1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরমে পশ্চিমের মানুষ নাজেহাল

৯ জুলাই ২০১৩

ফিটনেস পশ্চিমে প্রায় একটা জীবনধারা বলা চলে৷ বিশেষ করে গ্রীষ্মে সাইকেল চড়া, অথবা জগিং, কিংবা অন্য ধরনের দৌড়ঝাঁপ৷ তবে ঠিকমতো গরম পড়লে শুধু জিভই নয়, প্রাণ বের হওয়ার উপক্রম হয়৷ আবার দিন দশেকের মধ্যে তাতে অভ্যাসও হয়ে যায়৷

ছবি: Reuters

ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, অধিকাংশ সুস্থ মানুষজনের গরমে ‘এক্সারসাইজ' করায় অভ্যস্ত হতে দশ থেকে পনেরো দিন সময় লাগে৷ তবে তার শর্ত হলো, গরমের মধ্যেও এক্সারসাইজ চালিয়ে যেতে হবে৷ এ কথা বলেছেন অ্যামেরিকান কাউন্সিল অফ এক্সারসাইজ-এর চিফ সায়েন্স অফিসার ড. সেড্রিক ব্রায়ান্ট৷

ব্রায়ান্ট রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন, গরমে অভ্যস্ত মানুষজনের তাড়াতাড়ি ঘাম হয় আর সেই ঘামও বেশি পাতলা হয়৷ কাজেই ডিহাইড্রেশনের ভয় কম থাকে৷ গরমে অভ্যস্ত মানুষদের গরমে এক্সারসাইজ করলে শরীরে কম উত্তাপের সৃষ্টি হয়, ফলে শরীরের গড় তাপমাত্রা নীচের দিকে থাকে৷

গরমে সরগরম ব্রাজিলের কোপাকাবানা বিচছবি: Vanderlei Almeida/AFP/Getty Images

ব্রায়ান্ট বলেন, (পশ্চিমে) সুস্থ মানুষজনের ২৫ শতাংশ গরম সহ্য করতে পারেন না, যদি না তাঁরা তাতে অ্যাক্লিমেটাইজড বা অভ্যস্ত থাকেন৷ মজার কথা, একবার তাঁরা গরমে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে জনসংখ্যার মাত্র দুই শতাংশ ‘হিট ইনটলারেন্স' বা গরমে কষ্ট পাবার লক্ষণ দেখান৷ সেটাও খুব কম নয়: ২০১১ সালের একটি রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বছরে প্রায় ছ'হাজার মানুষ গরমে খেলাধুলা কিংবা অন্যরকমের সময় কাটানোর কাজকর্ম করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের জরুরি চিকিৎসা দিতে হয়৷

গরমে অসুস্থ হয়ে পড়ার প্রথম লক্ষণ হলো ঠিকমতো কথাবার্তা বলতে না পারা, বলেন ড. ব্রায়ান্ট৷ তাই ব্যায়াম করার সময়ে খেয়াল রাখা উচিত, এক্সারসাইজের তীব্রতা যেন কম থাকে৷ এটা হলো প্রথম দিকের কথা৷ পরে একবার গরমে অভ্যস্ত হয়ে গেলে ওয়ার্কআউটের তীব্রতা বাড়ানো যেতে পারে৷

গরমে অভ্যস্ত হবার নানা পন্থা আছে৷ কনেকটিকাটের এক ফিটনেস ট্রেনার জানিয়েছেন, তিনি নাকি মাসখানেক হঠযোগ করার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের হিট ওয়েভটা গায়েও মাখেনননি৷ ওদিকে টেনিস তারকা রজার ফেডারার দুবাইতে গিয়ে প্রচণ্ড গরমে টেনিস খেলে ইউএস ওপেনের প্রস্তুতি নেন৷ ম্যারাথন দৌড়বীররা বলেন, মালয়েশিয়ার মতো গরমে ম্যারাথন দৌড়াতে গেলে স্পিড কমিয়ে দেওয়াই ভালো৷ গরমে ম্যারাথন দৌড়ের মুশকিল নাকি এই যে, শরীরের রক্ত বুঝে উঠতে পারে না, সে পেশিতে গিয়ে দৌড়ানোর শক্তি যোগাবে, নাকি ত্বকে গিয়ে শরীর ঠান্ডা রাখার কাজ করবে৷

সবশেষে মনে রাখা দরকার, হিট অ্যাক্লিমাটাইজেশন বা গরমে অভ্যস্ত হয়ে যাবার প্রভাবটা খুব তাড়াতাড়ি উবেও যায়৷ দু'দিন গরম থেকে নিজেকে বাঁচিয়ে চললেই একদিনের গরম সহ্য করার অভ্যাস নষ্ট হয়৷ কাজেই দু-তিন সপ্তাহ কিছু না করলেই আবার গোড়া থেকে শুরু করতে হয়৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ