1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গভীর রাতেও শব্দ হলে মা দরজার দিকে ছুটে যান’

১০ ডিসেম্বর ২০১৭

চার বছর আগে নিখোঁজ ছাত্রদল নেতা সেলিম রেজা পিন্টুর খোঁজ আজও পাওয়া যায়নি৷ পিন্টুর বোন রেহানা বানু মুন্নি বলেন, ‘‘মা এখন অনেকটা পুত্র শোকে অপ্রকৃতিস্থ৷ গভীর রাতেও শব্দ হলে মা দরজার দিকে ছুটে যান, এই বুঝি ছেলে এলো৷’’

Rapid Action Battalion (RAB) in Bangladesh
ছবি: DW

বিশ্ব মানবাধিকার দিবসে রবিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে সবমবেত হয়েছিলে নিখোঁজ ও গুম হওয়া অন্তত ৩০টি পরিবারের সদস্যরা৷ তাদের শোক আর বেদনার ভাষা শুনে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি৷ সেখানে সংবাদ সম্মেলনে অংশ নেয়ার পর ডয়চে ভেলের সঙ্গে কথা বলেন রেহানা বানু মুন্নি৷ তিনি বলেন, ‘‘পিন্টু সুত্রাপুর ছাত্রদলের সভাপতি ছিল৷ থাকতো পল্লবীর বাসায়৷ ২০১৩ সালে ডিবি পরিচয়ে ওই বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়৷ যারা তুলে নেয় তাদের সবার হাতে অস্ত্র ছিল৷ এরপর আমরা র‌্যাব পুলিশসহ প্রশাসনের উপর মহলে ধর্ণা দিয়েছি৷ কিন্তু তাঁর খোঁজ কেউ দিতে পারেনি৷'' 

Munni.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘পিন্টু নিখোঁজ হওয়ার পর আমার বাবা-মা শোকে বিপর্যস্ত হয়ে পড়েছেন৷ মা এখন অনেকটাই অপ্রকৃতিস্থ৷ গভীর রাতেও ঘরে কোনো শব্দ হলে, কিংবা কলিংবেলের শব্দ হলে মা ছুটে যান৷ ভাবেন এই বুঝি তাঁর ছেলে ফিরে এল৷ আমরা আমাদের মাকে এখনো শান্তনা দিয়ে রাখছি৷ তাকে বলি পিন্টুর খোঁজ পাওয়া গেছে৷ সে ফিরে আসবে৷ একেক সময় একেক গল্প বলি৷ কিন্তু পিন্টুতো আর ফিরে আসে না৷''

প্রেসক্লাবের ওই জমায়েতে ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী নূর খান৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘বাংলাদেশের মানবাধিকারের এখন সবচেয়ে বড় সংকট হল অপহরণ, নিখোঁজ ও গুমের ঘটনা৷ এটা ক্রসফায়ারের চেয়েও ভয়াবহ৷ কারণ নিখোঁজ বা গুমের শিকার পরিবারের সদস্যরা ঠিক জানেন না নিখোঁজ হওয়া ব্যক্তির প্রকৃত অবস্থা৷ সে আদৌ ফিরে আসবে কিনা৷ তাকে পাওয়া যাবে কিনা৷ পুরো একটি পরিবার দিনের পর দিন আতঙ্ক আর ট্রমার মধ্যে থাকে৷ সাত বছর পার না হলে নিখোঁজ ব্যক্তির ব্যাংকের টাকা বা সম্পদ কোনো কাজে ব্যবহারও করা যায়না৷''

তিনি বলেন, ‘‘যারা প্রেসক্লবে এসেছিলেন তাদের সঙ্গে কথা বলে কখনো কখনো আমার মনে হয়েছে কোন ব্যক্তি গুম হয়নি বরং পুরো পরিবারটিই গুম হয়েছে৷ তারা কারুর সহায়তাও পাচ্ছেনা৷ আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তাও পাওয়া যাচ্ছেনা৷ তাই নিখোঁজদের পরিবারের কেউ কেউ বিষয়টি এখন জাতিসংঘ বা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷'' 

Khan.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

বাংলাদেশে নিখোঁজ ব্যক্তিদের পরিবার প্রতিবছর ‘মায়ের ডাক' ব্যানারে স্বজনদের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন করে আসছেন এই দিনে৷ ২০১৩ সাল থেকে নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বোন ফেরদৌসী বলেন, ‘‘গত চার বছরে বিশবার দাঁড়িয়েছি ভাইয়ের খোঁজে৷ সবাই চেষ্টা করছেন৷ কিন্তু কারুর কোরো চেষ্টা কাজে আসছে না৷ করো কি কোনো দায় নাই? কেউ কি বলবেন না আমাদের স্বজন কোথায় আছে? আমরা আর পারছি না৷ আমাদের ওপর দয়া করুন৷''

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘‘আমরা গণমাধ্যমে জানতে পেরেছি এ বছর প্রথম ছয়মাসে ৫২ জন গুম হয়েছে, ৮৭ জন ক্রসফায়ার হয়েছে৷ এসব বিষয়ে মানবাধিকার চেয়ারম্যান পুলিশের কাছে তথ্য চাইলে পুলিশ মানবাধিকারকে পাত্তা দিচ্ছে না৷ এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি একই উত্তর দিচ্ছেন৷ তিনি বিষয়টি খোঁজ নিবেন৷ অথচ আমাদের দেশে মানবতার মাতা বাস করেন৷''

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১০ বছর ১০ মাসে নিখোঁজ হয়েছেন ৫৪৪ জন৷ তাদের মধ্যে ৩৯৫ জনকে আর খুঁজে পাওয়া যায়নি৷ চলতি বছরের প্রথম ১০ মাসেই নিখোঁজ হয়েছে ৫০ জন, যাদের ৩৮ জনের খোঁজ পাওয়া যায়নি৷ আর গত ১০ মাসে কথিত বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে ১৩৯ জন৷ চার বছরে নিহত হয়েছেন ৬৫৪ জন৷

Rahman.mp3 - MP3-Stereo

This browser does not support the audio element.

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসেবে ২০১৬ সালে ৯৭ জন নিখোঁজ হওয়ার পর ১১ জনের লাশ পাওয়া যায়৷ ২৬ জনকে পরে গ্রেপ্তার দেখানো হয়৷ আর তিনজন ফিরে আসে৷ বাকি ৫৭ জন এখনো নিখোঁজ৷ ২০১৫ সালে নিখোঁজ হন ৫৫ জন, যাঁদের মধ্যে আটজনের লাশ উদ্ধার করা হয়৷ সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, ফিরে আসেন পাঁচজন৷ এখনো নিখোঁজ আছেন ৩৫ জন৷

জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘রাষ্ট্রকে তার নাগরিকদের অবস্থান জানাতে হবে৷ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে৷ একজন নাগরিক নিখোঁজ হয়ে যাবেন আর রাষ্ট্র তাঁর খোঁজ দিতে পারে না, এটা গ্রহণযোগ্য নয়৷''

তিনি আরো বলেন, ‘‘ইতিহাস আমাদের শিক্ষা দেয় এধরনের জঘন্য অপরাধের বিচার না হলে রাষ্ট্র চরম অধঃপতনে চলে যায়৷ রাষ্ট্রই অস্তিত্বহীন হয়ে পড়ে৷ আর এর দায় এড়ানো যায়না৷ একদিন না একদিন বিচার হতেই হয়৷'' 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ