মেগান তাঁর গর্ভপাতের কথা জানান এক প্রতিবেদনে৷ সন্তান হারানোর কষ্টে যারা ভুগছেন তাদের সঙ্গে একাত্ম হতেই তিনি তাঁর নিজের বেদনার কথা প্রকাশ করলেন৷
বিজ্ঞাপন
বুধবার ডাচেস অফ সাসেক্স মেগান নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় এক প্রতিবেদনে তাঁর দ্বিতীয় সন্তান গর্ভপাতের বেদনা বর্ণনা করেন৷ তিনি বলেন, ‘‘আমি আমার দ্বিতীয় সন্তানকে হারিয়ে, ১৮ মাস বয়সি প্রথম সন্তান আর্চির হাত শক্ত করে ধরে রেখেছি৷’’
সন্তান হারানোর বেদনায় যারা ভুগছেন তাদের সাহায্য করতেই ৩৯ বছর বয়সি মেগান তাঁর নিজের কষ্ট আর যন্ত্রণা ভাগাভাগি করতেই এই প্রতিবেদন প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ‘‘শিশু হারানোর অসহনীয় কষ্ট আর বেদনা অনেকেরই আছে তবে খুব কম মানুষই সে বেদনার কথা বলেন৷’’
একদিন আর্চির ডাইপার বদলানোর পরে হঠাৎ করেই তীব্র ব্যথা অনুভব করেন মেগান এবং বাচ্চা কোলে থাকা অবস্থায়ই তিনি মেঝেতে পড়ে যান৷ তখনই তিনি গর্ভপাতের ব্যাপারটি বুঝতে পারেন৷
পরে হাসপাতালের বিছানায় শুয়ে প্রিন্স হ্যারির হাত ধরে ভাবছিলেন, সন্তান হারানোর এ বেদনা থেকে তারা কি করে বেরিয়ে আসবেন৷ এভাবেই ডাচেস অফ সাসেক্স মেগান তাঁর গর্ভপাতের বর্ণনা দেন৷
অ্যামেরিকান অভিনেত্রী এবং স্যুটস সিরিজের তারকা মার্কল, ২০১৮ সালের মে মাসে দ্বিতীয় রানী এলিজাবেথের নাতি হ্যারিকে বিয়ে করেন৷
মেগান ও হ্যারি এ বছরের শুরুতে রাজ পরিবার থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়ে উত্তর অ্যামেরিকা যান৷ তারা তাদের এই সিদ্ধান্তের জন্য ব্রিটিশ মিডিয়ায় বর্ণবাদী মনোভাবের কথা উল্লেখ করেন৷ তবে বাকিংহাম প্যালেস মেগানের গর্ভপাত বিষয়ে কোনো মন্তব্য করতে চায়নি৷
এনএস/কেএম (এপি, এএফপি)
প্রেমের কারণে যতবার বিব্রত ব্রিটিশ রাজপরিবার
প্রেম ও বিয়ের ঘটনায় একাধিকবার বিব্রত হতে হয়েছে ব্রিটিশ রাজপরিবারকে৷ এমনই কয়েকটি ঘটনা জানুন ছবিঘরে...
ছবি: picture-alliance/AP Photo/Mary McCartney/Queen Elizabeth II
চার্লস ও ক্যামিলা
বিয়ের ১২ বছর পর ১৯৯২ সালে লেডি ডায়ানার সাথে বিচ্ছেদ হয় যুবরাজ চার্লসের৷ মনোমালিন্য ছাড়াও এই বিচ্ছেদের পেছনে অন্যতম কারণ ছিল চার্লসের প্রাক্তন প্রেমিকা ক্যামিলা পার্কার বোলস৷ রাজপরিবারের অনিচ্ছা সত্ত্বেও ২০০৫ সালে ক্যামিলাকে বিয়ে করেন চার্লস৷ এই বিয়েতে উপস্থিত ছিলেননা চার্লসের মা রানী দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর পিতা ফিলিপও৷
ছবি: AP
ডায়ানা ও দোদি
চার্লসের সাথে বিবাহিত থাকাকালীন এবং বিচ্ছেদের পরেও একাধিক পুরুষের সাথে জুড়তে থাকে ডায়ানার নাম৷ এরমধ্যে সবচেয়ে আলোচিত মিশরের চলচ্চিত্র প্রযোজক দোদি ফায়েদের সাথে তাঁর সম্পর্ক৷ ১৯৯৭ সালে প্যারিসের যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ডায়ানা সেই গাড়িতে তাঁর সাথে ছিলেন ফায়েদও৷ ডায়ানার জীবনযাপন বিষয়ে ব্রিটিশ রাজপরিবারের অসন্তোষ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায়ই আলোচিত হয়েছে৷
ছবি: dapd
রাজকুমারী অ্যান
চার্লসের ছোট বোন রাজকুমারী অ্যানের সাথেও জড়িয়ে ছিল নানা পুরুষের নাম, যার মধ্যে অন্যতম ক্যামিলার সাবেক স্বামী অ্যান্ড্রু পার্কার বোলসও৷ এছাড়া, অ্যানের স্বামী মার্ক ফিলিপসের নামও জড়ায় নানা কেচ্ছার সাথে৷ শুধু তাই নয়, অ্যান-মার্ক বিচ্ছেদের ফলে সংবাদমাধ্যমে আলোচিত হয় ব্রিটিশ রাজপরিবারের বিচ্ছেদ-বিরোধিতা কমার প্রবণতা৷
ছবি: picture-alliance/dpa/PA Wire/G. Fuller
মার্গারেট ও পিটার টাউনসেন্ড
রানী দ্বিতীয় এলিজাবেথের ছোট বোন রাজকুমারী মার্গারেট৷ মার্গারেট প্রথম শিরোনামে আসেন পিটার টাউনসেন্ডের সাথে তাঁর প্রেমের কারণে৷ সেই সময় বিবাহ বিচ্ছেদ হয়েছে এমন কারো সাথে রাজপরিবারের সদস্যের বিয়ে হওয়া ছিল অসম্ভব৷ পরিবারের চাপে টাউনসেন্ডকে বিয়ে করতে অস্বীকার করেন মার্গারেট, কিন্তু পরবর্তীতে চিত্রগ্রাহক অ্যান্টনি আর্মস্ট্রং-জোনসের সাথে তাঁর বিয়েও সৃষ্টি করে বহু বিতর্ক৷
ছবি: AFP/Getty Images
অষ্টম এডোয়ার্ড ও ওয়ালিস সিম্পসন
মার্গারেটেরও আগে মার্কিন নাগরিক ও বিবাহ-বিচ্ছেদপ্রাপ্ত ওয়ালিস সিম্পসনকে বিয়ে করার জন্য রাজকর্তব্য থেকে সরে আসেন অষ্টম এডোয়ার্ড৷ সেই সময় রাজার আসনে বসতে চলা এডোয়ার্ডের এই পদক্ষেপ আলোড়ন তোলে৷ এর ফলে, তাঁর ছোট ভাই ষষ্ঠ জর্জ রাজা হন৷ এডোয়ার্ড-ওয়ালিসের বিবাহ এখনও রাজপরিবারের অন্যতম বিতর্কিত ঘটনা হিসাবে আলোচিত হয়৷
ছবি: picture-alliance/Photoshot
অ্যান্ড্রু
চার্লসের ছোট ভাই অ্যান্ড্রুরও পিছু ছাড়েনি বেশ কয়েকটি বিতর্কিত ঘটনা৷ যেমন মার্কিন অভিনেত্রী কু স্টার্কের সাথে তার সম্পর্ক৷ শুধু তাই নয়, পরবর্তীতে সারা ফার্গুসনকে বিয়ে করলেও কু স্টার্কের কন্যার ‘গডফাদার’ হন অ্যান্ড্রু, যা নতুন করে খবরের শিরোনামে নিয়ে আসে তাকে৷
ছবি: picture alliance/AP Photo/S. Tan
হ্যারি ও মেগান
মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের সাথে রাজপুত্র হ্যারির বিয়ের পর থেকেই চলছিল নানা রকমের জল্পনা৷ বুধবার একটি বিবৃতি দিয়ে তাঁরা জানান যে রাজকর্তব্য থেকে সরে আসতে চলেছেন তাঁরা৷ রাজপরিবারের সদস্য হিসাবে নিজেদের দায়িত্ব ছেড়ে ব্যক্তিগত জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান বলে জানান এই জুটি৷ ইতিমধ্যেই তাঁদের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে বাকিংহাম প্যালেস৷