তিনি সমকামী৷ কোনো এক অজানা পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে লেখালেখিও হয়েছে অনেক৷ এবার এলো নতুন খবর – জমজ সন্তানের বাবা হয়েছেন বলিউডের পরিচালক করণ জোহর৷ মায়ের নাম জানতে কৌতূহলী অনেকেই৷
বিজ্ঞাপন
আসলে এক নারীর গর্ভ ভাড়া করে, অর্থাৎ এক সারোগেট মাদারের মাধ্যমে জমজ সন্তানের ‘বাবা' হয়েছেন হিন্দি ছবির জনপ্রিয় পরিচালক করণ জোহর৷
খবরটি প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ‘কাল হো না হো', ‘মাই নেম ইজ খান'সহ বেশ কিছু ব্যবসাসফল ছবির এই পরিচালককে অভিনন্দন জানানো৷
অভিনেত্রী আলিয়া ভাট অভিনন্দন জানানোর পাশাপাশি আনন্দ প্রকাশ করেছেন এই বলে যে, করণের জমজ সন্তান হওয়ায় তিনি একজন ছোট ভাই এবং একজন ছোট বোন পেয়েছেন৷
বিতর্কও শুরু হয়েছে দু-একজনের মন্তব্য নিয়ে৷
ভারতের সমাজবাদী পার্টির নেতা আবু আজমি বলেছেন, এভাবে বাবা না হয়ে, করণ জোহর বলিউডের কাউকে বিয়ে করে সন্তান দত্তক নিলেই ভালো করতেন৷
বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরীন মনে করেন, সারোগেসি, অর্থাৎ গর্ভ ভাড়া করে সন্তান নেয়ার প্রক্রিয়াটি প্রকৃতপক্ষে দরিদ্র নারীদের অধিকার হরণের নামান্তর, কেননা, এর মাধ্যমে টাকা দিয়ে তাঁদের শরীর এবং জননাঙ্গ ব্যবহার করা হয়৷
তবে ৪৪ বছর বয়সি করণ অবশ্য সেই বিতর্কে জড়াননি৷ টুইটারে তিনি জানিয়েছেন, তাঁর পরিবারে রুহি এবং ইয়াশ নামের নতুন দুই অতিথি আসায় সবাই খুব আনন্দিত৷ তিনি জানান, সন্তান প্রতিপালনের জন্য তিনি প্রস্তুত৷ এবং এ কাজে তাঁর মা তাঁকে সহায়তা করবেন বলেও জানিয়েছেন তিনি৷
বলিউডে গর্ভ ভাড়া করে সন্তান নেয়ার নজির অবশ্য আরো আছে৷ শাহরুখ খান এবং আমির খানও রয়েছেন এই তালিকায়৷ এমনকি বিয়ে না করে, অর্থাৎ ‘সিঙ্গেল ফাদার' করণ জোহরই প্রথম নন৷ বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্র'র ছেলে তুষার কাপুরও এভাবেই সন্তানের জনক হন৷
এসিবি/ডিজি
বলিউড তারকা: যারা গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন
২০১৬ সালে লোকসভায় পাশ হওয়া বিল অনুযায়ী, ভারতে বিদেশি, সিঙ্গেল, সমকামী বা ‘লিভ-ইন পার্টনারদের’ সারোগেসির মাধ্যমে সন্তান নেয়া অবৈধ৷ তবে বিলটি এখনো আইন হয়নি বলে বলিউডের কয়েকজন তারকা ইতিমধ্যে গর্ভ ভাড়া করে সন্তান নিয়েছেন৷
ছবি: picture alliance/Dinodia Photo
করণ জোহর
এ তালিকায় সর্বশেষ নাম করণ জোহর৷ চলচ্চিত্র নির্মাতা করণ জোহর গত ৫ মার্চ নিজেই জানিয়েছেন দুই সন্তানের ‘বাবা’ হওয়ার খবর৷ তবে বিপরীত লিঙ্গের কাউকে বিয়ে করে তিনি জনক হননি৷ তাঁর পক্ষে তা হয়ত সম্ভবও নয়, কারণ, ৪৪ বছর বয়সি এই পরিচালক সমকামী৷ সারোগেসি বিল ভারতের রাজ্যসভায় পাশ হলেই তা আইনের মর্যাদা পাবে৷ আইন হয়ে গেলে করণ জোহর এভাবে সন্তান নিতে পারতেন না৷
ছবি: Getty Images/AFP/STR
তুষার কাপুর
বলিউডের সাবেক জনপ্রিয় নায়ক জিতেন্দ্র’র ছেলে তুষার কাপুর৷ তিনিও হিন্দি ছবির নায়ক৷ এবং তিনিও বিয়ে না করেই বাবা৷ প্রস্তাবিত আইনে ‘সারোগেট মাদার’-এর সহায়তায় ‘সিঙ্গেল ফাদার’ হওয়াও অবৈধ৷ কিন্তু তুষারও সন্তান নিয়েছেন আইন হওয়ার আগে৷ এতদিন তিনিই ছিলেন বলিউডের একমাত্র ‘সিঙ্গেল ফাদার’৷
ছবি: STRDEL/AFP/Getty Images
শাহরুখ খান
‘বলিউড কিং’ শাহরুখ খান আর তাঁর স্ত্রী গৌরী খানের এমনিতেই দুই সন্তান ছিল৷ তারপরও ২০১৩ সালে তাঁরা গর্ভ ভাড়া করে তৃতীয় সন্তান নেন৷ সেই সন্তানের নাম আবরাম৷ সন্তান নিতে শারীরিকভাবে সক্ষম কোনো দম্পতির সারোগেট মাদারের মাধ্যমে সন্তান নেয়া প্রস্তাবিত আইন অনুযায়ী অবৈধ৷ সারোগেসি বিলটি এখনো আইন হয়নি বলেই ‘কিং খান’-ও গর্ভ ভাড়া আবরামের বাবা হতে পেরেছেন৷
ছবি: picture alliance/Dinodia Photo
আমীর খান
আমীর খান বিবাহিত এবং তিনিও শারীরিকভাবে সন্তান জন্ম দেয়ায় সক্ষম৷ আগের স্ত্রীর ঘরে তাঁর দু’টি সন্তান রয়েছে৷ ফলে প্রস্তাবিত আইন অনুযায়ী তাঁরও ‘সারোগেট চাইল্ড’ নিতে পারার কথা নয়৷ কিন্তু বর্তমান স্ত্রী কিরণ রাও একাধিকবার গর্ভ ধারণে ব্যর্থ হওয়ায় ২০১১ সালে আমীরও সন্তান নিয়েছেন এভাবে৷ তাঁদের ‘সারোগেট চাইল্ড’-এর নাম আজাদ৷
ছবি: STRDEL/AFP/Getty Images
সোহেল খান
সালমান খানের ছোট ভাই সোহেল খান সারোগেট মাদারের মাধ্যমে জনক হয়েছেন ২০০০ সালে৷ তার আগেও তাঁর দু’টি সন্তান ছিল৷ স্ত্রী সীমা খানের গর্ভের দুই সন্তানের পরও গর্ভ ভাড়া করে নির্ভানাকে পান তাঁরা৷