1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরম হচ্ছে পৃথিবী

১০ মার্চ ২০১৩

পৃথিবী আসলে কখনো এত গরম ছিল না৷ মানবজাতির ইতিহাসে কখনো এমন উত্তাপ দেখা যায় নি৷ অনেক হিসেব-নিকেশ করে সম্প্রতি গবেষকরা এই সিদ্ধান্তে এসেছেন৷

ছবি: picture-alliance/dpa

বেশ বড় আকারে এই গবেষণা চালানো হয়েছে৷ এর জন্য প্রথমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৭৩টি জায়গা থেকে জীবাশ্ম সহ কিছু বস্তু সংগ্রহ করা হয়েছিল৷ তারপর সেই সব তথ্য বিশ্লেষণ করে পৃথিবীর তাপমাত্রার একটা ইতিহাস রচনা করেছেন বিজ্ঞানীরা৷ মোটামুটি ১১,০০০ বছর আগে শেষবার ‘আইস এজ' আসার পর থেকে আজ পর্যন্ত জলবায়ুর বিবর্তনের দিকে বেশি নজর দেওয়া হয়েছে৷

এই গবেষণার ফল বেশ চমকপ্রদ৷ তাতে দেখা যাচ্ছে, গত ৮০ বছরে পৃথিবীর উত্তাপ অবিশ্বাস্য গতিতে বেড়ে গেছে, যেমনটা তার আগের ১১,৩০০ বছরে দেখা যায় নি৷ আগামী কয়েক দশকে এই প্রবণতা আরও দ্রুত হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন তাঁরা৷ গ্রিনহাউস গ্যাস নির্গমন সম্পর্কে যত মতভেদই থাকুক না কেন, প্রতিটি মডেলেই এই বাস্তব চিত্র ফুটে উঠছে৷

এতদিন ধারণা করা হতো, শুধু গত ২,০০০ বছর ধরেই তাপমাত্রা বেড়ে চলেছে৷ এবার ১১,০০০-এরও বেশি বছরের বিবর্তন বিশ্লেষণ করে আরও বড় একটা চিত্র পাওয়া গেল৷ আরও জানা গেছে, গত ৫,০০০ বছরের হিসেব অনুযায়ী তাপমাত্রা একদিকে ০.৮ শতাংশ কমেছে বটে, কিন্তু গত ১০০ বছর ধরে তা আবার হু হু করে বেড়ে চলেছে৷

এই প্রবণতা সত্যি হলে চলতি শতাব্দীর শেষে তাপমাত্রা ১.১ থেকে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে৷ কার্বন নির্গমনের মাত্রার উপর এর তীব্রতা নির্ভর করছে৷ তবে এই প্রবণতার পেছনে শুধু মানবজাতির কার্যকলাপ কাজ করছে না, পৃথিবী ও সূর্যের মধ্যে সম্পর্কের কিছু বিষয়ও এর অন্যতম কারণ৷

এসবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ