1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরুর কারণে নতুন আইন অস্ট্রিয়ায়

১২ মার্চ ২০১৯

২০১৪ সালে অস্ট্রিয়ায় একটি গরুর পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যান এক জার্মান নারী৷ মৃত নারীর পোষা কুকুরকে ভয় পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠে গরুটি৷ এমন ঘটনা রুখতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে৷

Korsika Tourismus Kühe Strand
ছবি: Getty Images/P.Pochard-Casabianca

সোমবার এক বিবৃতিতে অস্ট্রিয়ার সরকারের পক্ষে জানানো হয় যে, এখন থেকে পর্যটকদের মানতে হবে বিশেষ ‘কোড অফ কনডাক্ট'৷ অস্ট্রিয়ার টিরোল অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হওয়ায় সেখানে প্রায়ই আসেন হাজার হাজার পর্যটক৷ সেখানে খামার ও পশুপাখি অন্যতম আকর্ষণ৷

কিন্তু নতুন আইন বলছে, নিজেদের পোষা পশুদের নিয়ে বেড়াতে গেলে মানতে হবে বিশেষ কিছু নিয়ম৷

আগের মতো, খামারে বেড়ানোর সময় পোষ্যদের লাগাম পরিয়ে রাখা যাবে না৷ এর পাশাপাশি, খামারের মালিকদের বলা হয়েছে শক্ত বেড়া লাগানোর ব্যবস্থা করতে৷

উল্লেখ্য, ২০১৪ সালের ঘটনা যে ব্যক্তির খামারে ঘটে, তাঁকে বিশাল অংকের জরিমানা দিতে হয়েছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, খামারের গরুদের আটকে রাখতে যথেষ্ট উদ্যোগ নেননি তিনি৷

প্রাকৃতিক দুর্ঘটনা?

অস্ট্রিয়ার পর্যটনমন্ত্রী এলিজাবেথ ক্যোস্টিঙ্গার বলেন, ‘‘আমরা খামারগুলিকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রাখতে চাইনা৷ তাই আমরা নতুন আইনের মাধ্যমে পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছি৷''

প্রাকৃতিক নিয়ম মেনেই গরুরা অন্য কোনো প্রাণী থেকে নিজেদের বাছুরকে বাঁচাতে মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে পড়ে৷ এমনই ঘটনার শিকার হন ৪৫ বছরের সেই জার্মান নারী৷

দুর্ঘটনা ঘটার সময় তিনি তাঁর কোমরের সাথে কুকুরের লাগাম বেঁধে রেখেছিলেন৷ ফলে, গরুটি যখন কুকুরকে ধাওয়া করে, তখন গরুর পায়ের তলায় চাপা পড়ে যান তিনি৷

এসএস/জেডএইচ (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ