1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

গাজায় সহিংসতা, নিহত ইসলামিক জেহাদ কমান্ডার

৭ আগস্ট ২০২২

ইসরায়েলের বিমান হামলায় নিজেদের আরেক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক জেহাদ৷ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুক্রবার থেকে ছয় শিশুসহ মোট ২৯ জন নিহত৷

নতুন করে সহিংসতা শুরু হওয়ার মধ্যে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ফিলিস্তিনি জঙ্গিরা
নতুন করে সহিংসতা শুরু হওয়ার মধ্যে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ফিলিস্তিনি জঙ্গিরা ছবি: Adel Hana/AP Photo/picture alliance

গত বছর থেকে ফিলিস্তিনি জঙ্গিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে৷ ফিলিস্তিনি ইসলামিক জেহাদ রোববার জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় তাদের শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে৷ খালেদ মনসুর নামে ওই কমান্ডার শনিবার গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন৷

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইসলামিক জেহাদ পশ্চিম তীরে ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলে হামলার প্রস্তুতি নিচ্ছে৷ শুক্রবার একটি বিমান হামলায় উত্তর গাজায় ইরান-সমর্থিত গোষ্ঠীর কমান্ডারকে ইসরায়েল হত্যা করার পর থেকে সীমান্তে সহিংসতা ছড়িয়ে পড়ে৷ পশ্চিম তীরে এই গোষ্ঠীর ২০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

আইডিএফের দাবি, সন্ত্রাসী হামলা ‘বানচাল'

ইসলামিক জেহাদের আল-কুদস ব্রিগেড বলেছে, শনিবারের বিমান হামলায় দক্ষিণ গাজার রাফাহ শহরে মনসুরের সঙ্গে আরো তাদের আরো দুই সদস্যের মৃত্যু হয়েছে৷ পাশাপাশি এক শিশু ও তিন নারীসহ পাঁচজন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন৷

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি ইসরায়েলে ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানোর পরিকল্পনা করেছিল মনসুর। গাজা সীমান্তে ইসরায়েলে উপর হামলার পরিকল্পনাও তারই মস্তিষ্কপ্রসূত৷ তবে আইডিএফ তা বানচাল করে দিয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় শুক্রবার থেকে ছয় শিশুসহ মোট ২৯ জন নিহত হয়েছেন৷

ইসরায়েলি কর্তৃপক্ষ পাল্টা জানিয়েছে, শনিবার জাবালিয়া শহরে শিশুদের মৃত্যুর জন্য গাজার জঙ্গিদের উৎক্ষেপণ করা রকেট হামলাই দায়ী৷

ইসরায়েলের অনুমান, বিমান হামলায় প্রায় ১৫ জঙ্গি নিহত হয়েছে৷

জেরুজালেমে সাইরেনের শব্দ

যখন ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বিমান অভিযান চালায়, তখন ইসলামিক জেহাদ জঙ্গিরা রাতভর ইসরায়েলকে নিশানা করে রকেট হামলা চালিয়ে গিয়েছে৷ তবে রোববার সকালে তীব্রতা হ্রাস পেয়েছে৷ সেনাবাহিনী বলেছে, গাজা উপত্যকা থেকে রকেট হামলা অব্যাহত থাকায় রোববার জেরুজালেমে বিমান হামলার বিপদসংকেত শোনা গিয়েছে৷ ইসলামিক জেহাদ গোষ্ঠীর দাবি, মনসুরের হত্যার প্রতিশোধ নিতে শহরের পশ্চিমে হামলা চালানো হয়েছে ৷ তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷

নতুন করে সহিংসতা মাথা চাড়া দেয়ায় গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানির অভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ৷ এর ফলে এলাকার বিদ্যুৎ সংকট আরো বেড়ে গিয়েছে৷ সবমিলিয়ে ফের অশান্ত হয়ে উঠছে এই এলাকা৷

আরকেসি/এফএস (এপি, এএফপি)

ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র সমাধান চান বাইডেন

26:53

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ