1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বলডন

২৬ জুন ২০১২

এই মুহূর্তে রাফায়েল নাদাল বেশ ফর্মে রয়েছেন৷ পরপর সাতবার ফ্রেঞ্চ ওপেন জিতে রেকর্ড সৃষ্টি করেছেন৷ প্রথম দিনের খেলায় জকোভিচ কার্লোস ফেরেরোকে হারিয়ে লুকিয়ে একটু চিবিয়ে নিলেন ঘাস৷

ছবি: Reuters

গত বছর উইম্বলডনে রাফায়েল নাদালকে হারিয়েছিলেন জকোভিচ৷ এরপরই তিনি বিশ্ব ব়্যাংকিং-এ শীর্ষে পৌঁছান টেনিসে৷ সেই স্থানটি তিনি এখনো ধরে রেখেছেন৷ বলা প্রয়োজন, উইম্বলডনের মাঠ হচ্ছে গ্রাস কোর্ট আর ফ্রেঞ্চ ওপেনে খেলা হয় ক্লে কোর্টে৷ গত বছর জকোভিচ যখন বিজয়ী হিসেবে খেলা শেষ করেন তখন মাঠ থেকে একটু ঘাস ছিড়ে নিয়ে মুখে পুড়েছিলেন৷ আর কিছু ধরে চিবোতে থাকেন৷ একই কাজ করলেন সোমবার৷ স্প্যানিয়ার্ড কার্লোস ফেরেরাকে ৬-৩, ৬-৩, ৬-১ সেটে পরাজিত করার পর নিচু হয়ে বসে একটু ঘাস ছিড়ে নিয়ে সঙ্গে সঙ্গেই তা মুখে পুড়েন এবং চিবোতে থাকেন৷ মনে হচ্ছে স্প্যানিয়ার্ডদের হারানোর পর এটা হচ্ছে নোভাক জকোভিচের ‘রিচুয়াল' বা ‘আচার'৷

তবে প্রথম দিকে কিছুটা সমস্যা হচ্ছিল জকোভিচের ঘাসের কোর্টে খেলতে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ঘাসের ওপর কেউ হেঁটে পর্যন্ত যায়নি৷ ঘাসগুলো ছিল নরম এবং মসৃন৷ অন্যরকম এক অনুভূতি৷ এখানে খেলতেই অন্যরকম লাগে৷''

আর রাফায়েল নাদাল? যদি তিনি এবারের উইম্বলডন জেতেন তাহলে তা হবে তার তৃতীয় উইম্বলডন৷ মঙ্গলবার তিনি খেলছেন ব্রাজিলের থোমাজ বেলুচির সঙ্গে৷ গত মাসে তিনি ফ্রেঞ্চ ওপেনে নোভাক জকোভিচকে হারিয়েছেন৷ এবারও কি উইম্বলডনে তিনি মুখোমুখি হবেন জকোভিচের? সেই চিন্তা তিনি একেবারেই করতে চাননা৷ তিনি নিশ্চিন্ত মনে খেলে যেতে চান৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে উইম্বলডন জেতা বা তা নিয়ে চিন্তা ভাবনা করা হবে এক ধরণের পাগলামি এবং দম্ভিকের মত কাজ৷ গত কয়েক মাসে আমি যেভাবে খেলছি সবকিছু যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমি খুব খুশি৷ এই সিজনের শুরুটা আমার জন্য বেশ ইতিবাচক ছিল আমি তা ধরে রাখতে চাই৷''

এমজে / ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ