1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লোকপাল বিল পাশ

২৮ ডিসেম্বর ২০১১

মঙ্গলবার রাতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় ১০ ঘন্টা ধরে উত্তপ্ত আলোচনা শেষে ধ্বনিভোটে পাশ হলো বিতর্কিত লোকপাল এবং লোকায়ুক্ত বিল৷ বিলে কিছু সংশোধন করা হয় বিরোধী পক্ষের আপত্তি মেনে নিয়ে৷

epa02670916 Indian veteran social activist Anna Hazare (center in white dress) participates in a hunger strike in New Delhi, India on 05 March 2011. According to the media reports Hazare along with supporters protestors demanded for a stronger anti-graft Lokpal (Administrator) Bill through greater involvement of civil society in its formulation. The Jan Lokpal (Administrator) Bill calls for setting up ombudsmen - Lokpal and Lokayuktas (in states) - independent of the government's control in order to check corruption in public life. EPA/ANINDITO MUKHERJEE +++(c) dpa - Bildfunk+++
আন্না হাজারের স্বাস্থ্যের অবনতি হয়েছেছবি: picture alliance/dpa

তবে পাশ হয়নি সংবিধান সংশোধনী বিল সরকার পক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায়৷ ফলে লোকপাল সাংবিধানিক বৈধতা পাচ্ছেনা৷ উল্লেখ্য, দুর্নীতির ঘটনা যাঁরা ফাঁস করবেন তাঁদের সুরক্ষার জন্য অবশ্য পাশ করা হয়েছে হুইসেল ব্লোয়ার প্রোটেকশন বিল৷

লোকপাল বিলে আজ সই করেন রাষ্ট্রপতি৷ আলোচনার জন্য বিলটি এবার পেশ করা হবে উচ্চকক্ষ রাজ্যসভায়৷ আলোচনা শেষে ভোটাভুটি হবে আগামীকাল৷ এখানেই লোকপাল বিলের ভবিষ্যৎ আটকে যাবার সম্ভাবনা৷ কারণ রাজ্যসভায় সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই৷ মোট সদস্য সংখ্যা ২৪৫৷ শরিক দল নিয়ে সরকারের ৯৯ জন সাংসদ৷ তারমধ্যে শরিক দল তৃণমূল সরকার পক্ষে ভোট দেবে কিনা তা নিয়ে সংশয় আছে৷ সেক্ষেত্রে নির্দল ও অন্য ছোট দলগুলির সমর্থন পেতে কংগ্রেস উঠেপড়ে লেগেছে৷

অন্যদিকে মুম্বই-এ অনশনরত আন্না হাজারের স্বাস্থ্যের অবনতি হয়েছে৷ ডাক্তাররা তাঁকে অনশন ভঙ্গের পরামর্শ দিয়েছেন কিন্তু আন্না তা মানছেন না৷ আন্নার জনসমাবেশে এবার আশানুরূপ লোক হয়নি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ