২০১৪ সালে অস্ট্রিয়ায় একটি গরুর পায়ের তলায় পিষ্ট হয়ে মারা যান এক জার্মান নারী৷ মৃত নারীর পোষা কুকুরকে ভয় পেয়েই ক্ষিপ্ত হয়ে ওঠে গরুটি৷ এমন ঘটনা রুখতে নতুন আইন প্রণয়ন করা হয়েছে৷
বিজ্ঞাপন
সোমবার এক বিবৃতিতে অস্ট্রিয়ার সরকারের পক্ষে জানানো হয় যে, এখন থেকে পর্যটকদের মানতে হবে বিশেষ ‘কোড অফ কনডাক্ট'৷ অস্ট্রিয়ার টিরোল অঞ্চল তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হওয়ায় সেখানে প্রায়ই আসেন হাজার হাজার পর্যটক৷ সেখানে খামার ও পশুপাখি অন্যতম আকর্ষণ৷
কিন্তু নতুন আইন বলছে, নিজেদের পোষা পশুদের নিয়ে বেড়াতে গেলে মানতে হবে বিশেষ কিছু নিয়ম৷
আগের মতো, খামারে বেড়ানোর সময় পোষ্যদের লাগাম পরিয়ে রাখা যাবে না৷ এর পাশাপাশি, খামারের মালিকদের বলা হয়েছে শক্ত বেড়া লাগানোর ব্যবস্থা করতে৷
উল্লেখ্য, ২০১৪ সালের ঘটনা যে ব্যক্তির খামারে ঘটে, তাঁকে বিশাল অংকের জরিমানা দিতে হয়েছে৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, খামারের গরুদের আটকে রাখতে যথেষ্ট উদ্যোগ নেননি তিনি৷
প্রাকৃতিক দুর্ঘটনা?
অস্ট্রিয়ার পর্যটনমন্ত্রী এলিজাবেথ ক্যোস্টিঙ্গার বলেন, ‘‘আমরা খামারগুলিকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রাখতে চাইনা৷ তাই আমরা নতুন আইনের মাধ্যমে পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়াতে চাইছি৷''
সমুদ্রতটে গরুর পাল – এক অবিশ্বাস্য ছবি!
মস্কোতে আতঙ্কজনক মুখোশ পরা সকার ফ্যান থেকে করসিকা সমুদ্রতটে গরুর বিচরণ অবধি এসব ছবি গতসপ্তাহে সম্ভবত আপনার চোখে পড়েনি৷ ব্যতিক্রমী ছবিগুলো দেখে নিন৷
ছবি: Getty Images/P.Pochard-Casabianca
সিডনিতে ধোঁয়া আচার
সিডনিতে জাতীয় রাগবি লিগের এক ম্যাচের আগে এভাবে ধোঁয়া দিয়ে ধর্মীয় আচার পালন করেন এক আদিবাসী৷
ছবি: Getty Images/M. Kolbe
মস্কোয় স্পারটেক ভক্ত
খেলাধুলার আরেক ইভেন্টে রাশিয়ার সকার ক্লাব এফসি স্পারটাক মস্কোর এক ভক্তকে এভাবে মুখোশ পরে জয় উদযাপন করতে দেখা যাচ্ছে৷ রাশিয়ান প্রিমিয়ার লিগের সেই ম্যাচে তারেক গ্রজনিকে ৩-০ গোলে হারায় তাঁর দল৷
ছবি: picture alliance/AA/S. Karacan
ইউক্রেনের অর্থোডক্স নানরা
চার্চের উপরে স্থানীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ বাড়ানোর এক প্রস্তাবিত আইনের প্রতিবাদ জানাতে এভাবেই কিয়েভের সংসদের সামনে হাজির হন অর্থোডক্স নানরা৷
ছবি: Reuters/G. Garanich
করসিকা সমুদ্রতটে গরুর পাল
ফরাসি ভূমধ্যসাগরীয় দ্বীপ করসিকায় এভাবে গরুর কবলে পড়েন এক নারী৷ প্রতি বছরই নাকি সেখানে সমুদ্রতটে এভাবে গরুর পালকে হাজির হতে দেখা যায়৷
ছবি: Getty Images/P.Pochard-Casabianca
চীনের ক্লান্ত সঙ্গীতজ্ঞরা
বেইজিংয়ের গ্রেট হলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মওরিসিও মাক্রিকে স্বাগত জানানোর অনুষ্ঠানের আগে চীনের সামরিক ব্যান্ডের সদস্যদের বিশ্রাম নিতে দেখা যাচ্ছে৷ চীনের সিল্ক রোড প্রকল্প সম্পর্কিত সম্মেলনে অংশ নিতে সেদেশে গিয়েছিলেন মাক্রি৷
ছবি: Reuters/D. Sagolj
ক্যানাডায় ‘নমস্তে’
কানাডার অটোয়াতে পার্লামেন্ট হলের সামনের লনে কয়েক শত মানুষ এভাবে ফ্রি যোগব্যায়াম ক্লাসে অংশ নেন৷
ছবি: Reuters/C. Wattie
লন্ডন আই-এর মধ্যে বসবাস
লন্ডনের বিখ্যাত চরকা ‘লন্ডন আই-’এর একটি ক্যাপসুলকে এভাবে রেইন ফরেস্ট থেকে অনুপ্রাণিত রুফটপ গার্ডেনের মতো করে সাজানো হয়েছে৷ ইংরেজিতে #স্কাইহাইস্টে প্রচারণার অংশ হিসেবে এটা করা হয়েছে৷
ছবি: picture-alliance/empics/D. Parry
7 ছবি1 | 7
প্রাকৃতিক নিয়ম মেনেই গরুরা অন্য কোনো প্রাণী থেকে নিজেদের বাছুরকে বাঁচাতে মাঝে মাঝে আক্রমণাত্মক হয়ে পড়ে৷ এমনই ঘটনার শিকার হন ৪৫ বছরের সেই জার্মান নারী৷
দুর্ঘটনা ঘটার সময় তিনি তাঁর কোমরের সাথে কুকুরের লাগাম বেঁধে রেখেছিলেন৷ ফলে, গরুটি যখন কুকুরকে ধাওয়া করে, তখন গরুর পায়ের তলায় চাপা পড়ে যান তিনি৷