1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গন্ডোয়ানাল্যান্ড’-এর ‘মিসিং লিংক’ পাওয়া গেল

১৭ নভেম্বর ২০১১

গন্ডোয়ানা বা ‘গন্ডোয়ানাল্যান্ড’ আদতে একটি প্রাচীন বৃহদমহাদেশের নাম৷ দক্ষিণ গোলার্ধের অধিকাংশ ভূভাগই এক সময় ঐ মহাদেশের অন্তর্গত ছিল৷ সম্প্রতি শোনা গেল, অস্ট্রেলিয়ায় নাকি গন্ডোয়ানার একটি অংশ পাওয়া গেছে৷ বিশ্বাস হচ্ছে না?

প্রাগৈতিহাসিক যুগে কেমন ছিল গন্ডোয়ানাল্যান্ড?ছবি: CC/Namibnat

ভারত মহাসাগরের তলদেশে বেশ কয়েক বছর যাবত গবেষণা চালাচ্ছিলেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা৷ পৃথিবী কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে মহাদেশগুলির ভাগ হয়েছে – এসবই ছিল তাঁদের গবেষণায়৷ বৃহস্পতিবার, হঠাৎ করেই মিললো এক নতুন সত্যের সন্ধান৷

অস্ট্রেলিয়া মহাদেশের পশ্চিম দিকে, সাগরতলের প্রায় ১,৬০০ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত দু-দুটি দ্বীপের মাটি-পাথর পরীক্ষা করে স্তম্ভিত তাঁরা৷ সেই মাটিতে যে জীবাশ্ম পাওয়া গেছে – তাতে রয়েছে উভচর এবং ঘোলা জলে বসবাসকারী জীবজন্তুর ছাপ৷ অর্থাৎ, দ্বীপ দুটো এক সময় সমুদ্রতলের ওপরে অবস্থান করতো, সমুদ্রগভীরের অগ্ন্যুৎপাতের কারণে এদের সৃষ্টি হয়নি কোনোভাবেই! একথা বেশ স্পষ্ট করেই জানালেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিশেষজ্ঞ জো উইটেকার৷ বললেন, ‘‘চমকপ্রদ এই আবিষ্কারের ফলে এবার আমরা জানতে পারবো ৮০ থেকে ১৩০ মিলিয়ন বছর আগে ঠিক কীভাবে গন্ডোয়ানাল্যান্ড ভেঙে অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা এবং ভারতবর্ষ সৃষ্টি হয়েছিল৷''

ভারতীয় উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে অস্ট্রেলিয়া একসময় ‘ইউরেশিয়া'-তে গিয়ে আছড়ে পড়ে

বিশেষজ্ঞরা জানান, প্রাগৈতিহাসিক কালে তিনটি মহা-মহাদেশের অস্তিত্ব লক্ষ্য করা যায়৷ এরা হলো – লাউরেশিয়া, গন্ডোয়ানা এবং প্যানজিয়া৷ তাঁদের কথায়, প্রায় ৫০ মিলিয়ন বছর আগে ‘আঙ্গারাল্যান্ড' আর ‘গন্ডোয়ানাল্যান্ড'-এর মধ্যবর্তী ‘টেথিস' সাগরের তলদেশে নিমজ্জিত ছিল বাংলাদেশসহ গোটা ভারতীয় উপমহাদেশ৷ আর একসময়, এই ‘আঙ্গারাল্যান্ড' এবং ‘গন্ডোয়ানাল্যান্ড'-এর সংঘর্ষের ফলে ভূ-ত্বক সৃষ্টিকারী ভূসঞ্চালনের মাধ্যমে সাগরের বুক চিরে জেগে ওঠে বিশ্বের কনিষ্ঠতম পর্বতমালা হিমালয়৷

এমনকি আজও সাগরতলের মহাদেশীয় প্লেটের বিরামহীন ধাক্কাধাক্কির ফলে পৃথিবীপৃষ্ঠে প্রত্যক্ষ হয় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জলোচ্ছ্বাস অথবা সুনামির মতো ঘটনা৷ অথচ এরপরও, ‘‘আমরা কিন্তু এতোদিন ভারত মহাসাগরের পূর্ব দিককার সৃষ্টি রহস্যের অনেক কিছুই জানতাম না৷ তাই আশা করছি এবার, ঐ প্লেটগুলি সম্পর্কে অবশেষে আমরা আরো জানতে পারবো৷ বুঝতে পারবো ভারতীয় উপমহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে কীভাবে অস্ট্রেলিয়া একসময় ‘ইউরেশিয়া'-তে গিয়ে আছড়ে পড়েছিল৷'' জানান জো উইটেকার৷

মহাদেশীয় প্লেটের বিরামহীন ধাক্কাধাক্কির ফলে পৃথিবীপৃষ্ঠে আজও প্রত্যক্ষ ভূমিকম্প অথবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতছবি: AP

তিনি বলেন, ‘‘সমুদ্রগর্ভের প্রায় ২,০০০ মিটার (৬,৬০০ ফুট) নীচ থেকে যে সমস্ত ‘স্যান্ডস্টোন' আর ‘গ্র্যানাইট' উঠে এসেছে, আমাদের ধারণা তা অন্ততপক্ষে এক বিলিয়ন বছরের পুরোনো৷ তাই এবার অস্ট্রেলিয়ার পশ্চিম তীরের মাটির সঙ্গে এগুলোর একটা তুলনা করে দেখতে হবে – ঠিক কবে ‘গন্ডোয়ানাল্যান্ড' থেকে ভেঙে বেরিয়ে আসে মহাদেশটি৷ সেটাই হবে আমাদের পরবর্তী গবেষণার মূল বিষয়৷''

প্রসঙ্গত, গন্ডোয়ানা কথাটির উৎপত্তি সংস্কৃত শব্দ ‘গন্দবন' থেকে৷ আকারে ‘গন্ডোয়ানাল্যান্ড' ছিল আধুনিককালের দক্ষিণ গোলার্ধসহ কুমেরু, দক্ষিণ অ্যামেরিকা, আফ্রিকা, মাদাগাস্কার, অস্ট্রেলিয়া, আরব উপদ্বীপ এবং ভারতীয় উপমহাদেশ নিয়ে এক বৃহতাকার মহাদেশ৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ