1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুক্তি পাবে অমর্ত্যকে নিয়ে তৈরি ছবি

৯ জানুয়ারি ২০১৮

সেন্সর বোর্ডের সঙ্গে অসম যুদ্ধে খানিকটা হলেও জয় পেল নোবেলজয়ী অমর্ত্য সেন-কে নিয়ে তৈরি ছবি ‘আর্গুমেনটেটিভ ইন্ডিয়ান'৷ জানিয়েছেন ছবির নির্মাতা সুমন ঘোষ৷

Amartya Kumar Sen
ছবি: picture-alliance/AP Photo/G. Ertl

যুদ্ধ চলছিল অনেক দিন ধরেই৷ আপাতত সেই যুদ্ধে খানিকটা হলেও জয় পেলেন নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন৷ মোদী সরকার স্বভাবতই ব্যাকফুটে৷ সবশেষ খবর, ইন্ডিয়ান সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন মাত্র একটি শব্দ বাদ দিয়েই অমর্ত্য সেনের ওপর তৈরি তথ্যচিত্র ‘আর্গুমেনটেটিভ ইন্ডিয়ান'কে ছাড়পত্র দিতে রাজী হয়েছে৷

অমর্ত্য সেনের ছাত্র, তথা পরিচালক সুমন ঘোষ দীর্ঘদিন ধরে ছবিটি তৈরি করেছেন৷ অমর্ত্য সেনের বিভিন্ন সময়ের ছবি সেখানে ধরা আছে৷ রয়েছে দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ের ওপর বিবিধ আলোচনা৷ আশ্চর্য হলেও সত্যি, ছবিটি দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফিল্ম সার্টিফিকেশন বোর্ড৷ বলা হয়েছিল, ‘গরু', ‘গুজরাট', ‘হিন্দু', ‘হিন্দুত্ব',  এমনকি ‘ভারত' শব্দও যেখানে যেখানে ব্যবহৃত হয়েছে, সেখানে ‘বিপ' দিতে হবে, অর্থাৎ ওই শব্দগুলো শোনানো যাবে না৷ শুনে অবাক হয়েছিলেন আপামর দেশবাসী এবং অমর্ত্য ভক্তেরা৷ বিষয়টি নিয়ে বেশ আলোড়নও সৃষ্টি হয়েছিল৷ পরিচালক সুমন ঘোষ জানিয়েছিলেন, ওই শব্দগুলিকে বাদ দিয়ে কোনওভাবেই তিনি ছবিটির স্ক্রিনিং করবেন না৷

দীর্ঘ টালবাহানার পর সেই সমস্যার ইতি হয়েছে বলেই খবর৷ ফিল্ম বোর্ডের বর্তমান চেয়ারপার্সনের সঙ্গে সম্প্রতি সুমন ঘোষের একটি বৈঠক হয়৷ সুমন জানিয়েছেন, বোর্ড অধিকর্তা আগের বক্তব্য থেকে সরে এসেছেন৷ যদিও বোর্ড সূত্রে খবর, অন্য শব্দগুলির ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিলেও বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসুর সাক্ষাৎকারে ব্যবহৃত ‘গুজরাত' শব্দটিতে ‘বিপ' বসানোর আর্জি জানানো হয়েছে৷ সুমন অবশ্য জানিয়েছেন, এ বিষয়ে তাঁর কাছে কোনও নোটিস আসেনি৷

নরেন্দ্র মোদীর বিজেপি'র সঙ্গে অমর্ত্য সেনের দ্বৈরথ নতুন নয়৷ বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই হিন্দুত্ববাদী রাজনীতির প্রবল সমালোচক অমর্ত্য৷ প্রকাশ্যে এবং  বার বার মোদীবিরোধী অবস্থান স্পষ্ট করেছেন তিনি৷ বস্তুত, বিজেপি ক্ষমতায় আসার পর ‘নালন্দা বিশ্ববিদ্যালয়'-র চ্যান্সেলর পদ থেকেও ইস্তফা দেন৷ তবে বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডিতে তিনি ছিলেন৷ কিন্তু পরবর্তীকালে সেই পদ থেকেও সরে যেতে বাধ্য হন৷

নরেন্দ্র মোদী এবং তাঁর পারিষদেরাও ছেড়ে কথা বলেননি৷ বিভিন্ন সময়, বিভিন্ন সভায় সরাসরি অমর্ত্যকে টার্গেট করা হয়েছে৷ বলা হয়েছে, তিনি দেশে থাকেন না আর তাই নাকি তাঁর মুখে ভারত সম্পর্কে বড় বড় কথা মানায় না৷ এমনও বলা হয়েছে, ভারতীয় অর্থনীতি বিজেপি তাঁর চেয়ে ভালো বোঝে৷ বিতর্ক ক্লাইম্যাক্সে পৌঁছায় মোদী নোটবন্দি বা পুরনো নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর৷ অমর্ত্য বলেছিলেন, এর ফলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে৷ সে সময় বিজেপি এবং দক্ষিণপন্থি অর্থনীতিবিদেরা অমর্ত্যের সমালোচনা করলেও পরবর্তীকালে দেখা যায়, অমর্ত্যের কথাগুলি একে একে মিলে যাচ্ছে৷

সেই সময়েই সুমন ঘোষ অমর্ত্যের ওপর ছবিটি শেষ করেন এবং স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেন৷ অভিযোগ, অমর্ত্যের ওপর আক্রোশের কারণেই সে সময় বিজেপি'র হস্তক্ষেপে ছবিটি বন্ধ করার পরিকল্পনা করে ফিল্ম বোর্ড৷ তবে সেই চেষ্টা বানচাল করে কলকাতার একটি প্রেক্ষাগৃহে ছবিটি দেখানো হয়েছিল৷

এসজি/এসিবি (ইন্ডিয়ান এক্সপ্রেস, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ