ইসরায়েলের বিমান হামলায় নিজেদের আরেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জেহাদ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুক্রবার থেকে ছয় শিশুসহ মোট ২৯ জন নিহত৷
বিজ্ঞাপন
গত বছর থেকে ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে৷ ফিলিস্তিনি ইসলামিক জেহাদ রোববার জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় তাদের শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে৷ খালেদ মনসুর নামে ওই কমান্ডার শনিবার গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন৷
ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইসলামিক জেহাদ পশ্চিম তীরে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে৷ শুক্রবার একটি বিমান হামলায় উত্তর গাজায় ইরান-সমর্থিত গোষ্ঠীর কমান্ডারকে ইসরায়েল হত্যা করার পর থেকে সীমান্তে সহিংসতা ছড়িয়ে পড়ে৷ পশ্চিম তীরে এই গোষ্ঠীর ২০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
আইডিএফের দাবি, সন্ত্রাসী হামলা ‘বানচাল'
ইসলামিক জেহাদের আল-কুদস ব্রিগেড বলেছে, শনিবারের বিমান হামলায় দক্ষিণ গাজার রাফাহ শহরে মনসুরের সঙ্গে আরো তাদের আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি এক শিশু ও তিন নারীসহ পাঁচজন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন৷
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি ইসরায়েলে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানোর পরিকল্পনা করেছিল মনসুর। গাজা সীমান্তে ইসরায়েলে উপর হামলার পরিকল্পনাও তারই মস্তিষ্কপ্রসূত৷ তবে আইডিএফ তা বানচাল করে দিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুক্রবার থেকে ছয় শিশুসহ মোট ২৯ জন নিহত হয়েছেন৷
ইসরায়েলি কর্তৃপক্ষ পাল্টা জানিয়েছে, শনিবার জাবালিয়া শহরে শিশুদের মৃত্যুর জন্য গাজার জঙ্গিদের উৎক্ষেপণ করা রকেট হামলাই দায়ী৷
জেরুসালেম নিয়ে ইসরায়েলকে সতর্ক করল ইরান। প্রেসিডেন্ট জানালেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল পদক্ষেপ নিলে পাল্টা জবাব দেয়া হবে।
ছবি: President Website/WANA/REUTERS
সেনার প্যারেড
তেহরানে সোমবার সেনার কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে তিনি বলেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়, তাহলে ইরানের সেনা তার জবাব দেবে।
ছবি: Iranian Presidency/dpa/picture alliance
পরমাণু বক্তব্য
রাইসির বক্তব্য, ইসরায়েলের জন্যই ইরানে একাধিক পরমাণু প্রকল্প নিয়ে সমস্যা তৈরি হয়েছে। প্রেসিডেন্টের বক্তব্য, অস্ত্র নয়, মানুষের সুবিধার জন্যই ওই প্রকল্পগুলি খোলা হয়েছিল। কিন্তু ইসরায়েল অপপ্রচার করেছে। পরমাণু চুক্তি থেকে অ্যামেরিকার বেরিয়ে যাওয়ার পিছনেও ইসরায়েলের হাত ছিল বলে জানিয়েছেন তিনি।
ছবি: President Website/WANA/REUTERS
জেরুসালেম নিয়ে হুমকি
জেরুসালেমের সাম্প্রতিক সংঘর্ষ নিয়েও মত প্রকাশ করেছেন রাইসি। তার বক্তব্য, জেরুসালেমে যা ঘটছে, তার দায় ইসরায়েলকে নিতে হবে। বস্তুত, বিশেষজ্ঞদের ধারণা, সেনা প্যারেড থেকে ইসরায়েলকে হুমকি দেওয়ার পিছনে জেরুসালেমের ঘটনাই সবচেয়ে বড় কারণ।
ছবি: Pavel Bednyakov/Kremlin/Zuma/picture alliance
কী ঘটেছে জেরুসালেমে
রমজান শুরু হওয়ার পরে জেরুসালেমের আল-আকসা মসজিদ নিয়ে ফের সংঘর্ষ শুরু হয়েছে। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর দফায় দফায় লড়াই হয়েছে। বহু মানুষ আহত।
ছবি: Mahmoud Illean/AP/picture alliance
কেন এই সংঘর্ষ
আল-আকসা মসজিদ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। মুসলিম এবং ইহুদি দুই পক্ষই ওই জায়গাটিকে পবিত্র বলে মনে করে। তার থেকেই লড়াইয়ের সূত্রপাত। গতবছরও রমজানের ঠিক পরে ওই অঞ্চলে হামাসের সঙ্গে ইসরায়েলের তীব্র লড়াই হয়েছিল। অন্তত ১২ জন ইসরায়েলির মৃত্যু হয়েছিল। বহু ফিলিস্তিনিরও মৃত্যু হয়েছিল।
ছবি: AHMAD GHARABLI/AFP
ইসরায়েলে আক্রমণ
গত কয়েকমাসে ইসরায়েলে একের পর এক হামলা হয়েছে। বেশ কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এরপর পশ্চিম উপত্যকায় অপারেশন চালিয়েছে ইসরায়েল। ফলে গত কয়েকমাস ধরেই ওই অঞ্চলে উত্তাপ ক্রমশ বাড়ছিল।
ছবি: Ahmad Gharabli/AFP/Getty Images
ইরানের অবস্থান
ইরান ইসরায়েলের সার্বভৌমত্ব মানতে চায় না। তাদের বক্তব্য, ফিলিস্তিনে দখলদারি চালাচ্ছে ইসরায়েল। ইরানের বর্তমান প্রেসিডেন্ট রাইসি ইসরায়েল বিষয়ে বরাবরই কট্টর অবস্থান নিয়েছেন। ফলে তার আমলে ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরো বাড়বে বলেই মনে করা হচ্ছে।
ছবি: Mahmoud Illean/AP Photo/picture alliance
আরব দেশগুলির প্রতি বার্তা
মধ্যপ্রাচ্যে একাধিক দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক চুক্তি করছে। ওই দেশগুলিকেও বার্তা দিয়েছেন রাইসি। বিষয়টিকে এক ধরনের আপস সমঝোতা বলে চিহ্নিত করেছেন তিনি।
ছবি: IRNA
8 ছবি1 | 8
জেরুজালেমে সাইরেনের শব্দ
যখন ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বিমান অভিযান চালায়, তখন ইসলামিক জেহাদ জঙ্গিরা রাতভর ইসরায়েলকে নিশানা করে রকেট হামলা চালিয়ে গিয়েছে৷ তবে রোববার সকালে তীব্রতা হ্রাস পেয়েছে৷ সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলা অব্যাহত থাকায় রোববার জেরুজালেমে বিমান হামলার বিপদসংকেত শোনা গিয়েছে৷ ইসলামিক জেহাদ গোষ্ঠীর দাবি, মনসুরের হত্যার প্রতিশোধ নিতে শহরের পশ্চিমে হামলা চালানো হয়েছে ৷ তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷
নতুন করে সহিংসতা মাথা চাড়া দেয়ায় গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ৷ এর ফলে এলাকার বিদ্যুৎ সংকট আরো বেড়ে গিয়েছে৷ সবমিলিয়ে ফের অশান্ত হয়ে উঠছে এই এলাকা৷
আরকেসি/এফএস (এপি, এএফপি)
ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র সমাধান চান বাইডেন