1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণমাধ্যম হোক সবার কণ্ঠস্বর

১৩ জুন ২০১৮

জার্মানির বনে শেষ হলো তিনদিনের গ্লোবাল মিডিয়া ফোরাম সম্মেলন৷ সমাজে বৈষম্যের বিরুদ্ধে গণমাধ্যমের ভুমিকা প্রশ্নে সবার কণ্ঠস্বর সমান গুরুত্ব দিয়ে প্রচারের বিষয়ে একমত হয়েছেন অংশগ্রহণকারীরা৷

Plenary Session Four against fake—media and information literacy in the digital age
ছবি: DW/U. Wagner

জার্মানির বন শহরে ডয়চে ভেলের উদ্যোগে আয়োজিত বার্ষিক সম্মেলন গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএফ) বুধবার শেষ হয়েছে৷ তিনদিনব্যাপী এই সম্মেলন সোমবার শুরু হয়েছিল৷ এবারের মটো ছিল, ‘বৈশ্বিক অসমতা'৷ পৃথিবীতে বৈষম্য কেন বাড়ছে? বৈষম্যের কারণেই কি মানুষ দেশান্তরী হয়? এক্ষেত্রে গণমাধ্যম কী ভূমিকা পালন করতে পারে? – এ রকম অসংখ্য প্রশ্নের সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা করেছেন অংশগ্রহণকারীরা৷

এবার ছিল জিএমএফ-এর ১১তম আয়োজন৷ ১২০টি দেশ থেকে দুই হাজার তিনশ'র বেশি নীতিনির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গ, সাংবাদিক, গণমাধ্যম উদ্যোক্তা, কর্মী, এনজিওকর্মী, ব্লগার এ সম্মেলনে অংশ নিয়েছেন৷

মোট ৮৩টি সেশনে বিষয়ধর্মী আলোচনা, প্রশিক্ষণ, মত বিনিময়, প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন ছিল এবার৷ সেখানে একদিকে সমাজে অসমতা ও বৈষম্য দূর করতে সাংবাদিকতার মানসম্মত শিক্ষা ও পেশাগত চর্চার প্রসঙ্গ উঠে আসে, তেমনি সামাজিক গণমাধ্যমের এই যুগে প্রযুক্তি কীভাবে এতে ভূমিকা রাখতে পারে আলোচনা হয় সে বিষয় নিয়েও৷

এছাড়া সমাজের বিভিন্ন অনগ্রসর গোষ্ঠীকে কীভাবে আরো সামনে নিয়ে আসা যায়, তথ্যপ্রযুক্তিকে কীভাবে তাদের কাছে আরো সুলভ ও সহজলভ্য করা যায় সেসব বিষয়েও মতামত ও নতুন নতুন ধারণা তুলে আনা হয়েছে৷ রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে ভূয়া খবরের প্রভাব ও তার প্রতিকার নিয়েও আলোচনা হয়৷

তথ্যপ্রযুক্তি ও যোগাযোগের নতুন নতুন ভাবনা নিয়ে সারাবিশ্বে সমাজ পরিবর্তনে কাজ করে যাওয়া তরুণদেরও পরিচয় করিয়ে দেয় এই মঞ্চ৷

সেশনগুলোতে যে বিষয়টিতে সবাই গুরুত্ব দিয়েছেন, তা হলো গণমাধ্যমে আরো বেশি করে বিকল্প কণ্ঠস্বর তুলে ধরার মাধ্যমে বৈষম্য কমানো৷ তাঁদের মতে, নানা কারণে অনেক কণ্ঠস্বর সবার কাছে পৌঁছায় না৷ এসব ক্ষেত্রে গণমাধ্যমকে আরো দায়িত্ব নিয়ে কাজ করতে হবে৷

এর আগে, সোমবার সকাল ১০টায় বন শহরের ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের প্রেসিডেন্ট আরমিন লাশেট৷

তিনি সকলকে স্বাগত জানিয়ে বলেন, ‘‘এখানে আগে বনের পার্লামেন্ট ছিল৷ কাছের ওই চেয়ারটিতে আগে বনের চ্যান্সেলর বসতেন৷ সেখানে এখন দু'জন ব্লগার বসে আছেন৷ এভাবেই পরিবর্তন আসছে৷''

এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ তাঁর বক্তব্যে তিনি কাবুল ও তালেবানের মধ্যে যুদ্ধবিরতির খবরকে স্বাগত জানান৷ এছাড়া জার্মানিসহ পশ্চিমা বিশ্বকে আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে ভুমিকা রাখার আহ্বান জানান৷

সম্মেলনে ইরান সরকারের বিরুদ্ধে সাহসি সমালোচনার জন্য সেদেশের রাষ্ট্রবিজ্ঞানী সাদেঘ জিবাকালামকে বাকস্বাধীনতা পুরস্কার প্রদান করেছে ডয়চে ভেলে৷ পুরস্কার গ্রহণের পর তিনি বলেন, ‘‘ইরানের সাম্প্রতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাকস্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম৷''

এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশ নিয়ে তথ্য চিত্র ‘দ্য ডন অফ ইসলামিজম ইন বাংলাদেশ'৷ ডয়চে ভেলের তৈরি প্রায় ৪২ মিনিটের এই তথ্যচিত্রটি ফোরামের দ্বিতীয় দিন প্রদর্শিত হয়৷ সেই সময় নির্মাতারা বলেন, বাংলাদেশে কাজ করার সময় তাঁরা নিরাপত্তার অভাব বোধ করেননি

এছাড়া বাংলাদেশ থেকে গণমাধ্যমের বিশিষ্টজনেরাও অংশ নেন সম্মেলনে৷ এর মধ্যে চ্যানেল আই-এর ফরিদুর রেজা সাগর, ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দীন, আরটিভির প্রধান নির্বাহী আশিক রহমান, ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ এর বার্তা সম্পাদক ও বার্তাকক্ষ প্রধান জাহিদুল কবির এবং প্রথম আলোর উপ-সম্পাদক মিজানুর রহমান খান ছিলেন৷এর বাইরেও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে ডয়চে ভেলে ও জার্মানির আরেক প্রচারমাধ্যম ডাব্লিউডিআর-এর কয়্যার বেটোফেনের নবম সিম্ফনি থেকে ‘ওড টু জয়' পরিবেশন করেন৷ এছাড়া ভারতের তরুণ ব়্যাপার গিন্নি মাহিরও একটি পরিবেশনা ছিল৷ আরও ছিল জ্যাজ মিউজিক৷ তিনদিনব্যাপী অনুষ্ঠানে এছাড়াও আরো অনেক পরিবেশনা ছিল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ