1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গন্ডোলার মাঝি হওয়া কঠিন

উটা গাইজার/এসি১৮ মার্চ ২০১৬

স্বপ্নের শহর ভেনিস, যেখানে রাস্তার বদলে খাল, যে খালে চলে ভেনিসের অতি নিজস্ব নৌকা, যার নাম গন্ডোলা৷ কেমন লাগে সেই গন্ডোলার মাঝি হতে?

ভেনিসের একটি গন্ডোলা ও তার মাঝি
ছবি: Francois Xavier Marit/AFP/Getty Images

ভেনিসে যারা গন্ডোলা চালায়, তাদের বলে গন্ডোলিয়ার৷ একাদশ শতাব্দী থেকে রয়েছে চলে আসছে এই পেশা৷ ছই দেওয়া গন্ডোলায় চড়ে বড়লোকেরা ভেনিসের খালপথে এদিক সেদিক যেতেন৷ মালপত্রও বহন করা হতো এই গন্ডোলা দিয়ে৷ একসময়ে ভেনিসে নাকি দশ হাজার গন্ডোলা ছিল৷ আজ সেখানে বড়জোর পাঁচশ, তা-ও টুরিস্টদের কল্যাণে৷

কানাল গ্রান্দে বা বড় খাল৷ ওপরে সুবিখ্যাত রিয়াল্টো সাঁকো, নীচে লুচিয়ানো পেলিচিওলির গন্ডোলা৷ লুচিয়ানো পেলিচিওলি ২৫ বছর ধরে গন্ডোলার মাঝি৷ তাঁর কথায়, ‘‘সুপ্রভাত, সিনিওরা৷ ভাড়া পড়বে আশি ইউরো৷'' গন্ডোলায় চড়ে ৪৫ মিনিট বেড়ানোর ভাড়া৷

গন্ডোলার মাঝি

02:35

This browser does not support the video element.

গন্ডোলার মাঝি হওয়া সহজ নয়, নিয়মকানুন খুব কড়া৷ লাইসেন্স পাওয়া গন্ডোলিয়াররা সকলেই একটি বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, যার পাঠক্রমে ভেনিস শহরের ইতিহাস আর বিদেশি ভাষা শেখার ব্যবস্থা আছে৷লুচিয়ানো বলেন, ‘‘গন্ডোলার মাঝি হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই৷ মাত্র চারশ গন্ডোলিয়ারের এই পারমিট আছে৷ আমরা ভেনিসের অংশ৷ এই পেশায় যেন শহরটার সঙ্গে জড়িয়ে থাকি৷''

লুচিয়ানো দিনে ১৪ ঘণ্টা করে গন্ডোলা চালান যাত্রী আর খদ্দেরদের জন্য৷ তবে তিনি কোনোদিনই তাদের জন্য গান গাইবেন না৷ সেজন্য পেশাদার গাইয়েরা আছে৷ তারা যখন গায়, তখন লুচিয়ানো তাঁর নিজের গন্ডোলা থেকে সেই গান শোনেন...৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ