1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাঁজা গাছ দিয়ে পরিবেশবান্ধব ভবন তৈরি

৪ ডিসেম্বর ২০২৪

হেম্প বা গাঁজা গাছ দিয়ে পরিবেশবান্ধব ভবন তৈরি সম্ভব৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন, গাঁজা গাছ৷ জার্মানির প্রকৌশলী হেনরিক পাউলি গত কয়েকবছর ধরে ভবন নির্মাণের উপকরণ হিসেবে গাঁজা গাছ ব্যবহার করে আসছেন৷

গাঁজা গাছ প্রায় সব জায়গায় জন্মে ও খুব দ্রুত বেড়ে উঠে- যেমনটা জার্মানির হেসেন রাজ্যে দেখা যাচ্ছে৷
জার্মানিতে ভবন তৈরিতে গাঁজা গাছ ব্যবহার হচ্ছে (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa/A. Warnecke

এটি দিয়ে তৈরি ভবন পরিবেশবান্ধব বলে জানান তিনি৷ ভবিষ্যতে বাসাবাড়ি তৈরিতে এর ব্যবহার বাড়বে বলেও আশা হেনরিকের৷

গাঁজা গাছ প্রায় সব জায়গায় জন্মে ও খুব দ্রুত বেড়ে উঠে- যেমনটা জার্মানির হেসেন রাজ্যে দেখা যাচ্ছে৷ এই গাছ অনেক কার্বন ডাই-অক্সাইড শোষণ করে৷ 

গাঁজা গাছ দিয়ে তৈরি হচ্ছে ভবন

04:19

This browser does not support the video element.

পাউলি বলেন, ‘‘ভবন নির্মাণের উপকরণ হিসেবে হেম্পক্রিটের সুবিধা হচ্ছে এটি পরিবেশবান্ধব, ইনুসলেশন ভালো হয়, এবং একইসঙ্গে এটি ঘর গরম রাখে৷ আর অগ্নি-নিরাপত্তার কথা ভাবলে এটি একেবারেই দাহ্য নয়৷ এটি খুব ভালোভাবে স্যাঁতসেঁতে ভাব শোষণ করে এবং আবার ছেড়ে দেয়৷ অর্থাৎ আর্দ্রতা নিয়ন্ত্রণ করে৷''

গাঁজা গাছের এত ভালো গুণ থাকার পরও কেন ভবন নির্মাণে এটি বেশি কাজে লাগানো হচ্ছে না? এর একটি কারণ, প্রচলিত উপকরণের চেয়ে এতে খরচ ১০-২০ শতাংশ বেশি৷

অন্য কারণও আছে৷ জার্মানিতে অনেক মানুষ এখনও হেম্পকে একটি বিষয়ের সঙ্গে মিলিয়ে থাকেন৷ পাউলি জানান, ‘‘আমাকে এখনও অনেক গতানুগতিক কথা শুনতে হয়৷ তবে আমি মনে করি না, সব কথাই খারাপ৷ চিকিৎসার কথা ভাবলে গাঁজার অনেক গুন আছে৷ হ্যাঁ, অন্য জগতে যেতে চাইলে এটা ব্যবহার করা যেতে পারে৷ তবে এ থেকে এটাও প্রমাণ হয় যে, গাঁজার গাছ অনেকভাবে কাজে লাগানো যায়৷ কিছু লোক একে মাদক হিসেবে ব্যবহার করে, আর অনেকে এটি দিয়ে তৈরি ভবনে বাস করেন, যেটা বেশ আরামদায়ক হয়ে থাকে৷''

হেনরিকের আশা আরও বেশি মানুষ ভবন তৈরিতে গাঁজার গাছ ব্যবহার করবেন, এবং এভাবে নির্মাণ প্রযুক্তিকে এগিয়ে নেবেন৷

প্রতিবেদন: রুবেন ক্লাউস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ