1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নীড়, তবে পাখির নয়

মনিরুল ইসলাম২২ মার্চ ২০১৩

অনেক, অনেক কাল আগের কথা৷ সভ্যতার উন্মেষ হয়নি তখনও৷ সেই সময় মানুষ থাকত গাছের ডালে৷ পাখির মতো৷ সেই সময় গত হয়েছে, তাও অনেক কাল আগে৷

গাছে ঘুমাতে খুব একটা খারাপ লাগবে না আশা করিছবি: dpa

তবে পূর্ব পুরুষের সেই আবাস এখনো মানুষের মনে দোলা দিয়ে যায়৷ তাই হয়তো শৈশবে সবাই হতে চায়, পাখির মতো আকাশে উড়ে বেড়াতে, গাছে নীড় বেঁধে থাকতে৷ সেই স্বপ্ন বাস্তব করতেই ট্রি হাউস হোটেল৷

বার্লিন থেকে দক্ষিণে গাড়ি চালিয়ে তিন ঘণ্টার পথ পাড়ি দিলে পোল্যান্ড সীমান্তের কাছে সেনডেনডর্ফে আছে কুলটার্নিসেল আইসিয়েডেল, একটি পার্ক৷ আর সেখানেই অনেকগুলো পাখির বাসা, গাছে ঝুলছে৷ তবে আকারে অনেক বড়, পাখির জন্য নয়, মানুষের জন্য৷ সুইস ফ্যামিলি রবিনসন কিংবা টারজান দেখে যারা কল্পনার জাল বুনেছেন, কল্পনার সেই রূপ বাস্তবে ধরা দেবে তাদের কাছে৷

২০০৬ সালে যাত্রা শুরু হয়েছে পাখির, থুড়ি মানুষের এই নীড়ের৷ শুরুটা করেছেন জার্গেন ব্যার্গমান৷ ছোট বেলায় পাখির নীড়ে থাকার স্বপ্ন ছিল তাঁরও৷ শিল্পীমন বড় হয়ে মনোযোগ দেন স্বপ্ন বাস্তবায়নে৷ ব্যার্গমান বলেন, ছেলেবেলার স্বপ্ন অনেকে পুষে রাখেন বড় বেলাতেও৷ তাদের জন্যই ট্রি হাউস হোটেল৷

মাটি থেকে প্রায় ১০ মিটার দূরে গাছে গাছে ঘর৷ একটি গাছে কয়েকটি ঘর, ঘর লাগোয়া বেলকনিও আছে৷ প্রতিটি ঘরে চার জনের রাত কাটাতে খরচ পড়বে ১৮০ থেকে ২২০ ইউরো৷ একটি ঘর থেকে অরেকটি ঘরে যাওয়ার ব্যবস্থাও আছে৷ তবে ডাল বেয়ে উঠতে হবে না৷ রয়েছে মইয়ের সিঁড়ি৷ বিদ্যুৎ-পানির ব্যবস্থা আছে৷ তবে গরম জল পাবেন না৷

কুলটার্নিসেল আইসিয়েডেল পার্কের মধ্য দিয়েই বয়ে চলেছে নদী৷ নদীতে একটি জাহাজও ভাসছে৷ নদীর বুকে আছে একটি দ্বীপ, যার নাম আইসক্রিম আইল্যান্ড৷ সেখানে রাতে বসে কল্পকথার আসর৷ সব মিলিয়ে প্রকৃতির কাছাকাছি যারা থাকতে চান, তারা চলে যেতে পারেন সেখানে৷ জেনে রাখুন, এই ট্রি হাউস হোটেল খোলা থাকে মার্চ থেকে অক্টোবর অব্দি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ