1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাংনাম স্টাইল

২০ অক্টোবর ২০১২

‘ওপা গাংনাম স্টাইল’, পপ জগতে কোরিয়ার নতুন যুগের নাম যেন এটি৷ ইউটিউবে এখন পর্যন্ত এই ভিডিওটি অন্তত ৪৫ কোটিবার ক্লিক পেয়েছে৷ আন্তর্জাতিক পরিসরে কে-পপের জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়িয়েছে গাংনাম স্টাইল৷

YEONGAM-GUN, SOUTH KOREA - OCTOBER 14: Korean rapper Psy (C) teaches Red Bull Racing drivers Mark Webber (L) and Sebastian Vettel (R) the gangnam style dance in the paddock before the Korean Formula One Grand Prix at the Korea International Circuit on October 14, 2012 in Yeongam-gun, South Korea. (Photo by Mark Thompson/Getty Images)
ছবি: Getty Images

কেবল কোরিয়া নয়, ইউরোপ অ্যামেরিকার পপ সেনসেশন এখন এই গাংনাম স্টাইল৷ দক্ষিণ কোরিয়ার ৩৪ বছর বয়সি ব়্যাপার সাই-এর নতুন এই নাচ হাজার হাজার তরুণ তরুণীর মন কেড়ে নিয়েছে৷ কোরিয়ার অন্যতম প্রযোজক জোনাথন এইচ কিম মনে করেন কোরিয়ার বিনোদন জগতের নতুন এক যুগের সুচনা মাত্র এই গাংনাম স্টাইলের জনপ্রিয়তা৷ পুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে আসা এই প্রখ্যাত চলচ্চিত্র বোদ্ধা বলেন, এখন পশ্চিমা দেশের অনেক মানুষ কোরিয়ান চলচ্চিত্র এবং সংগীতের দিকে আকৃষ্ট হচ্ছে৷ কারণ এইসব ছবির মানও অনেক বেশি৷ জোনাথন কিম বলেন, কোরিয়ান বিনোদন সংস্কৃতি ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ হচ্ছে কোরিয়ানদের আবেগ আর অধৈর্য্য৷ কারণ ছবি ভালো না হলে কোরিয়ানরা সিনেমা হলে বসে থাকে না৷ তাই দর্শক ধরে রাখতে ছবির মান বাড়াতে হয়েছে৷ কোরিয়ান চলচ্চিত্রকে এখন হলিউডের বি গ্রেড ধরা হচ্ছে কারণ দেখতে হলিউডের মতো মনে হলেও এটি অনেক কম খরচে তৈরি হয়৷

ছবি: Reuters

গত এক দশকে ক্রমেই জনপ্রিয়তা পাচ্ছে কে-পপ৷ দেখতে শুনতে একেবারে পশ্চিমা ধাচের কিন্তু তার মধ্যেও থাকছে কোরিয়ান ভাষা ও সংস্কৃতির ছোঁয়া৷ এছাড়া গত কয়েক বছরে বেশ কিছু কোরিয়ান ছবি আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কার পেয়েছে৷ আর তার সঙ্গে ব়্যাপার সাই-এর গাংনাম স্টাইল এখন নতুন মাত্রা এনে দিয়েছে৷

আরআই/এএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ