তিক উপস্থাপনা আগেই গ্রহণ করে সেগুলো বাছাই করে সম্মেলন স্থলে প্রদর্শনের ব্যবস্থা রাখলে ভালো হয়৷''

গণমাধ্যম সম্মেলনের বাইরে জার্মান সমাজের বিভিন্ন আকর্ষণীয় দিক তুলে ধরতে গিয়ে তিনি বিশেষ করে সুন্দর যোগাযোগ ব্যবস্থা, সময়ানুবর্তিতা, সুশৃঙ্খলা এবং পেশাদারিত্বের কথা বলেন৷ এছাড়া বিমানবন্দর থেকে শুরু করে জার্মানির সকল পথ-ঘাট, সড়ক-বন্দর ও অফিস-আদালতে প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন বাংলাদেশের এই প্রবীণ সাংবাদিক৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ