বাংলাদেশ সীমান্তে বেআইনিভাবে গরু পাচারের সঙ্গে যে একাধিক বিএসএফ ও কাস্টমস কর্মী জড়িত তা এফআইআর করে আগেই জানিয়েছিল সিবিআই। এ বার তারা বিএসএফের চার কর্তাকে জেরা করবে। চারজনকেই তলব করা হয়েছে। তাঁদের কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই অফিসে আসতে বলা হয়েছে। বিএসএফ কর্তাদের মধ্যে আছেন একজন ডিআইজি পদমর্যাদার অফিসার এবং দুই জন কম্যান্ডান্ট।
এর আগে বিএসএফ কম্যান্ডান্ট সতীশ কুমারকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাঁকে জেরা করে গরু পাচার চক্রের সঙ্গে জড়িত আরো অফিসার ও কর্মীর নাম পাওয়া যায়। সেই সূত্র ধরেই এই চারজনকে জেরা করবে সিবিআই। তাঁদের কাছ থেকে আরো তথ্য জানতে চাইবে তাঁরা। কীভাবে গরু পাচার হতো, কীভাবে কাস্টমস ও বিএসএফ কর্মীরা তার সঙ্গে জড়িত ছিল, তার কিছুটা বিবরণ এফআইআরে দিয়েছে সিবিআই। এ বার সিবিআই অফিসাররা বিষয়টির আরো গভীরে যেতে চাইছেন। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তার খোঁজ চলছে। পুরো চক্রের হদিশ পেতে চাইছে সিবিআই।
গরু পাচার চক্রের মূল পান্ডা এনামুল হক এখন জেল হেফাজতে। সিবিআই আগেই তাঁকে গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিন পান। তাঁকে জেরার জন্য ডেকেছিল সিবিআই। কিন্তু করোনাকে ঢাল করে এনামুল আসেননি। পরে আসানসোলের সিবিআই আদালতে এনামুল আত্মসমর্পণ করেন।
গত কয়েক বছরে ভারতে গরু নিয়ে কয়েকটি উল্লেখযোগ্য উক্তি, দেখুন ছবিঘরে...
ছবি: APউত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত জুলাই মাসের একটি জনসভায় গরু নিয়ে করেন বিস্ফোরক মন্তব্য৷ তিনি বলেন, ‘‘বৈজ্ঞানিক গবেষণা থেকে জানা গেছে যে গরুই একমাত্র প্রাণী যে একাধারে অক্সিজেন নিশ্বাসের সাথে বাতাস থেকে গ্রহণ করে ও শ্বাস ছাড়ার সাথে তা পরিত্যাগও করে৷ এই কারণেই গরুকে আমরা মায়ের সম্মান দিই৷’’ একই সভায় তিনি বলেন যে ভারতের গির অঞ্চলের গরুর দুধে নাকি রয়েছে সোনা!
ছবি: APভোপাল কেন্দ্র থেকে লোকসভায় গেছেন ভারতীয় জনতা পার্টির সাংসদ সাধ্বী প্রজ্ঞা৷ নির্বাচনের আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেন যে গোমূত্র পান করে নাকি ক্যান্সারমুক্ত হয়েছেন তিনি৷ পরে যদিও ড. এস এস রাজপুত, যিনি প্রজ্ঞার একটি অস্ত্রোপচারের দায়িত্বে ছিলেন, জানান যে প্রজ্ঞার ক্যান্সার রয়েছে এমন কোনো তথ্যউপাত্ত তাঁর মেডিকাল রিপোর্টে পাওয়া যায়নি৷
ছবি: Imago Imaged/Hindustan Timesএকই সাক্ষাৎকারে প্রজ্ঞা গরু নিয়ে একটি মন্তব্যেই থামেননি৷ গরুর গায়ের চামড়ায় হাত বোলালে নিয়ন্ত্রণ করা যায় রক্তচাপ, বলে তাঁর বিশ্বাস৷ তিনি বলেন, ‘‘গরুর পিঠ থেকে ঘাড়ের দিকে হাত বোলালে যিনি হাত বোলাচ্ছেন, তার রক্তচাপ কমে আসবে৷ এই চিকিৎসা অমৃতের সমান৷’’
ছবি: IANSসম্প্রতি আসামের শিলচরের বিধায়ক ভারতীয় জনতা পার্টির রাজনীতিক দিলীপ পাল বলেন, ‘‘ঠিক ভগবান শ্রীকৃষ্ণের ঢঙে একটি গরুর সামনে বাঁশি বাজালে গরুর দুধ উৎপাদন ক্ষমতা উন্নত হয়৷’’
ছবি: DW/S.Mishraভারতে বর্তমান রাজনীতি ও অর্থনীতিতে গোমূত্রের বিশাল গুরুত্ব৷ বাবা রামদেবের ‘পতঞ্জলি’ সংস্থা গত কয়েক বছরে গোমূত্র ও গোমূত্রজনিত নানা পণ্য থেকে বিরাট ব্যবসা করেছে৷ রাজীব দিক্ষিত নামে এক ইউটিউব ব্যক্তিত্ব রামদেবের গোমূত্রপণ্যের ব্যবহারের পক্ষে যুক্তি রাখতে গিয়ে বলেন যে সিজারিয়ান অস্ত্রোপচার, আলসার, দৃষ্টিহীনতা, অতিরিক্ত মেদ, গ্লুকোমাসহ একাধিক শারীরিক অসুবিধার সমাধান নিয়মিত গোমূত্র পান৷
ছবি: Getty Images/AFP/S. Hussainভারতই বিশ্বের একমাত্র দেশ যেখানে রয়েছে গরুর পৃথক মন্ত্রণালয়৷ ২০১৪ সালে সরকার গঠন করে ভারতীয় জনতা পার্টি৷ ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থানেও ক্ষমতায় তারাই৷ সেই রাজ্যেই গঠিত হয় প্রথম ‘গরু সংরক্ষণ মন্ত্রণালয়’৷ পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রণালয় ‘আয়ুষ’ (আয়ুর্বেদ, যোগ, ন্যাচারোপ্যাথি, ইউনানি, হোমিওপ্যাথি ও সিদ্ধ চিকিৎসা গবেষণার মন্ত্রণালয়) সম্প্রতি ৫৮০ কোটি রুপি ব্যয় করেছে গোশালা নির্মাণখাতে৷
ছবি: DW/S.Mishra সিবিআই এর এফআইআরে বলা হয়েছে, বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডান্ট ছিলেন সতীশ কুমার। ২০১৫ থেকে ১৭ তিনি মালদহে ছিলেন। তাঁর অধীনে বিএসএফের দুই কোম্পানি মালদহে এবং দুই কোম্পানি মুর্শিদাবাদে মোতায়েন ছিল। তারা ২০ হাজার গরু ধরেছিল। কিন্তু সতীশ কুমার ও অন্য বিএসএফ ও কাস্টমস অফিসারদের সঙ্গে এনামুল হক, আনারুস শেখ, গুলাম মুস্তাফার মতো গরু পাচারকারীদের যোগসাজশ ছিল। তাঁরা সিজার লিস্টে গরুগুলিকে দুর্বল ও বাছুর বলে দেখাত। তারপর কম দামে নিলাম করত। ওই গরুপাচারকারীরা সেই গরু কিনে নিত। তারপর সেই গরু চলে যেত বাংলাদেশে। এনামূল হক বিএসএফকে গরুপিছু পাঁচ হাজার টাকা ও কাস্টমসকে ৫০০ টাকা দিত। ফলে এ ভাবে বিএসএফ ও কাস্টমসের গরু পাচারের সঙ্গে জড়িতরা কোটি কোটি টাকা কামিয়েছেন।
জিএইচ/এসজি(সিবিআই এফআইআর, আনন্দবাজার)