গরমের শুরুটা আরামেই কেটেছে দিল্লির। বার বার বৃষ্টিতে তাপমাত্রা খুব বেশি বাড়তে পারেনি। কিন্তু শেষ সপ্তাহান্ত থেকে প্রবল গরমে হাঁসফাঁস করছে রাজধানী। বুধবার পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ভারতের বিভিন্ন স্থানে এমন গরম পড়েছে যা গত কয়েক দশকে আর দেখা যায়নি৷ তাতে শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন কমপক্ষে ২৫জন৷ জনজীবন বিপর্যস্ত করা এই গরমে জলবায়ু পরিবর্তনের কুপ্র্রভাব দেখছেন বিজ্ঞানীরা৷ দেখুন ছবিঘরে...
ছবি: Rupak De Chowdhuri/REUTERSগ্রীষ্মকাল শুরুর আগেই শুরু হয়ে গেছে গরম৷ প্রায় দিনই তামপাত্রা উঠছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে৷ ফলে ঘরেও টেকা দায়৷ গত ৩ মে পর্যন্ত শুধু মহারাষ্ট্রেই হিটস্ট্রোকে মারা গেছেন অন্তত ২৫ জন৷ ওপরের ছবিটি পহেলা মে দিল্লিতে তোলা৷ মিউনিসিপ্যালিটির ট্যাঙ্কের পানিতে তৃষ্টা মেটাচ্ছে এক কিশোর৷
ছবি: Anushree Fadnavis/REUTERSকলকাতায় মধ্য এপ্রিল থেকেই ভীষণ গরম৷ ওপরে গরমে কাহিল মানুষদের পাইপের ফুটো দিয়ে পড়া পানিতে গোসলের ছবিটি গত ১৯ এপ্রিলের তোলা৷
ছবি: Rupak De Chowdhuri/REUTERSনিম্নবিত্তদের জন্য এই গরমে ঘরেও টেকা দায়৷ তাই দিল্লির অনেকেই একটু শীতল হাওয়ার আশায় চলে যান যমুনার তীরে৷ অনেকে ঘুমিয়েও নেন সেখানে৷
ছবি: Adnan Abidi/REUTERSএমন গরমে ঘরের বাইরে যেতে না হলে অন্তত সূর্যের তাপটা এড়ানো যায়৷ তবে কাজে বের হলে ছাতা রাখতেই হয় সঙ্গে৷ ছবির এই নারী ২৭ এপ্রিল ছাতা না নিয়ে দিল্লির রাস্তায় নেমে এমন বিপদে পড়েছিলেন যে শেষমেষ হাতের ব্যাগ মাথায় তুলে গরম থেকে বাঁচার চেষ্টা করতে হলো৷
ছবি: Anushree Fadnavis/REUTERSসূর্যের তাপ থেকে বাঁচতে সবাই চাইছেন ঘরের ছাদ কিংবা গাছের ছায়ায় থাকতে৷ কিন্তু সেখানেও নিস্তার নেই৷ তাই এয়ারকুলার কিনছেন অনেকে৷ ওপরের ছবিতে এয়ারকুলার কিনে তা সাইকেলে বাঁধার চেষ্টা করছেন একজন৷ গত ১১ এপ্রিলের দিল্লির ছবি৷
ছবি: Anushree Fadnavis/REUTERSপ্রচণ্ড গরমের সময় বিদ্যুৎ সরবরাহেরও ভয়াবহ সংকট দেখা দিয়েছে অনেক জায়গায়৷ এরই মাঝে ভালসোয়া ল্যান্ডফিল সাইটে লেগেছে আগুন৷ সেই আগুনের ধোঁয়ায় আচ্ছন্ন দিল্লির একটি এলাকার বাড়িঘর৷
ছবি: Adnan Abidi/REUTERSদিল্লির মহাসড়কের পাশের দৃশ্য৷ এক পুকুরের জলে স্বস্তি খুঁজছে দামাল ছেলেরা৷
ছবি: Anushree Fadnavis/REUTERSএই তিনজন আসলে আহমেদাবাদের নির্মাণ শ্রমিক৷ গরমে টিকতে না পেরে কাজ বন্ধ করে হেলমেটে পানি ভরে তা দিয়ে গোসল শুরু করেছেন তারা৷
ছবি: Amit Dave/REUTERSদিল্লির এই ভদ্রলোক গরমে সাইকেল চালাতে পারছিলেন না, প্রায় সারা শরীর কাপড়ে ঢেকে অবশেষে কিছুটা স্বস্তি পেলেন৷
ছবি: Anushree Fadnavis/REUTERSদিল্লির এক শ্রমজীবী গরমে টিকতে না পেরে গাছের নীচে আশ্রয় নিয়েছেন৷ গত ২৭ এপ্রিলের ছবি৷
ছবি: Anushree Fadnavis/REUTERSআবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে৷ কিন্তু সেই বৃষ্টি হতে হতে আরো ছয়-সাত সপ্তাহ পার হয়ে যেতে পারে৷ তাই গরম থেকে বাঁচতে এয়ারকুলার কিনছেন অনেকে৷ ছবিতে এয়ারকুলার ই-রিকশায় তুলে খুশিমনে বাড়ি ফিরছেন দিল্লির এক নারী৷
ছবি: Anushree Fadnavis/REUTERSপথচারীদের তৃষ্ণা মিটিয়েও আয়-রোজগার করছেন কেউ কেউ৷ ছবির এই ব্যক্তিও তৃষ্ণার্তদের জন্য বোতলে পানি ভরছেন সেই আশায়৷
ছবি: Anushree Fadnavis/REUTERS রোববার দুপুরে দিল্লির তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছিল। হাওয়া অফিস জানিয়েছে, নজফগরে তাপমাত্রা রেকর্ড ৪৬ দশমিক তিন ডিগ্রিতে পৌঁছেছিল। তবে সামগ্রিকভাবে দিল্লির গড় তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ছিল।
সোমবার গরম আরো বেড়েছে। দুপুরে গড় তাপমাত্রা ৪২ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। একইসঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছুঁলে এবং তা টানা দুইদিন থাকলে তাকে তাপপ্রবাহ বলে। সোম এবং মঙ্গলবার সেই তাপপ্রবাহের আশঙ্কা আছে। একইসঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুরে ঘণ্টায় ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। গরম বাতাসে পরিস্থিতি আরো খারাপ হবে বলেই মনে করা হচ্ছে।
তবে আশার কথা, দিল্লির আকাশে পশ্চিমি ঝঞ্জার আভাস মিলেছে। ফলে বুধবার দুপুর থেকে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা কমবে বলে মনে করা হচ্ছে।
গরমের কারণে প্রতিবারের মতোই এবারও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে দিল্লি সরকার। জায়গায় জায়গায় ফুটপাতবাসীদের জন্য টেন্ট লাগানো হয়েছে।
এসজি/জিএইচ (পিটিআই)