1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গণিত অলিম্পিয়াডে স্বর্ণ, অবহেলাতেও বড় অর্জন

১৪ জুলাই ২০১৮

৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রথমবার বাংলাদেশের শিক্ষার্থীর স্বর্ণপদক জয়কে অসাধারণ বলে মনে করছেন শিক্ষাবিদরা৷ অবহেলিত শিক্ষার মধ্যেও এই জয় অনুপ্রেরণা বলে মনে করেন তাঁরা৷

Flash-Galerie Symbolbild IQ Wissen
ছবি: picture-alliance/chromorange

অলিম্পিয়াডে বাংলাদেশ দলের সদস্য চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমেদ জাওয়াদ চৌধুরী ১২ জুলাই স্বর্ণ জয়ের কৃতিত্ব অর্জন করেন৷ ৩ জুলাই রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে হয় আইএমও-র এবারের আসর৷

মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেন জাওয়াদ৷ এটিই বাংলাদেশ দলের প্রথম স্বর্ণপদক অর্জন৷ এর আগে ৫৮তম আইএমওতেও রৌপ্য পদক এবং ৫৭তম আইএমওতে ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি

৬ সদস্যের বাংলাদেশ দলের অপর তিন সদস্য তাহনিক নূর সামিন ২৩ পয়েন্ট, জয়দ্বীপ সাহা ১৯ পয়েন্ট এবং তামজিদ মোর্শেদ ১৮ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে৷ দলের আরো দুই সদস্য রাহুল সাহা ও সৌমিত্র দাশ সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে৷

এবার দলীয়ভাবে মোট ১১৪ নম্বর অর্জন করেছে বাংলাদেশ৷ এ যাবত কালে এটিই বাংলাদেশের সর্বোচ্চ নম্বর৷ এর আগে মোট ১৩টি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়ে ৬টি রৌপ্য, ১৯টি ব্রোঞ্জ এবং ২৫টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করে বাংলাদেশ৷

Professor Mohammad Kaykobad - MP3-Stereo

This browser does not support the audio element.

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ডয়চে ভেলেকে  বলেন, ‘‘আমার দৃষ্টিতে এটা একটা অসাধারণ অর্জন৷ আমাদের মাধ্যামিক শিক্ষার মান নিয়ে যেখানে অনেক প্রশ্ন আছে তারপরও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশে শিক্ষার্থীর স্বর্ণপদক অর্জন অনেক বড় ঘটনা৷ বিশ্বের প্রায় ১০০ দেশের মেধাবী শিক্ষার্থীরা এই গণিত অলিম্পিয়াডে অশ নেয়৷ তাদের মধ্যে যারা সবচেয়ে মেধার প্রমাণ রাখে তারা স্বর্ণপদক পায়৷ দক্ষিণ এশিয়া থেকেই জাওয়াদই প্রথম স্বর্ণপদক পেল৷''

তিনি বলেন, ‘‘এটা বলা হয়ে থাকে এই উপমহাদেশে বাংলাদেশের মানুষের মেধা বরাবরই উঁচু মানের ছিল৷ সত্যেন বোস, মেঘনাদ সাহা, স্যার জগদীশচন্দ্র বসু মত মেধাবী মানুষ এখানে জন্ম দিয়েছেন৷ তার ছিঁটেফোটা আমরা এখনো দেখতে পাই৷''

অবেহেলিত শিক্ষাব্যবস্থাতেও এই অর্জনকে বেশ গুরুত্বের সাথেই দেখছেন তিনি৷ ‘‘শিক্ষায় জিডিপি'র ৬ শতাংশ বিনিয়োগ করা উচিত হলেও এখন মাত্র দুই শতাংশ বিনিয়োগ করা হয়৷ এই অবহেলার মধ্যেও আমাদের ছেলেমেয়েদের এই অর্জন অনেক বড়৷''

তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘এই অর্জন আমাদের দেশের শিক্ষার্থীদের আরো উৎসাহিত করবে৷ জ্ঞানচর্চায় তাঁরা মনোযোগী হবে৷ আমরা অর্থনৈতিকভাবে এগিয়েছি৷ কিন্তু ৪০-৫০ বছর আগে যারা আমাদের সমান কাতারে ছিল তাদের অনেকে আমাদের ছাড়িয়ে গেছে৷ আমাদের এখন এগিয়ে যেতে হবে৷ আর সেজন্য শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে৷''

Sayeda Farhana Khanam - MP3-Stereo

This browser does not support the audio element.

ছেলের এই অর্জনে স্বাভাবিকভাবেই গর্বিত জাওয়াদের মা সৈয়দা ফারহানা খানম৷

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই গণিতের প্রতি আগ্রহ বাড়ে জাওয়াদের৷ তারপর যখন গণিত অলিম্পিয়াডে গেল সেখান থেকে আরো বেশি অনুপ্রাণিত হল৷ নিজে নিজে চর্চা বাড়িয়ে দেয়৷ ছোট বেলায় আমি তাকে মেন্টাল অ্যারিথমেটিক ইউনিমাস, আমাদের দেশে যেটা আছে, আলোহাও বলে, এ ধরনের একটি প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিয়েছিলাম৷ চট্টগ্রামে এর চেয়ে বেশি চর্চার কোনো জায়গা ছিলনা৷ ও নিজেই বই থেকে চর্চা করতো৷ তবে সবচেয়ে বেশি সহায়ক হয় ইন্টারনেট৷ এখন যা করে তা ইন্টারনেটের মাধ্যইে করে৷ বাসায়, ঢাকায় যখন যেখানে থাকে ইন্টারনেটের সহায়তায় চর্চা করে৷''

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড টিমের আজ দেশে ফেরার কথা রয়েছে৷

৭ জুলাই উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড ২০১৮৷ এ বছরের অলিম্পিয়াডে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেয়৷ দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ