1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গবেষণাগারে কৃত্রিম অস্থিমজ্জা

ব্রিগিটে ওস্টারাথ/আরবি২৯ জানুয়ারি ২০১৪

গবেষকরা এক কৃত্রিম উপাদন আবিষ্কার করেছেন, যার মধ্যে রক্তের স্টেমসেল বৃদ্ধি পায়৷ ভবিষ্যতে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার যেতে পারে৷ এমনই আশা বিজ্ঞানীদের৷

Gaza Krebskranke zwischen Vernachlässigung und medizinischer Unzulänglichkeit
ছবি: DW/Al Farra

রক্তের স্টেমসেল শুধু অস্থিমজ্জায় বৃদ্ধি পায়৷ সেখানে এটি আবার বিভিন্ন ধরনের রক্তকোষের সৃষ্টি করে৷ যেমন রক্তে লোহিত ও শ্বেত কণিকা তৈরি করে৷ লোহিত কণিকা অক্সিজেন পরিবহণের কাজ করে৷ শ্বেতকণিকা শরীরের প্রতিরোধ ক্ষমতা দেখাশোনা করে৷

গবেষকরা অনুকরণ করার চেষ্টা করছেন

অনেক বছর ধরে গবেষকরা স্বাভাবিক হাড়ের মজ্জা অনুকরণ করার চেষ্টা করে আসছেন৷ জার্মানির কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা এক্ষেত্রে কিছুটা অগ্রসর হয়েছেন৷ তাঁরা এক ধরনের সচ্ছিদ্র উপাদান তৈরি করেছেন, যেখানে রক্তের স্টেমসেল কমপক্ষে চার দিন ধরে বৃদ্ধি পেতে পারে৷

স্বাভাবিক অস্থিমজ্জার কাঠামোটা বেশ জটিল৷ এ জন্য একে অনুকরণ করাও কঠিন৷ এটির রয়েছে ত্রিমাত্রিক রন্ধ্রযুক্ত স্থাপত্য৷ অনেকটা বাথ-স্পঞ্জের মতো৷ এর মাঝখানে প্রোটিন থাকে৷ এই স্পঞ্জের রয়েছে নির্দিষ্ট আয়তন৷ আছে অনেক ধরনের কোষ, যেগুলি পরস্পর পরস্পরকে প্রভাবিত করে৷ রাসায়নিক মেসেঞ্জার ছড়িয়ে দেয়৷ এইসব একত্রে স্টেমসেলকে বিভক্ত হতে ও বৃদ্ধি পেতে প্রণোদিত করে৷

কার্লসরুহের ইন্সটিটিউট ফর টেকনোলজির গবেষক কর্নেলিয়া লি থেডিক ও তাঁর সহকর্মীরা এ পর্যন্ত অস্থিমজ্জা ও স্টেমসেলের পছন্দের পরিবেশ সম্পর্কে যা জানা গেছে, তা তাঁদের গবেষণার অন্তর্ভুক্ত করেছেন৷ এই প্রসঙ্গে কর্নেলিয়া লি থেডিক বলেন, ‘‘আমরা চাই কৃত্রিম অস্থিমজ্জা সুলভ মূল্যের উপাদান দিয়ে তৈরি করতে৷ যা যে কোনো জীববিজ্ঞানীর ল্যাবরেটরিতে থাকে৷''

ভবিষ্যতে লিউকেমিয়া চিকিৎসায় সাহায্য করতে পারে

গবেষকরা আশা করেন কৃত্রিম অস্থিমজ্জা ভবিষ্যতে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারের চিকিৎসায় সাহায্য করতে পারবে৷ লিউকেমিয়ার রোগীর প্রয়োজন নতুন ও সুস্থ রক্তের স্টেমসেল৷

বর্তমানে মানুষের (দাতার) অস্থিমজ্জা বা রক্ত থেকে সুস্থ স্টেমকোষ সংগ্রহ করা হয়৷ ভবিষ্যতে রোগীর দেহে প্রতিস্থাপন করার জন্য গবেষণাগারে এটি প্রস্তুত হতে পারে৷

ড্রেসডেন ইউনিভার্সিটি ক্লিনিকের মার্টিন বর্নহয়সার বলেন, ‘‘খুব অল্প রক্তের স্টেমসেল থেকেও বয়স্ক রোগীর জন্য পর্যাপ্ত সংখ্যক স্টেমসেল তৈরি করা যেতে পারে৷ শিশুর জন্মের পর নাভিরজ্জুর রক্ত থেকেও স্টেমসেল তৈরি করা যায়৷ এরপর এটি জমাট করে বিশেষ রক্ত ভাণ্ডারে রেখে দেওয়া যেতে পারে৷

তবে এই রক্তে রয়েছে অল্প স্টেমসেল৷ যা সাধারণত শিশু ও হালকা পাতলা প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রেই কাজে লাগানো যেতে পারে৷


কৃত্রিম অস্থিমজ্জার পরিধিটা বিস্তৃত

কৃত্রিম অস্থিমজ্জার ক্ষেত্রে পরিধিটা আরো বিস্তৃত৷ ‘‘আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো, একটি উপযোগী কাঠামো তৈরি করে সেখানে রক্তের স্টেমসেলগুলি ঢুকিয়ে দেওয়া৷ যেন ঐ জায়গায় তারা বাড়তে পারে৷ আমরা পরে সেই স্টেমসেলগুলিকে তুলে এনে রোগীর প্রয়োজনে লাগাতে পারি'', বলেন গবেষক লি থেডিয়েক৷

তবে এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে৷ এই পদ্ধতি থেকে উপকার পেতে রোগীদের কমপক্ষে আরো ১৫ বছর লাগবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ