1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরম বাড়ায় স্ক্যান্ডিনেভিয়ায় পর্যটক বাড়ছে

১৩ নভেম্বর ২০২৪

ভূমধ্যসাগর পাড়ের দেশগুলোতে তাপমাত্রা দিন দিন বাড়তে থাকায় অনেক পর্যটক এখন নরওয়ে, সুইডেনের মতো দেশগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে৷

নরওয়ের ব্রিকসডালসব্রেন হিমবাহ
ভূমধ্যসাগরের দেশগুলোতে তাপমাত্রা দিনদিন বাড়তে থাকায় স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোতে পর্যটন বাড়ছেছবি: Wiktor Dabkowski/picture alliance

কিন্তু পর্যটকদের আগমন স্থানীয় জলবায়ুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে৷

নরওয়ের নিগটসব্রেন গ্লেসিয়ার ইউরোপের সবচেয়ে বড় হিমবাহ নেটওয়ার্কের অংশ৷ জায়গাটির একটি জাদুকরী আবেদন আছে৷

স্টাইনার ব্রুহাইম ৪০ বছর ধরে পর্যটকদের ঐ হিমবাহ সফরে নিয়ে যাচ্ছেন৷ গত তিন-চার বছর থেকে পর্যটকের সংখ্যা বাড়ছে৷ তিনি বলেন, ‘‘আমরা তাদের জলবায়ু পর্যটক বলি, কারণ, তারা দক্ষিণ ইউরোপের উচ্চ তাপমাত্রা এড়াতে এখানে এসেছেন৷ এখানকার তাপমাত্রা হয়ত মাত্র ১৫ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে বৃষ্টিও আছে৷ তারপরও তারা এখানে এসেছেন৷''

হানেকে বেখটহ্যুম ও কারিন স্মিট জলবায়ু পর্যটক৷ এই দুই ডাচ বন্ধু তাদের সন্তানদের নিয়ে ডেনমার্ক ও নরওয়ে ঘুরছেন৷ দক্ষিণ ইউরোপ কি তাদের জন্য খুব গরম?

হানেকে বেখটহ্যুম বলেন, ‘‘হ্যাঁ, কিছু মানুষের জন্য তা-ই৷ আমার মনে হয় বেশিরভাগ মানুষ রোদের দেশে যায়৷ তবে আমাদের জন্য স্পেন ও ইটালি এখন খুব গরম৷ সেসব জায়গা দিন দিন আরও উষ্ণ হয়ে উঠছে৷ খুব গরম পরিবেশ আমার ভালো লাগে না৷''

জলবায়ু পর্যটনের চাপে বিপর্যয়

04:08

This browser does not support the video element.

নিগটসব্রেন হিমবাহ এলাকাও দিন দিন গরম হয়ে উঠছে৷ মাত্র ৫০ বছর আগেও হিমবাহটা একেবারে কাছে অবস্থিত লেক ঘেঁষে ছিল৷

কিন্তু এখন বরফ গলছে৷ শুধু ২০১৮ সালেই হিমবাহের আকার প্রায় ১০০ মিটার কমে গেছে৷

জলবায়ু পরিবর্তনের কারণে কি স্ক্যান্ডিনেভিয়ার পর্যটন লাভবান হচ্ছে? ইইউর এক জরিপ তেমনটাই বলছে৷ তাপমাত্রা বাড়ায় আরও বেশি পর্যটক ইউরোপের শীতল এলাকায় যেতে চান৷

ইতিমধ্যে এই বিষয়টির বাজারজাত শুরু করেছে সুইডেন৷ তারা গরমে অতিষ্ট পর্যটকদের ‘কুলকেশন' এর প্রতি আগ্রহী করে তুলছে৷

ভিজিট সুইডেন কর্মকর্তা সুজান অ্যান্ডারসন বলেন, ‘‘‘কুলকেশন' সম্পর্কে তথ্য দেওয়া শুরুর পর আমরা পর্যটকদের আগ্রহ বাড়া টের পাচ্ছি৷ কেউ যদি শীতল এলাকায় ঘুরতে আগ্রহী হয়, তাহলে সুইডেনে এলে কী কী করা যেতে পারে, তা আমরা ওয়েবসাইটে তুলে ধরেছি৷ আমরা এখন বিশ্বের সবচেয়ে বেশি খোঁজা ‘কুলকেশন' স্পটগুলোর একটি৷ আসলে সুইডেন এক নম্বরে আছে৷''

ক্রিস্টোফার সেল/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ