1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিহার নির্বাচনে বিজেপির ভরাডুবি

৯ নভেম্বর ২০১৫

ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির কারণে ঘরে-বাইরে প্রবল চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি দল৷ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নের বাইরেও দেশের আদর্শগত ভবিষ্যতের বিষয়টিও বার বার উঠে আসছে৷

বিহারে নির্বাচনী প্রচারে মোদী
ছবি: Getty Images/AFP/M. Sharma

@dwnews - India tolerance row

03:33

This browser does not support the video element.

নির্বাচন মাত্রই হারজিতের প্রশ্ন৷ কিন্তু ভারতের ক্ষমতাসীন বিজেপি দল ও তাকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ‘সংঘ পরিবার' সম্প্রতি অসহিষ্ণুতা, সাম্প্রদায়িক বিভাজনের মতো বিষয়কে বার বার হাতিয়ার করেছে, তা দলীয় রাজনীতির সংঘর্ষের সীমারেখা লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠছে৷ ফলে অনেকে বিহারে বিজেপির পরাজয়কে সেই বিভাজনের রাজনীতির পরাজয় হিসেবে দেখছেন৷ প্রজ্ঞা শ্রীবাস্তব কলকাতার ‘দ্য টেলিগ্রাফ' দৈনিকের একটি শ্লেষাত্মক বিশ্লেষণ শেয়ার করেছেন৷

ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম মনে করেন, মোদীর সামনে দুটি পথ খোলা রয়েছে৷ তিনি আবার পুরো সময়ের প্রধানমন্ত্রী হতে পারেন এবং পুরো সময় তাঁর উন্নয়নের অ্যাজেন্ডার প্রতি মনোযোগ দিতে পারেন৷

বিশাল মেহরা মনে করেন, বিহার নির্বাচনের ফল দেখিয়ে দিচ্ছে যে গরুর মাংস নিষিদ্ধ করার মতো ফালতু বিষয় তাদের মোটেই সাহায্য করে না৷ তাই উন্নয়নের প্রতি মনোযোগ দেওয়া উচিত৷

জনৈক ইমরান খান লিখেছেন, একটি বিষয়ের প্রমাণ হয়ে গেছে৷ গরু শুধু দুধ দেয় – ভোট দেয় না৷

বিজেপির একের পর এক পরাজয়ের প্রেক্ষিতে দলের ‘সুদিন আসছে' স্লোগানকে কটাক্ষ করে মহেশ মূর্তি টুইট করেছেন৷

বিহারে বিজেপির পরাজয় ঘটলে পাকিস্তানে উল্লাস দেখা যাবে ও আতসবাজি পোড়ানো হবে বলে হুঁশিয়ার করে দিয়েছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ ফলাফল জানার পর দুই দেশেই এ বিষয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ