1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্টারনেটের মাধ্যমে সন্তান লাভ

৭ জানুয়ারি ২০১৬

হ্যাঁ, সত্যি বলছি৷ আর এর জন্য বিবাহিত হওয়ার দরকার নেই৷ আপনি সমকামী, বিসমকামী – যাই হন কেন, আপনার সন্তান লাভের আশাটুকু থাকলেই হবে৷ কারণ ‘কো-পেরেন্টিং', অর্থাৎ অন্য একজন বা দু'জন মানুষের সঙ্গে অভিভাবক হওয়া এখন খুব সহজ!

Vierlinge
ছবি: picture-alliance/dpa

বিয়ে, পরিবার, সন্তানসন্ততি – বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিতেও এই ধরনের সনাতনী পারিবারিক প্রথা এখনও রয়েছে৷ কিন্তু তার পাশাপাশি অন্যান্য ধরনের পারিবারিক রূপও সমাজে জায়গা করে নিচ্ছে৷ না, বেআইনিভাবে নয়, আইনগতভাবেও স্বীকৃতি পাচ্ছে এ সব সম্পর্ক৷ যেমন বিয়ে ছাড়া একত্রে বসবাস, প্যাচওয়ার্ক ফ্যামিলি, সিংগেল পেরেন্ট, সমকামী দম্পতি ইত্যাদি জীবনধারাকে মেনে নেওয়া হচ্ছে, ক্রমশই৷

এরকমই একটি ‘কো-পেরেন্টিং পোর্টাল' এখন বেশ রমরমা জার্মানিতে৷ নাম – ‘ফ্যামিলিশিপ'৷ ভিডিও-টি ক্লিক করলেই বুঝতে পারবেন ঠিক কী বলছি৷ যেমন ধরুন, আপনি বিবাহিত তবে নিঃসন্তান৷ বা আপনি সমকামী এবং সন্তান চান৷ অথবা আপনি এবং আপনার স্ত্রী আপনাদের সন্তানটিকে একা মানুষ না করে অন্য একটি দম্পতির সঙ্গে একযোগে মানুষ করতে চান৷ এক্ষেত্রে ‘‘ফ্যামিলিশিপ'-এর মাধ্যমে আপনি সেই দম্পতিটিকে অথবা বাচ্চা মানুষ করার জন্য একাধিক সঙ্গীকে খুঁজে নিতে পারেন৷ এক ধাক্কায় বেরিয়ে আসতে পারেন সনাতনী পারিবারিক প্রথা এবং বিয়ে নামের চিরাচরিত ঐতিহ্য থেকে৷

Co-parenting portals

04:06

This browser does not support the video element.

অবশ্য এমনটা করলে, মানে বাচ্চার একাধিক বাবা-মা থাকলে তার মানসিক স্বাস্থ্যে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা – সেটা তর্ক সাপেক্ষ৷

ডিজি/এসবি

আপনার কী মনে হয়? একাধিক বাবা-মা শিশুর জন্য উপকারী না অপকারী? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ