1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট

১৪ আগস্ট ২০১৩

গরমের হাত থেকে বাঁচতে জ্যাকেট পরা, ভাবাই যায় না৷ কিন্তু গরমে শরীরকে ঠান্ডা রাখবে এমন এক জ্যাকেট আবিষ্কার করেছেন এক জার্মান প্রকৌশলী৷

ছবি: picture-alliance/dpa

ভিলহেল্ম স্টর্ক, জার্মানির কার্লসরুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কেআইটি-এর একজন প্রকৌশলী৷ গরমের দিনে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমের পর শরীরকে শীতল রাখার জন্য এক অভিনব জ্যাকেট আবিষ্কার করেছেন, যার ওজন মাত্র ২০০ গ্রাম৷ নাম ক্লিমাজ্যাক৷

একটি হাত ঘড়ির সাথে ছোট্ট একটি কম্পিউটার স্থাপন করা হবে৷ আর এর সংযোগ থাকবে জ্যাকেটের ভেতরকার কয়েকটি ধাতব নলের সাথে৷ জ্যাকেটের সামনে ও পেছনে থাকবে দুটো ছোট ফ্যান, এগুলো চালিত হবে কম্পিউটারের সাহায্যে৷ গরম বা পরিশ্রমের কারণে শরীর ঘেমে গেলে এই ফ্যানগুলো সেই ঘাম শুকিয়ে ফেলবে, আর ঐ ঠান্ডা বাতাসকে নলগুলো পুরো শরীরে ছড়িয়ে দেবে৷ এমনকি স্টর্ক সেন্সরসহ একটি চেস্ট-স্ট্র্যাপ আবিষ্কারের চেষ্টা করছেন, যার ফলে শ্বাস-প্রশ্বাস, হৃদযন্ত্রের ক্রিয়া এবং শারীরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে পারবে৷

তবে, ফ্যানগুলো কাজ করার সময় যে শব্দ হয়, সেটাকে কমানোর কাজ করে যাচ্ছেন স্টর্ক৷

একটি ঘরকে শীতল করতে যেখানে ২ কিলো ওয়াটের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রয়োজন হয়, সেখানে ক্লিমাজ্যাক তৈরি করতে প্রয়োজন মাত্র ২ ওয়াট বিদ্যুতের এবং এটি পরিবেশবান্ধবও৷

গরমের দিনে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা নিজেদের শীতল রাখতে বুলেটপ্রুফ জ্যাকেটের নীচে এই জ্যাকেটটি ব্যবহার করতে পারবেন৷ এ কারণে জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয় ক্লিমাজ্যাকের জন্য কয়েক লাখ ইউরো খরচ করতে রাজি হয়েছে৷ মন্ত্রণালয়ের আরেকটি লক্ষ্য হৃদরোগীরা, গরমে যাদের হৃদরোগের সমস্যা বেড়ে যায়৷ এই জ্যাকেটের ফলে তাদের সমস্যা অনেকটা কমে যাবে বলে আশা করছেন তাঁরা৷

তবে কবে নাগাদ জ্যাকেটটি বাজারে আসছে এবং এর দাম কেমন হতে পারে তা এখনও বলতে পারছেন না স্টর্ক৷

এপিবি / এসবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ