1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গত বছরের প্রথম ৬ মাসে ৫৪ জন ব্যক্তি পুলিশ ও র‌্যাব হেফাজতে নিহত

২৮ মে ২০০৯

সারাবিশ্বে একযোগে প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে গত বছরের প্রথম ৬ মাসে র‌্যাব ও পুলিশের হাতে বিচার বহির্ভূত হত্যাকান্ডের শিকার হয়েছেন ৫৪ জন৷

ফাইল ফটোছবি: AP

পরবর্তী ৬ মাসে এই সংখ্যা আরো বেশি হবে৷ আর বিচার ব্যবস্থায় প্রভাব বিস্তারও অব্যাহত ছিল৷ গত বছর রাষ্ট্রক্ষমতায় ছিল একটি অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার৷ আর দেশ চলেছে জরুরি অবস্থার অধীনে৷ ওই সময়ে বাংলাদেশে মেয়েদের প্রতি সহিংসতার ঘটনা অতীতের মতই অব্যাহত ছিল৷ এর মধ্যে এসিড নিক্ষেপ ও যৌতুকের জন্য নির্যাতন অন্যতম৷ অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় হাজার হাজার বস্তিবাসীকে তাদের আবাসস্থল থেকে উচ্ছেদ করা হয়েছে৷ কিন্তু বিকল্প আবাসনের ব্যবস্থা করা হয়নি৷ একই সঙ্গে পার্বত্য এলাকায় আদিবাসী জনগোষ্ঠীকে তাদের ভুমি থেকে উচ্ছেদ প্রক্রিয়া অব্যহত ছিল৷ আর তা করেছে সমতলের বাঙালিরা, বলা হয়েছে অ্যামনেস্টির রিপোর্টে৷

গত ২৯ ডিসেম্বর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে৷ নির্বাচনের আগে ১৭ ডিসেম্বর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি৷ জরুরি অবস্থার মধ্যে ঘরোয়া রাজনীতির অনুমতি থাকলেও ২০ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল৷

বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নুর খান বলেন, একটি নির্বাচিত সরকার এলেও মানবাধিকার পরিস্থিতির তেমন কোন উন্নতি চোখে পড়ছে না৷ অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর মানবাধিকার কমিশন ও তথ্য অধিকার আইন পাশ হয়েছে৷ তবে ৮টি নিরাপত্তা সংস্থাকে তথ্য অধিকার আইনের বাইরে রাখা হয়েছে৷ মানবাধিকার নেতা নুর খান বলেন, পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচিত সরকার আসায় মানবাধিকার পরিস্থিতি উন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে৷

প্রতিবেদক: হারুন উর রশীদ স্বপন, ঢাকা, সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ