1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গবেষণায় ব্যস্ত থাকতে চায় জার্মান ছাত্রী ক্রিস্টিনা

Debarati Guha১৬ জানুয়ারি ২০১২

অনেকদিন ধরেই শোনা যাচ্ছে যে বিজ্ঞানের বিষয় নিয়ে জার্মান ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে একটু যেন অনাগ্রহী৷ পরিসংখ্যান, সাধারণ বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও গণিতের মত বিষয়ে পড়াশোনা করতে শুধুমাত্র বিদেশি শিক্ষার্থীরা আগ্রহী হচ্ছে৷

বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীছবি: dapd

কিছু জার্মান ছাত্র-ছাত্রী অবশ্য এগিয়ে আসছে৷ তারা বিজ্ঞান ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করছে, পিএইচডি করছে৷ তারা অধ্যাপনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চায়৷

যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এত সহজ নয়৷ অনেক চড়াই-উৎড়াই পার হতে হয়৷ এরপরেও জার্মানির বেশ কিছু তরুণ-তরুণী আগ্রহ প্রকাশ করেছে শিক্ষকতার পেশায় নিজেকে সম্পৃক্ত করতে৷ ক্রিস্টিনা ভাইসেনবাখ তাদেরই একজন৷ ৩০ বছরের এই ছাত্রী সারাজীবন গবেষণা করেই কাটিয়ে দিতে চান৷ তিনি রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করছেন৷ পিএইচডিও শেষ করেছেন৷ থিসিস পেপার জমা দিয়েছেন৷ এখন অপেক্ষা করছেন মৌখিক পরীক্ষার জন্য৷ ক্রিস্টিনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা হতে চান৷

ক্রিস্টিনা কথা বলছে সেক্রেটারির সঙ্গে৷ মৌখিক পরীক্ষা কবে তা জানার জন্য৷ ক্রিস্টিনা প্রশ্ন করছেন, বৃহস্পতিবার মৌখিক পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল৷ তা কি ঠিক আছে? সেক্রেটারির উত্তর: মৌখিক পরীক্ষা হবে৷ তবে তা আবারো পিছিয়ে গেছে৷ তিনজনের মধ্যে দুজনই উপস্থিত থাকতে পারবে না৷ আমি চেষ্টা করছি অন্য কাউকে আনা যায় কিনা৷

ক্রিস্টিনা জানতে চাইলেন, সুপারবাইজারের লিস্ট কি তৈরি হয়ে গেছে?

ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান ক্রিস্টিনা৷ সেক্রেটারি চেষ্টা করছেন তার মৌখিক পরীক্ষার জন্য দিন তারিখ ঠিক করতে৷ ক্রিস্টিনা ভাইসেনবাখ মাস্টার্স শেষ করার পরপরই পিএইচডি কোর্সে ভর্তি হয়ে যান৷ তিনি গবেষণার কাজে নিজেকে উৎসর্গ করতে চান৷ এটাই হবে তার ক্যারিয়ার, এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন৷ নভেম্বর মাসের শেষে তিনি তার থিসিস জমা দিয়েছেন৷ এ বছরের শুরুতে ফলাফল হাতে পাওয়ার কথা৷ ক্রিস্টিনা ভাইসেনবাখ বললেন,‘‘ সবচেয়ে বড় কথা হল যে কেউ তার পছন্দমত বিষয় নিয়ে কাজ করতে পারবে৷ রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে এরকম অনেকেই শেষ পর্যন্ত গণসংযোগ বিষয়টি নিয়ে কাজ করছে৷ অনেকেই চায় দারুণ একটি চাকরি করবো৷ কিন্তু বিষয়ের কথা বললে দেখা যাবে সেসব কাজে তেমন গভীরতা নেই৷ ঠিক যেমনটি থাকতে পারে গবেষণার ক্ষেত্রে৷''

জার্মান ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে একটু যেন অনাগ্রহীছবি: picture-alliance/dpa/dpaweb

থিসিসের বিষয় পছন্দ করতে গিয়ে অনেক ছাত্র-ছাত্রী সন্দেহে দুলতে থাকে৷ তবে ক্রিস্টিনার জন্য তা ছিল বেশ সহজ৷ যেমন আফ্রিকা মহাদেশের প্রতি তার আগ্রহ রয়েছে৷ তিনি কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার বেশ কিছু রাজনৈতিক সংগঠনের সঙ্গে কথা বলেছেন, জেনেছেন অনেক কিছু৷ দেশগুলো ঘুরেও দেখেছেন তখন৷ গবেষণার কাজ টুক-টাক করেছেন সেখানে৷ তবে এত গবেষণার পরও চাকরি পাওয়ার পরিধি কম৷ ক্রিস্টিনা ভাইসেনবাখ জানান,‘‘এখানে কাজ করতে হয় প্রাইভেট ডিটেকটিভের মত৷ প্রথমে পড়তে করতে হয় বই এবং বিভিন্ন নথিপত্র৷ এসব পড়তে, খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখতে ভালই লাগে৷ তারপর এসব সত্যিকার অর্থেই কাজে লাগে কিনা তা দেখা হয় কর্মক্ষেত্রে৷ তখন সবকিছু আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে৷''

তবে জার্মানিতে গবেষণার খুঁটিনাটি বিষয়গুলো বোঝানো হয় বিভিন্ন সেমিনার এবং ওয়ার্কশপে৷ বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করে৷ তখন অনেক ছাত্র-ছাত্রীর সঙ্গে কাজ করতে হয়৷ ক্রিস্টিনা ভাইসেনবাখের মতে এটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ কারণ সেমিনারে সবসময়ই শেখানো হয় কীভাবে গবেষণার কাজ চালাতে হবে, কীভাবে এগিয়ে যেতে হবে৷ বিভিন্ন সংস্থার সঙ্গেই বা কীভাবে কাজ করতে হবে তাও বোঝানো হয়৷

ক্রিস্টিনা ভাইসেনবাখ বললেন,‘‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমি যা শিখছি, যা নিয়ে গবেষণা করছি তা আমি পরবর্তী সময়ে কীভাবে তা শিক্ষণীয় করে তুলতে পারি – তা তুলে ধরা৷ আমি শুধু বই থেকে পড়াতে চাই না, শুধু বই পড়লেই হবে সেকথাও ছাত্র-ছাত্রীদের বলতে চাই না৷ আমি যা বলছি, যা করছি তার সঙ্গে সবকিছুর একটি সংযোগ থাকা চাই৷ ছাত্র-ছাত্রীরাও যেন তা বুঝতে পারে৷''

ক্রিস্টিনা ভাইসেনবাখ মিউনিখ এবং ডুইসবুর্গের মধ্যে গত দু'বছর ধরে আসা যাওয়া করছেন৷ তিনি গবেষক হিসেবে কাজ করতে চান – বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দু'বছর ধরে তা বোঝানোর চেষ্টা করছেন৷ তবে তাকে পার্ট-টাইম কাজ দেয়া হয়েছে এবং যে কোন দিন এই চাকরির মেয়াদ শেষ হতে পারে৷ এই কাজের জন্য তিনি পারিশ্রমিক পাচ্ছেন খুবই কম৷ কিন্তু তারপরেও তিনি চেষ্টা করে যাচ্ছেন৷ গবেষক হিসেবে ক্যারিয়ার গড়তেই হবে– একেই বলে প্যাশন৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ