1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরম পড়লে মারামারি, অন্ধকারে চুরি

৩০ এপ্রিল ২০১১

অপরাধের উপরেও নাকি আবহাওয়ার প্রভাব থাকতে পারে৷ বেশি গরম পড়লে অনেকে হিংস্র হয়ে ওঠে, অন্ধকার হলে চুরি বেড়ে যায়৷ হামবুর্গের অপরাধ বিশেষজ্ঞরা নাকি এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পেয়েছেন৷

ছবি: AP

আবহাওয়া ও অপরাধের যোগসূত্র খোঁজার উদ্যোগ নতুন নয়৷ এমনকি মধ্যযুগ থেকে শুরু করে জার্মানি ও ফ্রান্সে আবহাওয়া অনুযায়ী অপরাধীদের শাস্তি দেওয়ার প্রস্তাবও শোনা গেছে৷ ইংল্যান্ডে নাকি পূব দিক থেকে বাতাস বইলে আত্মহত্যার ঘটনা বেড়ে যায় – এমন একটা ধারণাও চালু ছিল৷

ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই যোগসূত্রের বৈজ্ঞানিক প্রেক্ষাপট খোঁজার চেষ্টা শুরু হয়৷ বর্তমান যুগে জার্মানিতে পুলিশ নিয়মিত আবহাওয়া পূর্বাভাষের দিকে নজর রাখে৷ এমনকি অপরাধের তদন্তের ক্ষেত্রেও আবহাওয়া সংক্রান্ত তথ্য বিবেচনা করতে হয়৷ হামবুর্গ শহরের পুলিশ এবার আবহাওয়া ও অপরাধের তদন্ত সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে জানার চেষ্টা করছে, অপরাধীদের আচরণের উপর আবহাওয়া কতটা প্রভাব ফেলে৷ একদিকে গত ২০ বছর ধরে প্রতি দিন, প্রতি ঘণ্টার আবহাওয়ার রেকর্ড রয়েছে – সংখ্যার বিচারে যা প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ফাইল৷ অন্যদিকে রয়েছে পুলিশের মহাফেজখানায় রাখা প্রায় ১৭৫,০০০ নথিপত্র৷ এত তথ্য ঘেঁটে দেখা প্রায় অসম্ভব৷ তাই এই সংগ্রহ থেকে ২০ লক্ষের মতো তথ্য বেছে নিয়ে বিশ্লেষণ করা হছে৷

গরমে পানির মধ্যে লাফালাফিছবি: picture-alliance/ dpa

ফলাফল বেশ চমকে দেওয়ার মতো৷ যেমন আবহাওয়ার এমন কোনো অবস্থা নেই, যখন আদৌ কোনো অপরাধ ঘটে না৷ রোদ-বৃষ্টি, শীত-গ্রীষ্ম – অপরাধ য়ে কোনো অবস্থায় ঘটতে পারে৷ ডাকাতি, দোকানের মধ্যে চুরি, গাড়ি চুরি, লোক ঠকানো এবং মাদক সংক্রান্ত অপরাধ – এসবেরও কোনো নির্দিষ্ট সময় নেই৷ এছাড়া এমন কিছু অপরাধ আছে, যা সত্যিই আবহাওয়ার উপর নির্ভর করে থাকে৷ যেমন কাউকে শারীরিকভাবে আহত করা৷ গরম যত বাড়ে, হাতও চলে তত বেশি৷ পরিসংখ্যানের বিচারে দেখা যাচ্ছে, যে তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়লে হামলার ঘটনা দিনে ০.৭ শতাংশ বেড়ে যায়৷ আরও কিছু বিষয় ধরলে দেখা যাবে যে অগাস্ট মাসের গরম কোনো শনিবারে দিনে ৮২টি এমন ঘটনা ঘটে৷ অন্যদিকে মার্চ মাসের মেঘলা ও ঠাণ্ডা কোনো মঙ্গলবার হামলার ঘটনা কমে ৫১এ নেমে যেতে পারে৷ গরমের দিনে যৌন অপরাধও বেড়ে যায়৷ দিন যত ছোট হয়, ঘরবাড়িতে চুরির ঘটনাও বেড়ে যায়৷ কিন্তু ঠাণ্ডা বাড়লে আবার চুরি কমে যায়৷

শুধু জার্মানির হামবুর্গ নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের মেমফিস শহরের পুলিশ এমনকি আবহাওয়া সংক্রান্ত তথ্যের ভিত্তিতে অপরাধের পূর্বাভাষ দেয়৷ অতীতের তথ্যের ভিত্তিতে ‘কম্পিউটার সিমুলেশন' পদ্ধতির মাধ্যমে তারা এই কাজ করে৷ ২০০৫ সাল থেকে ‘ব্লু ক্রাশ' নামের এই সফটওয়্যার ব্যবহারের ফলে শহরে অপরাধের ঘটনা প্রায় ৩০ শতাংশ কমে গেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ