1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাছ বাঁচাতে হাতি তাড়াচ্ছে মৌমাছি!

১ আগস্ট ২০১৮

দক্ষিণ আফ্রিকায় হাতিদের সংখ্যা বাড়ছে৷ তবে এমন সুখবর সত্ত্বেও তাদের চাপে গাছপালার ক্ষয়ক্ষতির কারণে সংরক্ষণবাদীরা দুশ্চিন্তায় পড়েছেন৷ গাছে মৌচাক বসিয়ে এক অভিনব প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে৷

Elefanten in Simbabwe
ছবি: Martin Bureau/AFP/Getty Images

দক্ষিণ আফ্রিকার জঙ্গলে প্রাণিবিজ্ঞানী রবিন কুক ও রনি মাকুকুলে ৫০টি মৌচাক প্রস্তুত করেছেন৷ ক্রুগার ন্যাশানাল পার্কের ঠিক পাশেই মৌমাছিদের এই বসতি রাখা হয়েছে৷ মোমাছিরা পার্কের মধ্যে নির্দিষ্ট কিছু গাছ বাঁচাতে পারে কিনা, তা জানতে এক বছরের বেশি সময় ধরে এই দুই সংরক্ষণবাদী পরীক্ষা চালাচ্ছেন৷

হাতি তাড়াতে মৌমাছি

অবিশ্বাস্য মনে হলেও এইমৌমাছিরা পার্কের সবচেয়ে বড় বাসিন্দা,অর্থাৎ হাতিদেরও তাড়িয়ে দিতে পারে৷ মানুষের মতো তারাও মৌমাছির হুল পছন্দ করে না৷ হাতিদের ঘ্রাণশক্তিও খুব তীব্র৷ তাই মৌচাকের গন্ধ পেলেই তারা দূরে সরে যায়৷ রবিন কুক বলেন, ‘‘আমরা এমনটা করছি, কারণ দক্ষিণ আফ্রিকায় সংরক্ষিত এলাকায় হাতিদের সংখ্যা অত্যন্ত বেড়ে গেছে৷ বড় প্রজাতির গাছের উপর তাদের প্রভাব নিয়ে আমরা দুশ্চিন্তায় পড়েছি৷ তাই গাছের উপর হাতিদের প্রভাব প্রশমিত করার উপায় খুঁজছি৷ সেই সব গাছে মৌচাক বসিয়ে হাতিদের দূরে রাখা সম্ভব হবে বলে আমরা আশা করছি৷'' 

হাতি তাড়াতে কামান দাগা?

05:46

This browser does not support the video element.

আফ্রিকার অন্য সব অংশে হাতিদের সংখ্যা কমে এলেও দক্ষিণ আফ্রিকায় তাদের সংখ্যা বাড়ছে৷ সেখানে সংরক্ষিত অরণ্য বেড়া দিয়ে ঘেরা৷ আছে মানুষের তৈরি কুয়া৷ এমন সুরক্ষা ও খোরাক পেয়ে হাতিদের বংশবৃদ্ধি ঘটছে৷ কিন্তু তাদের সংখ্যা বাড়ার ফলে সমস্যাও দেখা দিচ্ছে৷ হাতি গাছপালা, ঝোপঝাড় সাফ করে দিচ্ছে৷ তাদের শিকড়ও প্রায়ই নষ্ট হয়ে যাচ্ছে৷ ফলে পার্কের অন্যান্য প্রাণী ও গাছপালার আবাস ধ্বংস হয়ে যাচ্ছে৷

বিপন্ন মারুলা

পার্কে মারুলা নামের বিশেষ এক প্রজাতির গাছের প্রতি হাতিদের নজর বেশি৷ রবিন কুক এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘‘হাতিদের কাছে মারুলা গাছের বিশাল চাহিদা রয়েছে, কারণ এই গাছ থেকে তারা অনেক খোরাক পায়৷ ফলে এই প্রজাতির গাছের উপর তাদের প্রভাব বাড়ছে৷ এই এলাকার গবেষণার ফল অনুযায়ী হাতিরা আসার পর থেকে এই গাছের সংখ্যা ৩৫ শতাংশ কমে গেছে৷ তাই মারুলা খুবই গুরুত্বপূর্ণ প্রজাতি৷ এই গাছ খাদ্য হিসেবে, পশুপাখির আবাস হিসেবে বড় ভূমিকা পালন করে৷''

অনেক সময় হাতিরা শুধু পাতার নাগাল পেতে গোটা গাছ মাড়িয়ে নষ্ট করে৷ কিন্তু এখনো পর্যন্ত মৌচাক থাকলে এমন গাছ সাধারণত অক্ষত রয়েছে৷ গত বছরে মোট ৫০টির মধ্যে একটির ক্ষতি হয়েছে৷

গাছ বাঁচাতে অভিনব প্রকল্প

‘কুকস বি প্রজেক্ট' পার্কের পরিচালকদের নতুন এক প্রচেষ্টা৷ অতীতে বড় সংখ্যায় হাতি সরিয়ে ফেলা হতো৷ পশুপাখির সংখ্যা ও খোরাকের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ক্রুগার ন্যাশানল পার্কে গুলি করে প্রায় ১৭,০০০ হাতি মারা হয়েছে৷ হাতি গবেষক তামারা এগেলিং বলেন, ‘‘বড় আকারে গাছের উপর হাতির প্রভাব নিয়ন্ত্রণ করতে হাতিদের সংখ্যা নিয়ন্ত্রণ করার মনোভাব এখন বদলে গেছে৷ অতীতে এভাবেই গাছপালার উপর হাতিদের প্রভাব কমানোর চেষ্টা করা হতো৷ এবার বৃহত্তর পরিসরে বিষয়টি নিয়ে ভাবা যেতে পারে৷ বড় গাছগুলি নিয়ন্ত্রণ করে, তাদের সুরক্ষা দিলেই চলবে৷ এভাবে হাতিদের ছড়িয়ে দিয়ে তাদের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হচ্ছে৷''

বিজ্ঞানীরা মৌচাকের মাধ্যমে হাতিদের গতিবিধি নিয়ন্ত্রণের আশা করছেন৷ কারণ এভাবে হাতিরা চলমান অবস্থায় থাকবে৷ একই জায়গায় বেশিকাল থাকলে বড় আকারে ক্ষতি করতে পারে তারা৷

সংরক্ষণবাদীদের মতে, পাখির বাসায় ভরাগাছের মতো কোনো বিশেষ আগ্রহের বস্তু থেকে হাতিদের দূরে রাখতে মৌমাছিদের ব্যবহার করা আদর্শ পথ৷ রবিন কুক বলেন, ‘‘হাতিরা প্রায়ই গাছের বাকল ছাড়িয়ে নেয়৷ তার ফলে গাছের প্রতিরক্ষার ক্ষমতা কমে যায়৷ যেমন উইপোকা বাসা বাঁধতে পারে, আগুনে গাছের ক্ষতির আশঙ্কা বেড়ে যায়৷ বাকল সরানোর ফলে গাছের ভিতরে পোকা খেয়ে নিয়ে ফাঁপা করে দেয়৷''

বৃহত্তর প্রভাব

মৌমাছিরা সম্ভবত হাতিদের দূরে রাখতে পারবে৷কিন্তু শকুনির মতো লুপ্তপ্রায় প্রজাতি মৌমাছির অস্তিত্বের ফলে কী প্রতিক্রিয়া দেখায়, তা এখনো স্পষ্ট নয়৷

পার্কের আশেপাশের গ্রামগুলির মানুষের মৌমাছি নিয়ে অভিজ্ঞতা কম৷ অনেকেই তাদের ভয় করে৷ রনি মাকুকুলে সেই মনোভাব বদলানোর চেষ্টা করছেন৷ তিনি নিজের গ্রামেই মৌচাক রেখে কিছু স্থানীয় মানুষকে মৌমাছি পালনের প্রশিক্ষণ দিতে চান৷

গ্রামের ঠিক বাইরে এক জমিতে প্রথম মৌচাকগুলি বসানো হবে৷ তিনি গ্রামবাসীদের ভয়ভীতি দূর করে তরুণ-তরুণীদের মৌমাছি পালনের কৌশল শেখাতে চান৷ মাকুকুলে বলেন, ‘‘মৌমাছি প্রকল্প শুরু করে আমরা সমাজের আয় বাড়ানোর কাজে সাহায্য করতে পারবো৷ তারা নিজেরাই নিজেদের প্রকল্প শুরু করতে পারবে৷ সুপারমার্কেটে মধু বিক্রি করতে পারবে৷''

পার্কের ভিতরে সংরক্ষণবাদীরা অন্য একটি পদ্ধতিতেও সংকটপূর্ণ এলাকায় হাতিদের সংখ্যা কমাতে সফল হয়েছেন৷ তাঁরা বেশ কয়েকটি কুয়া শুকিয়ে ফেলেছেন৷ ফলে পানির খোঁজে হাতিদের সচল থাকতে হবে৷ তখন স্থানীয় ইকোসিস্টেমের উপর চাপ কমবে৷

কিন্তু ছোট আকারের পার্কের সেই সুযোগ নেই৷ তাই মৌমাছি নিয়ে রবিন কুক-এর পরীক্ষার বিষয়ে আগ্রহ বাড়ছে৷ তাঁর মতে, বৈপ্লবিক এই পদ্ধতির বিপুল সম্ভাবনা রয়েছে৷

স্টেফান ম্যাল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ