1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একুশে বইমেলা

৫ ফেব্রুয়ারি ২০১২

সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরে গণমাধ্যম৷ তবে এবার গণমাধ্যমের সঙ্গতি-অসঙ্গতি তুলে ধরে গণমাধ্যমের সমালোচনামূলক গ্রন্থ প্রকাশ করল শ্রাবণ প্রকাশনী৷ এছাড়া প্রকাশ করেছে ‘বিক্ষোভ সংকলন’৷

Dhaka, Herr Harun Ur Rashid Swapan hat die angehängten Bilder am 02.02.12 aufgenommen, und stellt sie der DW zur Verfügung. Titel: Ekushey book fair 2012 Bildbeschreibung: The month-long Amar Ekushey Book Fair is bein held in Dhaka, Bangladesh during February 2012. Deutsche Welle will also be present un the fair.
একুশে বইমেলা ২০১২ছবি: DW

এ বছরের ঢাকা বইমেলায় প্রায় ২০টি বই উপহার দিচ্ছে শ্রাবণ প্রকাশনী৷ এর মধ্যে চারটি বই রয়েছে গণমাধ্যমের সমালোচনামূলক গ্রন্থ৷ এছাড়া কার্ল মাক্সের ‘ক্যাপিটাল' থেকে দর্শনের ভারি কথাগুলো মানুষের সহজবোধ্য করার জন্য তেলুগু ভাষায় তিনটি খণ্ডে প্রকাশিত বইয়ের ইংরেজি অনুবাদ করা হয়েছিল৷ সেগুলোর বাংলা সংস্করণ পাঠকদের জন্য বইমেলায় আনছে শ্রাবণ প্রকাশনী৷ রয়েছে বদরুদ্দীন উমরের রচনা সংগ্রহ, প্রথম খণ্ড৷ এটি আগামী ২০-২১ তারিখের দিকে বইমেলায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে৷

প্রকাশিত হচ্ছে ‘বিক্ষোভ সংকলন' নামে উদিসা ইসলামের সম্পাদনায় একটি বাস্তব ঘটনা ভিত্তিক প্রামাণ্য গ্রন্থ৷ ২০০৭ সালে জরুরি অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের উপর যে নির্যাতন হয়েছিল তার ছবি, পেপার কাটিং এবং সম্পাদকীয় স্থান পেয়েছে বইটিতে৷

বইমেলার চতুর্থ দিনে ‘মিডিয়া পোস্টমর্টেম' নামে একটি বই এসেছে৷ এটি লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত টেলিভিশন সাংবাদিক তুষার আব্দুল্লাহ৷ এখানে বাংলাদেশের গণমাধ্যমের নানা দিক সমালোচনা ও পর্যালোচনার আঙ্গিকে হাজির করা হয়েছে৷

ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান বলেন, ‘‘বাংলা একাডেমীর এক ধরণের স্বৈরাচারিতার কারণে একুশে বইমেলাটি এখনও বৈশাখী মেলার মতো রয়ে গেছে৷ খুব ছোট জায়গায় এবং ছোট ছোট স্টল দিয়ে সাজানো হয়৷ এটি আমাদের দেশের মানুষের অর্থনৈতিক দৈন্যের চেয়ে বুদ্ধিবৃত্তিক দৈন্যের পরিচয় বহন করে৷'' একইসাথে একুশে বইমেলার স্থান পরিবর্তন করে এর পরিবেশ ও অবয়ব আরো সুন্দর করার দাবি জানিয়েছেন রবীন আহসান৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ